নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানিনা কি জন্য ব্লগ লিখতে শুরু করেছি। হয়তো আমার ভাবনা গুলো প্রকাশ করতে চাই। হয়তো আমার না বলা কথাগুলো, অনুভূতিগুলো অজানার কাছে চিৎকার করে বলতে চাই।প্রকাশ জিনিষটা একটুও সহজ না যখন আপনি একজন ইন্ট্রোভারট। জানিনা কতোটুকু পারবো, কতোদিন পারবো।

একান্ত নিনাদ

বাংলাদেশে জন্ম, কৈশোর ও তারুণ্য। রিটায়র্ড বাবা ও গৃহিণী মায়ের তিন ছেলের মাঝে দ্বিতীয়। বাবার আধা সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৩ বছর চাকরির কারনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখার সুযোগ হয়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, বর্তমানে সস্ত্রীক যুক্তরাষ্ট্রের টেকসাস অঙ্গরাজ্যের হিউসটন শহরে বসবাস। ভালো লাগে বেড়াতে, ছবি তুলতে, পড়তে, ভাবতে, লিখতে।

একান্ত নিনাদ › বিস্তারিত পোস্টঃ

চার লাইনের ছড়া

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০

মেঘ বলেছে যাবো যাবো
আমিও বলি যাও
আমায় এতো দুখঃ দিয়ে
কি সুখ তুমি পাও?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০

ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: চালিয়ে যান।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:০০

একান্ত নিনাদ বলেছেন: পারিনা আসলে, তবু থ্যাংক ইউ ভাইয়া।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০১

আলমগীর কাইজার বলেছেন: বেশ, ছোট হলেও মনে রেশ রয়ে যাবে।

১১ ই মার্চ, ২০১৯ ভোর ৫:১৬

একান্ত নিনাদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.