![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবেতো আমায় বল নেবেতো আমায়.....
দেশ আজ কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে...। পক্ষে বিপক্ষে অনেক কথা অনেক যুক্তি হচ্ছে। আমরাও জনগণরাও নাম পেয়ে যাচ্ছি কেউ চেতনাবাদ কেউ নব্ব রাজাকার। দলাদলিতে দেশ যখন শেষ পর্যায়ে, প্রতিটা সাধারন মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়ে হাশফাঁস করছে, তখন শুধু একদিক থেকেই শান্তির আশা করি। আল্লাহ্ সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী। তিনিই ভালোই করেই জানেন আসল ঘটনা কি ঘটে ছিল ৭১ এ। আমাদের দৃষ্টি সীমিত; আর আমরা সবকিছু জানিনা। তবে আল্লাহ অবশ্যই অবশ্যই ন্যায়বিচারক। তিনি যেন অন্যায়কারীকে সাজা দেন এবং মজলুমকে রক্ষা করেন।
আমাদের প্রাণের দেশ এবং মুসলিম উম্মাহ্র মাঝে শান্তি-রহমত দান করেন, এই দুয়া করি। দুয়া ছাড়া আর কিছুই আমাদের সাধ্যে নেই।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২
আখিলিস বলেছেন: দেশের কিছুই হয় নাই - ভাগ হয়েছে ছাগুদের মনোবল । ৭১ এ কী ঘটেছিল তা রাজাকারদের অবৈধ পয়দা গুলা ছাড়া সবাই জানে ।