নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল ছিলাম, ভাল আছি, ভাল থাকব, আলহামদুলিল্লাহ

একজন পথকবি

হে মহান আল্লাহ, করোনার করুণা থেকে আমাদের রক্ষা কর

একজন পথকবি › বিস্তারিত পোস্টঃ

পাগলের চাষে আমন্ত্রণ

১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

আমার সকল বন্ধুদের অবগতিতে জানাচ্ছি যে, গত ১৫মার্চ২০১৪ থেকে আমার এলাকার পাশে পাগলের চাষ শুরু হয়েছে পাশাপাশি খোলামেলা গাঁজা টানার মেলাও বসেছে। সুসংবাদ হলো এই যে এখানে আসলে আপনারা বিনা পয়সায় পাগলদের পাগলামি দেখার পাশাপাশি মিষ্ট গাঁজার ধোয়ায় মুদ্ধ হবেন এবং চাইলে নিজেরাও ট্রাই মেরে (যারা খেতে চান, তবে না খাওয়াই ভাল) দেখতে পারবেন তবে ভয় নাই প্রশাসন কিছু বলবেন না। থাকার ব্যাবস্থা খুবই ভাল বিশাল মাঠের পাশাপাশি বিশাল সাইজের অডিটোরিয়ামের নিচে শুয়ে বসে কাটিয়ে দিতে পারবেন। খাওয়া নিয়ে চিন্তা নাই তিন বেলা খিচুড়ী পাবেন আর যদি চান দু-চারটা গান বাজনা করে মানুষ কে মুগ্ধ করতে পারবেন এতে কিছু ফায়দা হতে পারে। আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।

লালন শাহ মাজার

ছেঁউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

জহুরুল০০৭ বলেছেন: নিকটবর্তী রেল ষ্টেশনের নামটা বলুন আর ঢাকা থেকে ট্রেনে আসার টাইম টেবল থাকলে একটু জানাবেন দয়া করে। মেলা শেষ হবে কবে?

২| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

আলী খান বলেছেন: পাগলের চাষ কি শুধু আপনার কুষ্টিয়াতে হয়? ফরিদপুরের আট-রশি, চন্দ্রপারা, সিলেটের শাহজালাল মাজার ছাড়াও বাংলাদেশের আনাচে কানাচে পাগল ছাগলের চাষ হয়। :P :P :P :P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.