নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘচিল

সহজে সরলে মম

মেঘচিল

মেঘের উপর চিল হয়ে ভেসে বেড়ানোর স্বপন আজও দেখি !!

মেঘচিল › বিস্তারিত পোস্টঃ

চলুন না সৃতির ভিড়ে ক্ষানিকটা ঘুরে আসি :)

০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৩

মাঝে মাঝে সৃতির করিডোরে নিজেরই পেছোনটায় গেলে কি যে এক অদ্ভূত ভালো লাগা নিজের মাঝেই তৈরি হয় আমরা তার কতোটাই প্রকাশ করতে পারি বলুন। তবুও আজ আমি কোন এক সৃতির কিছু মাএ রেশ এখানটায় লিখবার চেষ্টা করছি!!



তখন আমি অষ্টম শ্রেণীর ছাএ। (আর আজ! বয়স ২৬ ধেই ধেই করে পার হচ্ছে!!) সেদিন ছিল ১ম সাময়িকের অংক পরীক্ষা। পরীক্ষার রুমের পুরোটাই ৮ম র ৬ষ্ট শ্রেণীর ছাএ; মোট ৬০ জন ছাএ। আমাদের যে স্যার ক্লাসে গার্ড দিচ্ছিলেন উনি ছিলেন এক রকম মেজাজে মানুষ(তবে ভিষন ভালো মনের মানুষ); যদিও আমাকে বেশ ভালোই চিনতেন স্যার। পরীক্ষার ঠিক ৬০ মিনিট পর স্যার স্কুলের এক পিয়ন কে দিয়ে মাএ ১প্যকেট চুইংগাম আনালো যেখানটায় ৫টা চুইংগাম আছে; তারপর স্যার এই ৫ টা চুইংগাম ক্লাসের ৬০ জন ছাএকে একটু একটু করে সবাইকে দিলেন!! আর পরীক্ষার বাকি সময়টা আমি অনেকক্ষনই সেই চুইংগাম খেয়েছিলাম!!



সত্যি করে বললে বলতে হয় এমন একজন কঠিন স্যার অতো স্নেহ নিয়ে ক্লাসের এতগুলো ছাএকে কিছু একটা দিল - এটা ভাবলে আজও আমার সেই স্কুলের দিনগুলোকে অন্যো রকমই মনে হয়!!!



আর তাই সৃতিচারনের এই মূহূর্তটুকুতে একটা গান ভিষন করে মনে পরছে -



আমিও বলতে পারি

দুচোখে জল সবারই সমান

তোমার আছে নিল আসমান

তুমিও কি আমারই মতো ওঝোরে পারো কানতে!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:১৩

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: হুমম ...
খুব ভালো স্মৃতি ...

০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ৮:৫২

মেঘচিল বলেছেন: সৃতির করিডরে কার না উঁকি দিতে ভাল লাগে.........শুভ হোক সবার সৃতি গাঁথা :)

২| ০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৫:০২

রাজামশাই বলেছেন: এই নে স্বর্ণমুদ্রা



যা আয়েশ কর

০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ৮:৪৮

মেঘচিল বলেছেন: ওহে এমনি এমনি দিলে !!! রাজা তুমি দয়ার সাগর গো !!

৩| ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৭

সিক্স স্ট্রিং বলেছেন: হম্‌ম্‌ , "স্মৃতি তুমি বেদনা "
ভালাই লাগচে :)

০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ৮:৫২

মেঘচিল বলেছেন: ধন্যবাদ হে সৃতি তোমায় আর আপনাকেও ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.