নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে আল্লাহ আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসা

কামরুল ইসলাম (সুমন)

জীবনকে সহজ ভাবে নেয়া উচিত , জীবন থেকে তো আর জীবিত বের হতে পারবেন না so never take life seriously ..............

কামরুল ইসলাম (সুমন) › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাজিব হত্যাকান্ডে জড়িত দুই বন্ধু

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের অন্যতম সংগঠক স্থপতি ও ব্লগার আহমেদ রাজিব হায়দার শোভন (৩৫) হত্যাকান্ডে তার দুই বন্ধুর জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। তদন্তের স্বার্থে তার বন্ধু তানজিনা আক্তার (২২) ও রাফিকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে বলে জানা গেছে।

গোয়েন্দা পুলিশ শনিবার গভীররাতে তাদেরকে রাজধানীর দু’টি স্থান থেকে আটক করে। ডিবির এক সিনিয়র সহকারি কমিশনার তাদের আটকের বিষয়টি নিশ্চিৎ করে বলেছেন, নিহত রাজীবের রক্তাক্ত মৃতদেহে ৮টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার হাতের মুঠোয় কয়েকটি লম্বা চুল পাওয়া গেছে। হাতের মুঠোয় ওই লম্বা চুল পাওয়ার পরপরই গোয়েন্দারা তাদের তদন্তে প্রাথমিকভাবে হত্যাকান্ডে সাথে জড়িত থাকা এক নারীর উপস্থিতি শনাক্ত করেন। এরই পথ ধরে এগুতে থাকে তাদের তদন্ত কাজ।

এরই সূত্র ধরে শনিবার গভীর রাতে তানজিনা ও রাফিকে আটক করে। রাজীব নিয়মিত বিভিন্ন ব্লগে জামায়াত-শিবির বিরোধী বিভিন্ন লেখালোখি করতেন। তার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি মনিটরিং করতে পারতেন তার বন্ধুরা। তাই রাজীব হত্যাকান্ডের সাথে তাদের ২ বন্ধুর সংশ্লিষ্টতা রয়েছে কিনা? এবং তাদের কর্মকাণ্ডে ও কার্যক্রমের সাথে জামায়াত-শিবিরের ক্যাডারদের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার ভোর রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক ব্লগারসহ ৫ জনকে আটক করে ডিবি পুলিশ। তবে পুলিশ তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি। তাদেরকে গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

Click This Link সুত্র

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

২০১৩ বলেছেন: যে ই মারুক আওয়াজ তুলুন শিবিররের হাত আছে,
মনে করেন খুনি ধরা পড়ল সে আম্লিক কিম্বা অন্য কোন দল , তখন দেখবেন তাদের দাদা নানা কারা কি করত। এমন কি সে যদি হিন্দু ও হয় তবুও বলবেন সে শিবিরের লোক।
কারন দেশে দাংগা হাঙ্গামা বাধিয়ে দেশ টাকে সিকিম বানাতে হবে।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

সান্টু বলেছেন: কারন দেশে দাংগা হাঙ্গামা বাধিয়ে দেশ টাকে সিকিম বানাতে হবে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আমার এই পোস্ট স্টিকি করা হইছে নাকি ? এত কম সময় ৪০০বারের বেশি পঠিত
বাট কমেন্ট করছে জন রিপ্লাই দেওয়ার মত না।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

অরিন্দম007 বলেছেন: জানুয়ারী মাসে ছবির হাটে এক ব্লগারের সাথে বেশ কিছু ব্লগারের ঝগড়া হয়েছিলো । তারপর আমরা ব্লগ সাইটে এনিয়ে অনেক সুন্দর সুন্দর তথ্য পেয়েছিলাম ।

আমি শুধু এতটুকু বলছি, চরিত্রহীন বিদ্বান হলেও পরিতাজ্য ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

করাত বলেছেন: চরিত্রহীন বিদ্বান হলেও পরিতাজ্য =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.