![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মহান আল্লাহ, করোনার করুণা থেকে আমাদের রক্ষা কর
বস্তুত আমরাই একমাত্র বাঙ্গালী প্রাণী যে বা যাহারা কিনা নিজের ভাষার জন্য যুদ্ধ করেও নিজস্ব সংস্কৃতি ভুলে অন্য রাষ্ট্রীয় সংস্কৃতি নিয়ে মশগুল থাকি।
বাংলা আমাদের এই, বাংলা আমাদের ওই, বাংলার জন্য আমরা এটা করেছি, ওটা করেছি, এগুলো আমাদের মুখের বুলি মাত্র। কেননা আমরা সাধারণত অন্যের সংস্কৃতি নিজেই মধ্যে গড়ে তুলছি যেটাকে আমরা বলছি ফ্যাশান।
যদিও ইংরেজী আমাদের মাতৃভাষা নয় তবুও আমরা দিন দিন এটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি আর পাশের দেশ ইন্ডিয়া হিসেবে যেহেতু আমরা ইন্ডিয়ার টিভ চ্যানেল গুলো সহজেই উপভোগ করতে পারছি সেক্ষেত্রে হিন্দি ভাষা রপ্ত সহ অন্যান্য ব্যাপারগুলোও তাদের মাধ্যম দিয়ে আমরা খুব সহজেই নিজেদের মধ্যে গড়ে তুলছি।এগুলো শুধুমাত্র বলার জন্য বলা।
শুনেছি জাপানিরা ইংরেজীটা খুব কম ই ব্যবহার করে, ইংরেজদের সাথে কি নাকি বিরোধ, আর আমার দেখা কোরিয়ান রা তো ইংরেজী ব্যবহার না করতে পারলেই বাচে। শুধুমাত্র অন্যান্য রাষ্ট্রীয় জনবল নিয়ে কাজ করতে হয় বিধায় ভাঙ্গা ভাঙ্গা ইংরেজী ওরা বলে।আমি দেখেছি কম্পিউটার এ কাজ করার জন্য মোটামুটি সব প্রোগ্রাম ই ওর কোরিয়ান ভাষায় ব্যবহার করে, উইন্ডোজ সহ মাইক্রোসফট অফিস এবং অন্যান্য ব্র্যন্ড এর সফটওয়্যার গুলোও ওরা ওদের নিজের ভাষার সেটিংস ব্যবহার করে।
যেসব দেশে ইন্ডিয়ানরা থাকে বা কাজের উদ্দেশ্যে যায় সেসব দেশগুলোতে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান প্রোডাক্টগুলোকে প্রাধান্য দেয়। অনেকটা এমন যে বাসার পাশে একটা জিনিস যদি ইন্ডিয়ান কোম্পানীর না পাওয়া যায় সে সময় ব্যয় করে একটু দুরে যেতেও রাজি তাও সে ইন্ডিয়ান কোম্পানীর প্রোডাক্ট ব্যবহার করবেই। কিন্তু আমাদের মধ্যে কি এমন ব্যাপার ঘটে? না ঘটে না, আমরা মেড ইন বাংলাদেশ দেখলে কেমন নাক সিটকায় যদিও কিছু কিছু ক্ষেত্রে এখন এর ব্যতিক্রম ঘটেছে।
আমরা দিনে দিনে উন্নত হচ্ছি, মাথাপিছুর আয় বেড়ে যাচ্ছে, বিশ্বে তাল মিলিয়ে চলতে শিখছি কিন্তু নিজের সংস্কৃতি, নিজের ভাষা কে বিলুপ্ত করে ফেলছি।
-একজন পথকবি-
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০
চাঁদগাজী বলেছেন:
একজন ইংরেজীতে দক্ষ বাংগালীর জন্য বেশী সুযোগ আছে বাংলাদেশে, এটা একদিক থেকে সুযোগ, অন্য দিক থেকে মাতৃ ভাষার জন্য খারাপ খবর।