![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে সহজ ভাবে নেয়া উচিত , জীবন থেকে তো আর জীবিত বের হতে পারবেন না so never take life seriously ..............
তাসপিয়া রাকার দুইটা স্ট্যাটাস এখানে হুবহু কপি করে দিলাম দেশবাসি ভন্ডদের আসল চেহারা চিনুক। আর কিছুদিন আগে যারা নারীবাদি ছিল,নরী জাতের কোনো সমস্যহলে যারা মমের মত গলে যেতো কাল থেকে তাদেরও আসল চেহারা প্রকাশ পাচ্ছে।
**********************************************************
Taspia Raka
20 hours ago
.
আমি রাকা । আম্মার কাছে তার প্রিয় সন্তান রাকা , বন্ধুদের কাছে ইউ বিসির গ্রাজুয়েশন করতে থাকা রাকা, পড়াশুনা পাগল ক্যারিয়ার নিয়ে চিন্তা করা রাকা। আর,অনলাইনের বিশিষ্ট পীর বাহাদুর সিডাটিভের মতে আমি একজন বেশ্যা মাগী।
গতকাল আমি কয়েকটা স্ক্রিনশট সহ স্ট্যাটাস দেয়ার পর থেকেই অনেক রকম কথার সম্মুখিন হচ্ছি । সারা দুনিয়াতেই মেয়েরা হয়রানির শিকার হয় , প্রেম ঘটিত যেই কোন কিছুতে বলা হয় মেয়ের চরিত্র খারাপ । আমি এই বিশিষ্ট অনলাইন সেলিব্রিটির মুখোশ খুলার আগেও জানতাম , আমাকে আর আমার পরিবার নিয়ে নোংরামি করা হবে । সব জেনেই আমি বলা শুরু করেছি । কারন এইভাবে একটা জলজ্যান্ত ভন্ডামির সাথে আমি আর জীবন চালাতে পারছিলাম না ।
আমার পরিবারের কাছে , আমার বন্ধুদের কাছে সৎ সেজে থাকেন এই বৃত্ত । আমার পরিবার কে , বন্ধুদের কে বলেছেন - আমি জোর করে তাকে টাকা দিয়েছি , আমার ভালো বাসা একপাক্ষিক । হতে পারে ...কিন্তু আমার যদি একপাক্ষিক ভাল্বাসা হয়েই থাকে , তবে সুজোগ নাওয়া কেন ? কেন আমার সাথে মিথ্যা অভিনয় করে গেছেন ? কেন আমার সাথে এমনই প্রতারনা করেছেন , আমার কাছ থেক টাকা নিয়ে মিথ্যে বলে আরেক মেয়ের সাথে দেখা করতে গেছেন ? এর চেয়ে কি বলে দেয়া যেত না- আমি তোমাকে ভাল বাসি না ? একপাক্ষিক ভালোবাসা হলে সুযোগ নিতে চাচ্ছিলেন কেন নীতিবান? আমি তাকে বিশ্বাস করেছিলাম অন্ধের মতন , এমনকি আরেকটা মেয়ের কথা জেনেও ...... সেটাই হয়তো আমার এক ও একমাত্র ভুল ।
গতকালকের পর থেকে উনার বন্ধুদের দিয়ে আমাকে গনহারে মেসেজ দিয়ে যাচ্ছেন , আমি যেন আর না লিখি ...বৃত্তর ভালোবাসা আমি বুঝতে পারছিনা এইরকম সব কথা । তাহলে একপাক্ষিক কিভাবে হলো ? সে আমাকেও ভালোবাসতো আরেক মেয়েও কেও ভালোবাসতো! বাহ! কি সুন্দর কথা! রাকা হল টাকার উৎস, ইমোশনাল সাপোর্ট আর তাই দিয়ে বাকি মেয়েদের সাথে আরো ভালোবাসার কিংবা ভালোবাসার অভিনয়?
আমারপরিবারকে এই নীতিবান লোক বলেছেন , আমি জোর করে টাকা দেই । শুভ নামের সেই ছেলেটার ফাঁদে পড়ে অনেকেই টাকা হারাচ্ছিল , মৌ নামের মেয়েটার কথা মনে পড়ে আপনাদের ? সেই সময় এই নিতিবান বৃত্ত মানুষকে জ্ঞান দিচ্ছিল আর আমার চোখে ভেসে উঠছিল - কিভাবে উনি আমার কাছে টাকা চেয়েছিলেন এটা সেটা কেনার জন্য । আমি ৮ মাস চুপ থেকেছি , তাকে অনুরোধ করেছি , এইটুকু ভন্ডামি যেন না করে । আমি আর কত সহ্য করবো ? একপাক্ষিক ভালোবাসার জন্য আপনার অধিকার হয়ে দাঁড়ায় হাত পাতা ? ব্যাবহার করা?
সবার সক্ষমতা থাকেনা , আল্লাহ সবাইকে সেই ক্ষমতা দেন না । আমি তাকে ভালোবেসেছিলাম , তার জন্য আমিই ইনকাম করবো , আমিই সব করবো বলেছিলাম , হয়তো আমার তার চেয়ে বেশি টাকা আছে আর ভালোবাসার মানুষের জন্য আমি টাকা বাড়িয়ে দেব না কেন ? একপাক্ষিক বলে আমাকে অপমান করছেন , আমাকে চুমু খেতে চেয়েছিলেন , টাকা চেয়েছেন আর কি কি চেয়েছিলেন আপনি ? আমি তো ভাল বেসেছিলাম , আপনি না বাসলে কেন সুযোগ নিতে চেয়েছিলেন
সেলিব্রিটি ?
আমাকে বেশ্যা বলেছেন আমার পরিবারের কাছে , কি বেশ্যাগিরি করেছি আমি ? মুখের উপর তো অনেক কথা অনলাইনে বলেন , নিজে গতকাল আমাকে ব্লক করে দিয়ে একটা মাল্টি নিক থেকে এসে কথা বলে গেলেন। সাহস নেই নিজের হাই প্রোফাইল নিক থেকে আমার কথাগুলোর জবাব দিতে ? নামকামানোর সমস্যা হয়ে যায় , তো ? আমার একপাক্ষিক ভালোবাসার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি , আমার একপাক্ষিক ভালোবাসার জন্য আপনি কি করেন , টাকা চান , ধরতে চান , ছুঁইতে চান আর সুযোগ মত সটকে পড়তে চান বেশ্যা খানকি মাগি বলে ?
আপনি মেয়েদের সম্মান করেন অনেক । আমি আপনার মিথ্যা ভালবাসার কথা বলে দেব বলে কি বলেছিলেন ? আমার নগ্ন ছবি ফটোশপ করে দেবেন কার মত? পিয়ালের মত!!! হুমকি দিয়েছিলেন , আমি বোকার মতন চুপ করে দেখছিলাম একজন বাঘা সেলেব্রিটির ভেতরের নগ্ন কদর্যতা । ছি ছি ছি!!! আমার আম্মুর ক্যারিয়ার শেষ করে দেবেন তো ? অনলাইনের অনেক বড় নেতা আপনি , সবখানে গিয়ে আপনি বিবেক সাজেন । আপনার বিবেক সাজা দেখতে দেখতে আমি ক্লান্ত। আমি চুপ করেই থাকতাম হয়তো অন্য কোন সাধারন মেয়ে হলে , আমি সাধারন কেউ না বৃত্ত । মানুষের ভন্ডামি আমাকে পোড়ায় ,কাঁদায় , আমার সাথে ভন্ডামি করে জ্ঞান দিয়ে বেড়াবেন আর বিবেক সাজবেন?
পলিটিক্যাল ধানবাজি করেন আপনি । এক কিংবদন্ত্রীর কথা বলছি বলে পোস্ট দেন , আবার সরিয়ে নেন । অবস্থা বুঝে আবার নিয়ে আসেন । পিয়ালকে দেখতে পারেন না বলতেন আমাকে , এখন বুঝি , সাধু প্রমানের জন্য বলেছিলেন । আপনি প্রোপাগান্ডা ছড়িয়েছিলেন অনেকবারই । হরতালের সময় শিরিন নামের কএজন যখন পুড়ে মারা যায় তখন খোজ খবর না নিয়েই হরতালের নাম দেন । আপনার নানা নাকি লীগের আদি লোক , কিন্তু আপনার বাবা আবার বি এন পি বলেন । তাও কট্টর । এমনই কট্টর যে আপনার বাবাই শাহবাগের বিপ্লবকে বিরিয়ানি বিপ্লব সেইটাও বলেন । নাস্তিক দাবী করেন আবার কোরানের আয়াতও সময় মত ঝাড়েন ।
আপনার কদর্যতার রুপ দেখতে দেখতে আমি ক্লান্ত । তাও বারবার ভেবেছি সব মিথ্যা , আপনি আমাকে সেই ভাবনার খোরাক দিতেন , পায়েল দিতেন ...... গতকালও বললেন , মনে করিয়ে দিলেন সংসদ ভবনের সামনের সেই সূর্যোদয়ের কথা , যেইদিন আপনি আমাকে পায়েল দিতে আসছিলেন, মাইন্ড গেইমের পর মাইন্ড গেইম। এবং আমার মন নিয়ে এইরকম খেলার পরও আপনি দাবি করবেন সব একপাক্ষিক । এবং আমি একজন বেশ্যা । খাঙ্কি । মাগি । তাই হয়তো । দোষ শুধু আমার । একটা মেয়ের । নইলে খানকি হবে কে ?
আমাকে অনেকেই গালি দিচ্ছেন একজন পরিচিত আওয়ামী একটিভিস্টের সাথে কেন প্রেম করতে গেলাম । এত কিছু বুঝে প্রেম হয় না । আমি ভালবেসেচিলাম , সেই ভাল বাসায় খাদ ছিল না । তারপরও আমার ভাল বাসার কারনেই আমিই শুধু গালি খাই , আর আমাকে প্রতারিত করার পরও বৃত্ত অরফ সিডাটিভ থাকুন সাধু ।
আমি কি চাই ? যেইদিন আমি জেনেছি আমার কাছ থেকেই ট্টাকা নিয়ে আরেকটা মেয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা , কোন মেয়ে আছে , হেসেখেলে বেড়াবে ? দিনের পর দিন নিজেকে তুচ্ছ ক্ষুদ্র মনে হচ্ছিল । বৃত্ত , একপাক্ষিক ? নিজের উপর কি একদল থু মারতেও ইচ্ছা করে না , আমার উপর মিথ্যা সব অপবাদ দিয়ে নষ্টা বলার আগে ? এই নীতি ঝাড়েন কিভাবে ? কিভাবে পাড়েন ? যাকে ভালবাসেন না , তাকে মুখের উপর বেশ্যা বলতে পারেন, খানকি বলতে পারেন,তার টাকা নিতে পারেন,তার টাকায় আরেকটা মেয়ের কাছ চলে যেতে পারেন না জানিয়েই , তাকে নগ্ন ফটোশপ করা ছবির হুমকি দিতে পারেন । শুধু তাকে বলতে পারেন না - তোকে আমি ভালবাসি না !! সবার সামনে ভলোই সাজা লাগে!
কারন আপনি একটা ভন্ড । অনেক কষ্ট বুকে চেপে চলেছি দিনের পর দিন মাসের পর মাস । আপনার মুখোশ দেখে গেছি অবিরাম । আর পারলাম না এই কষ্ট চেপে থাকার । যা হয় হোক , আর কি আছে আমার হারানোর?
হয়তো আপনার মুরিদ আর ফেইসবুক খমতা গত কারণে ফ্যামিলি রেপুটেশনের ভয়ে এই পোস্ট সরিয়ে নেবো, ফেইসবুক ছেড়ে দেবো আমিও কিন্তু দিনের পর দিন পর দ্নারেই নষ্ট জিনিষ সহ্য করার শক্তি আমার আর নেই। তাতে আমি খাঙ্কি হই আর মাগী হই।
২ং স্ট্যাটাস।
Taspia Raka
6 hours ago · Edited
.
ভাঙবো তবু মচকাবো না। কাল চুপ হয়ে যাবার একটাই কারণ স্ট্রেস নিতে পারছিলাম না আর। বাট ভন্ডের সহযোগীদের কথা কাজ দেখলাম... ভুল বুঝাচ্ছে সবাইকে আবার। সব কিছু আবার সেই আগের মতই হল সব হারায়ে আমার কি লাভ? নারী ক্যালেঙ্কারীর অভিযোগ? হাহ! হাসি পেলো? যে অপমান স্বীকার হইসি এবং হচ্ছি... নাহ...
সিডাটিভের যারা খুব বন্ধু হচ্ছেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন রুপ দেখা আছে। আমাকে বুঝাতে আসছেন... বন্ধুর অপকর্ম প্রশয় দিয়ে গেছেন... আপনারা নিজেরা বুঝে নেন হোয়াট ডাজ দ্যাট মেইক ইউ? ভুল করতে পারে মেয়ে ছেলে সবাই। কিন্তু যারা সেই ভুল কে প্রশ্রয় দিয়ে আরো ভুল করবার সুজোগ করে দেয় বন্ধুত্বের নাম দিয়ে দোষ আর অন্যায় ঢাকতে চায় তাদের জন্যই আজকেও এই দুনিয়ায় ভণ্ডরা টিকে আছে।
এদের জন্যই প্রতারক পাবে আরো প্রশ্রয়, মানুষ হবে আরো প্রতারিত! প্রশ্রয় দিতে থাকেন সময়টা চলে যায় নি আপনাদের কথার উত্তর দেবার এটা মনে রাখা দরকার। ইনবক্স প্রকাশ করা খারাপ মানি, মেনেই বলছি আমার পরিস্থিতি তে থাকলে আপনি কি করতেন? তাই দরকারে আরো কিছু আমাকেই হয়তো বলতে হবে। আমি ভুল বলিনি, মিথ্যে বলিনি...
পপুলার হবার জন্য করছি যারা ভাবেন তাদের চিন্তা ভাবনা পপুলার হবার মাঝেই। ইভেন্টে ডাকলে কয়জন আসে তাদের চিন্তা তার মাঝেই আটকে গেছে। এই বাইরে লাইফ আছে। প্রতারণার কারণে মানুষের জীবন নষ্ট হয় এই বোধ তাদের খুব সম্ভব নেই। হারানোর কিছু নেই। প্রমাণ করার আরো কিছু বাকি আছে কি?
আমিই দোষী হব তো? নতুন কিছু নয়। ভক্তদের কাছে শত প্রমাণও মিথ্যেই থাকবে, আমিই খারাপ থাকবো... জানা আছে।
২| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৪
চাঁদগাজী বলেছেন:
অপ্রয়োজনীয়
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৩
শাহ আজিজ বলেছেন: কদিন ধরেই এই হইচই চলছে । সিডাটিভএর উত্তর টাও যথেষ্ট গুরুত্নপূর্ণ । রাকা কে আমি চিনিনা তবে প্রেম ভালবাসায় কোন শর্ত থাকেনা যে আমি তোমার জন্য বা তুমি আমার জন্য জন্মেছিলে। এই দখলদারি প্রবৃত্তি মন থেকে সরালে জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। এখানে রাকা নামের মেয়েটি সিডাটিভকে পয়সার বিনিময়ে কিনতে চেয়েছিল বলে প্রতিয়মান হয় । দুঃখিত ।
কোটঃ
সিডাটিভ হিপনোটিক্স
July 22 · Edited
আমি ব্যাখ্যা দিতে বসেছি। অনেক ফোন, মেসেজ একের পর এক, ভাই, আপনি চুপ কেন? অনেকে ধরে নিলো, শালা আসলেই প্রতারক, তাই চুপ। এত বড় বড় সব স্ক্রিনশট বেরিয়ে গেলো, আর সিডাটিভ চুপ। আমার উত্তর শুনে অনেকে হেসেছেন। এক, চূড়ান্ত ব্যক্তিগত আলাপ আমি ভরা বাজারে করবো কেন। আর রাকা যদি তা করেও শান্তি পায়, আমার এতে কোন আফোসোস নেই।
ধরেন, 'তোমারা নামাজে যেও না, মদ্যপ অবস্থায়।' ক্রপ করে যদি আমি সবাইরে দেখাই, 'তোমারা নামাজে যেও না,' এবং এনে ছড়াই, তবে তার মানে আসল টা হবে না। কি ছিলো তার আগে কিংবা পরে? কোথা থেকে আসলো এইটা?
আমি এখন অস্বীকার করতে পারি, স্ক্রিনশট গুলো মিথ্যা, বানানো। আসলেও তাই, স্ক্রিনশট বানানো এখন দু তিন মিনিটের ব্যাপার। কিন্তু, আই ওন্ট ডিনাই। হ্যা, দুটি স্ক্রিনশটই সত্য।
আচ্ছা, স্ক্রিনশটে কি লেখা, একটা হুডি দেখলাম। চার হাজার সামথিং দাম। তারপর স্যাড ফেস। হ্যা, অনলাইনে একটা হুডি দেখেছিলাম সেদিন। রাকা বলছিলো শীতের ভেতর আমি সোয়েটার টাইপ কিছু পড়ি না কেন। আমি তাকে হুডির কথা বলেছি। জিনসের সাথে হুডি, পার্ট নিয়ে ঘুরবো হা: হা:। তারপর আমরা হুডি চয়েস করতে বসলাম, কালো না সাদা, কোন রং ইত্যাদি ইত্যাদি। ফোনেই কথা হয়েছিলো। আমি তাকে বলিনি, কিনে দেও, না কিনে দিলে সব ফাঁস করবো, দিতেই হবে। আমার প্রিয় একজন কে বলেছি, হুডি দেখেছি.... এতে যদি আমি প্রতারক হই, আমি আপনাদের সমস্ত দোষ মাথা পেতে নিলাম।
আরেক টা স্ক্রিন শট ছিলো, বাই মি সাম ড্রেস। আচ্ছা, হটাৎ করে এই ওয়ার্ড গুলো কোথা থেকে আসলো, এই প্রশ্ন টি করেছেন ? আকাশ থেকে নিশ্চয়ই নয়, তাই না? তবে পুরো আয়াত গুলো বলাই উত্তম নয় কি? আমি সেই এক শার্ট এক প্যান্ট আর চপ্পল পড়ে সব দিনরাত কাটিয়ে দিচ্ছি। রাকা একদিন বললো, হোয়াই ডোন্ট ইউ বাই সাম ক্লথস। সারাদিন ডিপ্রেসড থাকো, নতুন জামা কাপড় পড়বা , ঘুরবা। আমি বলেছিলাম, টাকা আকাশ থেকে পড়বে বুন্দু ? ওর তখন নতুন চাকরি হয়েছে বা হবে হবে। এক রাতে আমি বললাম, ওকে, লেটস গো শপিং.....
ও আমাকে নিয়ে বসুন্ধরার ঠিক নিচে যখন পৌছলাম, আমি মত পাল্টালাম। না রাকা, কিনবো না। খোদা সাক্ষি, রাকা বলেছিলো, কাম অন ম্যান..... এরকম করো না তো। গেলাম সেই বিখ্যাত শপিং এ। গিয়ে আমি ড্রেসের আগে প্রাইস ট্যাগ দেখি। রাকা অসম্ভব বিরক্ত হয়। সে বললো, লেট মি থিং এবাউট দ্যাট।
এবার আসবো তৃতীয় স্ক্রিনশটে। তখন আমাদের ভেতর সেই রকম লেভের দন্দ্ব। হটাৎ আমার কানে আসলো, সে দরকারবোধে স্ক্রিনশট বানাবে। আমি সেই প্রশ্ন টাই করেছিলাম, তুমি স্ক্রিনশট বানাবা, দেন ন্যুডফোটশপও কইরো, আমরা সেইটা নিয়াই মাতামাতি করবো নে। তখন অনলাইনে একটা ন্যুডফটো আসছিলো বিখ্যাত ব্লগারের, আমরা অনেকেউ সেটা ফটোশপ বলে প্রথম প্রথম শুনি। এই তৃতীয় স্ক্রিনশট ফোন থেকে নেয়া, আমি ইচ্ছা করলে অস্বীকার করতে পারি, এটা আমার ফোন নম্বরই না। করলাম না, করবোও না।
রাকা দাবি করে, আমি মানুষজনের কাছে তার নামে উল্টা পাল্টা কথা বলে বেড়াই। আমার প্রশ্ন, কার কাছে ? আমি ইনবক্স করেছিলাম তার ভাই কে, তার পরিবারের একজন কে, এটাই কি উচিত ছিলো না ? হোক তার সাথে আমার যতই কলহ ফ্যাসাদ, তা তার ঘরের মানুষ জানুক। আমি অনলাইনে সব বলে বেরিয়ে এটা করেছি কি?
রাকা আমাকে প্রচন্ড ভালোবাসতো, অবশ্যই এখন ঘৃনা করে। তার যথেষ্ট কারন আছে। আমি তার ভালোবাসার মূল্যায়ন করতে পারি। আমার দুপুরের খাবার কেন বন্ধ, বাসা ভাড়া কেন বাকি, বি-ক্যাশ করার জন্য উন্মুখ থাকতো। আমি তখন রেগে বাসা ছেড়ে দিছি। উঠলাম বড়ভাইয়ের কাছে। কিছু নাই পকেটে। কি করবো, কি খাবো। পাশে ছিলা...... কিন্ত সাথে সাথে অবাক লাগে, ভালোবাসার সাথে সাথে, বন্ধু তুমি আমার দৈনতার, অভাবের সব স্ক্রিনশট রেখে দিলা? এভাবে ভালোবাসতে হয় বুঝি ? আজ এভাবে আঘাত করলা বন্ধু......
রাকার সাথে আমার পরিচয় অনলাইনে। সেই পূর্বপরিচিত কথা, আপনার লেখা ভালো লাগে....বাট আমি ওর সাথে চ্যাট করতে গিয়ে মুগ্ধই হই। সে প্রচুর জানে। এভাবে অনেক দিন কথা হয়, একদিন বলে, আম্মু কে ডিবি ধরে নিয়ে গেছে। আমি তো অবাক, কেন?!! দেন শি সেইড, তার মা সংসদ সদস্য। রাকা পলিটিক্যালি অন্ধ না, এটা আমাকে আরও ইমপ্রেস করে। তার মা দাবি করতো, সাঈদী রাজাকার না। সে মায়ের সাথে তর্ক করতো, আমি যুক্তির যোগান দিতাম। হেফাজত নিয়ে তর্ক করলাম এক পুরো রাত।
হ্যা, ভালো লেগে গিয়েছিলো। কিন্তু মানুষ আমি কনফিউজড একজন, হতাশ হলে মনে হয় না, বালের জীবন, বালের প্রেম। আবার মাথা ঠান্ডা হলে ভাবতাম.....হয়তো ভাবতে পারি কিছু... কিন্তু বন্ধু, কি পে ব্যাক করলা আমারে......তোমার কাড়ি কাড়ি টাকা কখনই ছিলো না, আমি তো জানি। তুমি পার্ট টাইম জব কর, পড়াশুনা করো, আমার জন্য তোমার ফ্যামিলির চোখে তুমি খারাপ। তাও, বন্ধু, আমি বৃত্ত চাইলে হাজার কোটি টাকার মালিকের মেয়ের সাথে প্রেম করতে পারতাম না? একটাই ভুল সারাজীবন বুঝলা তুমি আমারে সারা টা জীবন, আমি এক মেয়ের সাথে দেখা করতে গেছি তোমার কাছ থেকে টাকা ধার নিয়া। কতভাবে এই ভুল ভাঙাতে চেয়েছি...... কত ভাবে......পারিই নাই।
সবশেষে, আমি ক্যানসার নিয়ে সিমপ্যাথি নেই। হায়!! এই আঘাত টা না করলে পারতা না? অনলাইনে কয়জন জানে আমার এই রোগের কথা ? কয়জন ? কয়জনের কাছ থেকে এটা বলে আমি টাকা নিছি? কয়জন???? শুধু কাছের কয়েকটা বন্ধু রে ছাড়া? যাদের কাছে আমি আমার জঘন্য শৈশব শেয়ার করতাম, হাউ আই ফট উইথ মাই চাইল্ডহুড ট্রমা... কেন আমি চুপ থাকি, ডিপ্রেসড হয়ে যাই সব খুলে বলেছি, কেন রাগারাগি করি, ফোন ভেঙে ফেলি........ এইটা কেন করলা বন্ধু.... হ্যা বন্ধু, মানুষের টাকায় আমার জীবন বাঁচছে। ঐ মানুষ গুলো ভাগ্যিস স্ক্রিনশট দিয়ে আজ প্রতারক বলে নাই, হা: হা: হা:..... করুনার জীবন নিয়া আজও আছি অপেক্ষায় .... কবে আবার ডাক পড়ে।
বাই দ্য ওয়ে, শাহবাগে আমার নামে নাকি দানবাক্স করা হবে এমন ইভেন্ট খুলা হইছে। সবাই হুডির টাকা দায়ে যাবে সেখানে। শুনে ভালো লাগছে।
বন্ধু, আজ যারা তোমার পাশে, তারা তোমার জন্যে তোমার পাশে না। তোমার মায়ের পলিটিক্যাল গ্রাউন্ডের জন্য। বন্ধু, তুমি যা খুশী করো, সব দোষ আমার, ভালোবাসা রে আমি উড়ায় দিছি ধুলার মত। কিন্তু, বন্ধু, তুমি তো জিতেই গেছো। আমি হারছি। তাও তাদের থেকে দূরে থেকো...... আমি প্রতারক হলেও ছেলে ভালো হা: হা:
আর ফর দৌজ, দয়া করে কোন চূড়ান্ত খারাপ কথা বইলেন না, আমাদের চাওয়ার কোন অপবিত্রতা ছিলো না, ও বাইরে থাকে, কিন্তু ঐ ইয়ো টাইপ হয়নাই এখনো। আমি ওর ঐ টুকু স্মৃতি তে শুভ্র হয়েই থাকতে চাই। বাকি টা ঘৃনা থাকুক জমা আমার জন্য। আর ও টাকা দিয়ে আমাকে কিনতেও চায়নি, চাইলেও পারতো না লোল, আমার অনেক ভাব লোল।
শেষ ঘটনা-
তুমি গুলাশান দুই আসতে পারবা ?
- না, রিকশা ভাড়া নাই। (আসলে ঘুমাই)
প্লীজ, আগোরা থেকে কিছু জিনিষ কিনবো.....
-আইচ্ছা দেখি...
সব কেনা শেষে হাতে একটা প্যাকেট ধরায় দিলো। এটা ঈদের কিছুদিন আগের ঘটনা। আড়ং এর পাঞ্জাবী। তিনি প্রাইসট্যাগ কেঁটে রেখে দিছেন, কারন আমি সব কিছুর আগে ঐঠাই দেখি।
সংসদ ভবনের সামনে আসবা প্লীজ....?
-হুমম
আমার কালকে ফ্লাইট....
-আসছি.....
সিএনজি ভাড়া আছে ?
-হুম
আসো.....
কেঁদে টেঁদে (পরে সে এটা রে অভিনয় বলছিলো লোল) ..... ব্যাক করার পথে জানায় পোনে, ভেতরে রোল করা টাকা আছে। আমি জিজ্ঞেস করলাম কেন?!! তার জবাব ছিলো, তোমার বাথরুমের স্যান্ডেল টা পাল্টাবা..... কনভার্স কিনবা....
আমার কথা ফুরালো। অনেকে স্ক্রিনশটের ছড়াছড়ি, কোনটা সঠিক আর বেঠিক এখন তা বিভ্রম। অনেকেই আমাকে ঘৃনা করা শুরু করেছেন হয়তো। করাটাই উচিত, একের পর এক প্রাণ উজার করা ভালোবাসা আমি অগ্রাহ্য করেছি। জানি, রাকা এটা দেখে বলবে আবেগ মার্কা স্ট্যাটাস দিছি, লোক ভুলানো, অমুক তমুক। বন্ধু, আমি দিলে প্রথম দিনেই স্ট্যাটাস দিয়ে দিতে পারতাম.... কিন্তু ক্যানসার নিয়ে সিমপ্যাথি, আমি এই কটা দিন শুধু ভেবেই গেছি।
অনলাইনে কার কার টাকা মারছি আর কোন কোন মেয়ের জীবন নষ্ট করছি, এমন লিস্ট থাকলে জানাবেন। প্রতারকের মুকোশ উন্মোচন অবশ্যই জরুরী।
নাহিয়ানের নাকি মন খারাপ, আরও অনেকরে সেই রকম টেনশনে ফেলছি আমি। নাহিয়ান, উই ফট উইথ ক্যানসার। উই ডোন্ট গিভ এ শিট টু এনিথিং মাই লিটল ব্রো.....এন্ড যারা আমাকে নিয়ে ফান করছেন, হুডি চাইছেন স্ট্যাটাসে ফান করে, মোটামুটি আমার বিরুদ্ধে গ্রুপে পোষ্ট দিয়ে আক্রমনের ডিসিশান নিয়েছেন, আমি কিছু মনে করছি না। আমাকে ঘৃনা করার জন্য আপনাদের সবাই কে আমন্ত্রন।
ভালো থাকবেন, ব্যক্তিগত ব্যাপার গুলো নিয়ে কথা বলতে চাইনি। আমার জীবন নিয়ে মানুষ কথা বলবে, বিশ্লেষন করবে সব, এটা কেমন না ? ভালো থাকুন, শুভকামনা।
পুনশ্চ: আবেগ দিয়া লাইক কামাইতে লেখা না না, আমার মনের কথা। আর... রাকা রে কেউ কিছু বইলেন না। রিকোয়েস্ট।
আনকোট##