![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিডি অ্যান্ড্রোয়েড ইউজার
অ্যান্ড্রয়েড নিয়ে যাবতীয় সুযোগ সুবিধা ও সমস্যা সবার সাথে শেয়ার এবং সমাধানের জন্য এই গ্রুপ টা খোলা হয়েছে,পরস্পরের সহযোগিতায় আমরা সেই সমাধান করব। আপ্নারা জয়েন করতে পারেন
১) আইফোনের দাম অন্য ব্র্যান্ডের মোবাইলের চেয়ে অনেক বেশি দামি কিন্তু কনফিগারেশন এর দিক দিয়ে আইফোন অনেক কিছু হাতে রেখে দেয়।যেমন আপনি ৩৫ হাজার টাকা দিয়ে আইফোন ৩জি এস কিনলেন,এই দাম দিয়ে আপনি এইচ টি সি,স্যামসাং এর চেয়ে অনেক গুল শক্তি সম্পন্য প্রসেসর,ক্যামেরা,র্যা ম ইত্যাদি বেশি পাবেন
২)বাংলাদেশ এ আইফোন অ্যাপ স্টোর থেকে সরাসরি কেনা যায় না,সিঙ্গাপুর বা ব্যাংকক থেকে এনে বিক্রি করে।আপনি হয়ত বিশ্বাস করবেন না এক একটা সেট এ কত কাহিনি করে,দাম বাড়া কমা অনেক কিছুই।আইফোনের এসসেসরিস থেকে শুরু করে প্যাকেট টা পর্যন্ত চেঞ্জ করে ফেলে।বাইরে থেকে না আনালে ভাল আইফোন দেশ থেকে কেনা অনেক রিস্কি
৩)এদেশে যেসব আইফোন আসে তার বেশির ভাগ ই ক্যারিয়ার লক করা থাকে ,এখানে আনলক করা হয়,এতে কম দামে আইফোন কেনা যায় কিন্তু আপনি আপডেট বা রিসেট ফ্যাক্টরি সেটিং দিলে সেটা লক হয়ে যায়।নিজে আনলক করতে পারলে তো ভাল না পারলে দোকানে যেতে হবে,লাগবে ৫০০ থেকে ১০০০ টাকা।আর আইফোন আনলক করার ক্ষেত্রে ক্যারিয়ার,বেসব্যান্ড,মডেল অনুসারে করতে হয়,ঝামেলা কম না
৪)আনলক করা আইফোন গুলোতে চার্জ খুব তারাতারি ড্রেন হয়।
৫)আনলক করা আইফোন গুলো তে কিছু বাগ থাকে যা আপনাকে কিছু ফাংশন ইউজ করতে বাধা দিবে
৬)আইফোনে আপনি ব্যাটারি চেঞ্জ করা যায় না,তাই ব্যাটারি কোন কারনে ডেমেজ হলে আপনার খবর আছে
৭)আইফোনের এসসেসরিজ অরিজিনাল পাওয়া খুব কস্ট ,দাম ও অনেক বেশি,আপ্নি হয়ত অরিজিনাল ভেবে ১০০০টাকা দিয়ে কিনলেন,বুজতেও পারবেন না ওটা চাইনিজ,চাইনিজ আর ওরিজিনালের পার্থক্য বুঝা অনেক কস্ট
৮)আপ্নি হয়ত পেইড সফটঅয়ার ইউজ করবেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে,আপনি সেটা করতে হলে জেইল ব্রেক করতে হবে,তার পর কিছু রেপু ফাইল ইন্সটল করে সফট ইউজ করতে হবে তাও সব সফট সব সময় সাপোর্ট করে না।অথচ অ্যান্ডয়েড এ আপনি ডিরেক্ট ইউজ করতে পারবেন কোন ঝামেলাই করতে হবে না
৯)আপ্নি হয়ত আপনার আইফোন এ গান বা ভিডিও পাঠাবেন,আপ্নাকে আইটিউন ছাড়া সেটা করতে পারবেন না।ইন্টারনেট থেকে ডাউনলোড করা বা ভিডিও কনভার্ট করা ফাইল কিছু কিছু সময় আই টিউন দিয়েও পাঠানো যায় না,জানি না সিকিউরিটির ব্যাপার কিনা।আপ্নার ভাল লাগা কিছু গান ডাউনলোড করলেন কিছু আইফোন এ পাঠিয়ে শুন্তে পারলেন না,মেজাজ কেমন হবে?? অ্যান্ডয়েড এ সরাসরি ফাইল পাঠানো যায় কোন ঝামেলা ছাড়াই
১০)আপ্নি হয়ত অন্য ফাইল পাঠাবেন যেমন ডক,পাওয়ার পয়েন্ট, এম্পিত্রি,এম্পি ফোর ছাড়া আপনি আইটিউন থেকে পাঠাতে পারবেন না, অন্য ভাবে পাঠাতে হবে, ফাইল জিলা বা আই এক্সপ্লোরাল দিয়ে তাও অনেক স্লো অনেক ঝামেলার।মোট কথা আপনার পিসি ছাড়া একেবারেই অচল।
১১)অ্যাপল তাদের আই ও এস প্রায় ই আপডেট দেয়,আপ্নার পুরনো ও এস হলে অনেক সফট অয়ার ইউজ করতে পারবেন না,আবার আপনার ও এস আপডেট দিলে মোবাইল স্লো হয়ে যাবে। অ্যান্ডোয়েড এ এ ধরনের ঝামেলা খুব কম ই হয়
১২)আপনি অন্যের পিসি থেকে আইটিউন দিয়ে গান নিবেন,সেটা আইফোন সরাসরি করতে দিবে না। আপনি যেকোনো এমপিথ্রি বা এমপি৪ ফরমেট আইটিউন থেকে মোবাইলে নিতে পারবেন। প্রথমে আপনি লাইব্রেরীতে সেগুলো স্টোর করতে হবে পিসি ড্রাইভ থেকে। তারপর সেগুলো আপনার হ্যান্ডসেটের সাথে সিনক্রোনাইজ করতে হবে। এটা একটা ঝামেলাই মনে করেন আপনি যার পিসি থেকে গান নিবেন তার কাছে আই টিউন্স নেই,তখন আপনাকে অন্য উপায়ে নিতে হবেঅথরাইজ করে নিতে হবে। হা ৫টা পিসি আপনি অথরাইজ করতে পারবেন তা নাহলে কারো পিসি থেকে নিতে হলে আগের ফাইল ডিলিট করে নিতে হবে, তাই সাধারন ভাবে নিতে পারছেন না
১৩)ব্লু টুথ দিয়ে গান নিবেন অন্যের মোবাইল থেকে?? পারবেন না । অ্যান্ড্রয়েড এ কোন ঝামেলাই না
আজ এ পর্যন্তই সামনে আরো লিখব।আপ্নার যদি বাজেট কম হয় মোবাইল নিয়ে অত ঝামেলা করতে চান না মোবাইল নিয়ে কিন্তু স্মার্ট ফোনের সব মজা নিতে চান তাহলে আমি বলব আপনি অ্যান্ড্রয়েড এর যে কোন একটা নেন।আইফোন টাচ,ক্যামেরা সাউন্ড কোয়ালিটির জন্য বেস্ট কিন্তু অত ইউজার ফ্রেন্ডলি না
কিন্তু এসব মেনে নিলে এটাই পৃথিবীর সেরা ফোন ।আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি লিনাক্স নাকি উইন্ডস ইউজ করবেন?? আপনার উত্তর যদি উইন্ডস হয় তাহলে অ্যান্ড্রয়েড আর যদি লিনাক্স হয় তাহলে এপল। এটা ইউজার ফ্রেন্ডলি কিনা সেটা বেপারে উদাহরন দিলাম।আর কিছু না।
আরো জানতে গেজেট প্লাস
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩২
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া ইউজ করতে গিয়ে এতো ঝামেলার মনে হইছে,অনেক দিন থেকেই ইচ্ছে করছিল একটা পোস্ট দিব,আজ দিলাম,অনেকেই শখে শখে আইফোন কিনে কিন্তু চালাতে পারেনা,গত কাল এক ফ্রেন্ড আসছে তার আইফোন এ চার্জ থাকে না,আমি দেখে বললাম ঠিক ই আছে,অয়াই ফাই ত্রি জি,মোবাইল ডাটা ইত্যাদি অন রাখলে চার্জ খুব একটা থাকেনা,ও অবাক হয়ে বলে আইফোন এ তো ৩-৪ দিন চার্জ থাকার কথা
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২১
ফয়সাল এম,এফ,কে বলেছেন: আংগুর ফল টক... ব্যাপারটা এইরকম হয়ে গেলো না?
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৬
মেঘেরদেশ বলেছেন: না ভাইয়া এমনটা না,আমার আইফোন অ্যান্ড্রয়েড ২টা ফোন আছে,আমি আইফোন নিয়ে যে যন্ত্রনা পাইছি অথচ ৩ বছর অ্যান্ডয়েড ইউজ করে সেই যন্ত্রনা পাইনি। তবে গান শুনা ভিডিও দেখা গেম খেলার জন্য বস
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৩
টিনটিন` বলেছেন: আপনার কথা পুরাই ঠিক। কিন্তু আমি নতুন একটা এস থ্রি কিনেছি কিন্তু পছন্দের গেইমগুলো ডা:লোড করতে পারছিনা। টাকা লাগবে?
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৮
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া অ্যান্ডয়েড এ ক্র্যাক সফট গুলো তো ডিরেক্ট ই ইন্সটল করা যায় ,নেট থেকে নামিয়ে নিন,সেটিংস এ গিয়ে আন নোন সোর্স চেক করে দিলেই হবে
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৫
টিনটিন` বলেছেন: ইমরাজ কবির মুন @ আমারও এন ৭০ টা এখন দূর্দান্ত কাজ দিয়ে যাচ্ছে। এর উপর সেট হয় না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৯
মেঘেরদেশ বলেছেন: আহ কি চরম একটা সেট ছিল,যা ইচ্ছা তাই করতে পারতাম
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩০
মেহেদী হাসান মানিক বলেছেন: কন কি?
আমিত একজনের আইফোনের ব্যাটারী চেঞ্জ করে দিলাম নর্থ টাওয়ার থেকে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৬
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া সেটা বিশেস ব্যবস্থা,যা সেট খুলে করে বাংলাদেশ এ,ব্যাটারিও চাইনিজ।আমার জানা মতে অ্যাপল স্টোর এ এরকম প্রব্লেম হলে সেট ফেরত দিয়ে কিছু টাকা দিয়ে নতুন সেট বা রিপ্লেস দেয়,যেটা আমাদের দেসে হবে না। ব্যাপারটা অ্যাপল এ অ্যান্ড্রয়েড ও এস ইন্সটল দেয়ার মত,দেয়া যায় কিন্তু সেট আর সেট থাকে না, বৈধ ও না,মানে ওয়ারেন্টি থাকলে পাবেন না,
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩১
টিনটিন` বলেছেন: এনড্রয়েড মার্কেট থেকেই তো একটা প্রাইস দেখায়। ওটা ডাউনলোড করতে গেলে মার্স্টার কার্ড চায়। ডাউনলোড কেমনে করবো সেটাই তো বুঝতে পারছিনা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৭
মেঘেরদেশ বলেছেন: অই সফট টা নেট থেকে টরেন্ট বা ডিরেক্ট .Apk ফাইল নামিয়ে ইন্সটল দিন ফাইল টা যদি ফ্রি থেকে থাকে
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৪
কৌশিক মল্লিক বলেছেন: টাকা ছাড়া ফুল ভার্সন app & software download করা যায় খুব সহজে। শুধু মাত্র পদ্ধতি জানতে হয়।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৮
মেঘেরদেশ বলেছেন: জি ভাইয়া,করা যায় ।কিন্তু আপনাকে সেটার জন্য সময় দিয়ে হবে,আর সবাই অই সময় বা ঝামেলা করতে যাবে না,যেখানে অ্যান্ডয়েড এ কোন ঝামেলা ছাড়াই করা যাচ্ছে
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৫
েমঘবালকিস বলেছেন: আই ফোন৪ কিনছি ২০১১ এর শবেবরাতে বাট এখন পর্যন্ত একবার ও হাং করে নাই, মোটামুটি সব আপস এই চলে। খালাতো ভাই আমেরিকা থেকে android আনছে কিন্তু ২ মাস না যেতেই খালি হাং খায়, restart মারে ৩০ মিনিট নেটে থাকার পরে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪১
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া ২ টা ব্যাপার হতে পারে,আপ্নি আইফোন নিয়ে তেমন কিছু করতে যান নি যা যিনি অ্যান্ড্রয়েড দিয়ে করতে চাইছে অথবা আপনি এক্সপার্ট
যেমন
আপনি কি .avi mkv ফাইল আইফোন এ চালাতে পেরেছেন বা কিভাবে করছেন? সফট গুলো আগে ইন্সটল ছিল নাকি নিজে করছেন?
পিসি থেকে ফাইল আইফন এ কিভাবে ট্রান্সফআর করেন?
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৭
হেডস্যার বলেছেন:
আই ফুন একটা চুড়ান্ত ফালতু জিনিস। ব্যবহার করেই বলতেছি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪১
মেঘেরদেশ বলেছেন: ঝামেলা কিন্তু সহ্য করে নিলে গান শুনে ,গেম খেলে ভিডিও দেখে মজা আছে
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৮
ব্লাক উড বলেছেন: অনেক কিছু জানা হলো। পোস্ট প্রিয়তে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৫
মেঘেরদেশ বলেছেন: আমি আমার অভিজ্ঞতা থেকে বা ইউজ করতে গিয়ে এরকম ঝামেলায় পরছি, আমার স্যার আইফোন নিয়ে প্রচুর গাটাগাটি করে এবং অনেক ঝামেলা করে আইফোন ইউজ করে,উনই আইফোন ছাড়া অন্য কোন মোবাইল ইউজ করবে না সেটা যত ভালই হোক ,উনাকে উনার ভাই বলছিল আইফোন ফোর এস নিবে নাকি এস থ্রি নিবে?? উনি বলছিল আইফোন। আমি স্যার কে বলছিলাম স্যার এত ঝামেলার পরও আইফোন?? স্যার হেসে বলে প্রতিদিন ই আমার নতুন এক্সপ্রিরিমেন্ট করতে ভাল লাগে
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৮
টিনটিন` বলেছেন: কৌশিক মল্লিক @ ভাই, পদ্ধতিটা শিখায়ে দেন না?
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৬
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া আপনি চাইলে আমি কিছু লিঙ্ক দিতে পারি
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪২
তৌহিদুল বারী হিমেল বলেছেন: ভাই আমিতো লাস্ট চার বছর ধরে ব্যবহার করছি আইফোন কোন সমস্যা তো হচ্ছে না। তবে শুরুতে কিছুটা সময় লেগেছিল। টেকনিক্যালি সাউন্ড হতে হবে যদি আইফোন এর ম্যাক্সিমাম বেনেফিত পেতে চান।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৮
মেঘেরদেশ বলেছেন: জি ভাইয়া আইফোন সবার জন্য না ,টেকনিক্যালি সাউন্ড হতে হবে যদি আইফোন এর ম্যাক্সিমাম বেনেফিত পেতে চান। কিন্তু এ জিনিস টা অ্যান্ডয়েড এ খুব সহজেই পাওয়া যায়,দাম ও কম
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৩
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৯
মেঘেরদেশ বলেছেন:
১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৩
রাহী আবদুল্লাহ বলেছেন: আমার জন্য বড় ভাইয়া বিদেশ থেকে Samsung Duos GT-s6102 মডেলের মোবাইল ফোন পাঠিয়েছেন। ফোন সেটের সাথে Quick start guide আছে-কিন্তু সেই গাইডে সামান্যই ব্যাবহার বিধি উল্লেখ আছে। সম্পুর্ণ ইউজার গাইড ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবার নির্দেশনা দেয়া আছে-কিন্তু অনেক চেশটা করে ডাউনলোড করতে পারিনি।
ফোন সেট ব্যাবহারে নূন্যতম ফিচারগুলো আমি আয়ত্ব করতে পেরেছি কিন্তু আমি মোবাইল ফোনের মেসেজিং(এস এম এস) ব্যাবহারের অপশন সম্পূর্ণ পাচ্ছিনা। আমি শুধু এস এম এস করতে পারি, ইন বক্স দেখতে পারি। কিন্তু আমার মেসেজিং এর আউট বক্স, সেন্ট মেসেজ, মেসেজ কাউন্টার খুঁজে পাচ্ছিনা। যারা জানেন- দয়া করে ব্যাবহার বিধি বিষয়ে একটু সাহায্য করবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫১
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া অ্যান্ডয়েড এ আউট বক্স থাকেনা,আপ্নি যাকে এস এম এস করলেন সে কি রেপ্লাই দিল,তারপর আপনি কি লিখলেন সেটা ওখানেই থাকে যেমন আমরা ফেসবুক এ চ্যাট করি
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৪
রাহী আবদুল্লাহ বলেছেন: পোষ্টে প্লাস। ৪
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫২
মেঘেরদেশ বলেছেন: ফেসবুক এ শেয়ার করতে পারেন খুব ভাল লাগ্লে,অন্তত কিছু মানুসের মনকস্ট দুর হবে
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৬
মাক্স বলেছেন: এনড্রয়েডের সব পেইড গেমস পাওয়া যায় ব্ল্যাকমার্কেট আলফাতে। যখন যা খুশি নামাইয়া খেল কোন ঝামেলা নাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৩
মেঘেরদেশ বলেছেন: ধন্যবাদ ভাইয়া লিঙ্ক টা সহ দিয়ে দেন সবার কাজে লাগবে
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৬
ভাইরাস২০১২ বলেছেন: অ্যানড্রয়েড এ করা যায়না এমন কোনো কাজ নাই, তবে iphone কেনো? কারন হলো, iphone এর মত এত সুন্দর গ্রাফিক্স আর কোনো মোবাইল সেট এ নাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৪
মেঘেরদেশ বলেছেন: ভাইয়ার সাথে একমত
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৬
মাক্স বলেছেন: এনড্রয়েডের সব পেইড গেমস পাওয়া যায় ব্ল্যাকমার্কেট আলফাতে। যখন যা খুশি নামাইয়া খেল কোন ঝামেলা নাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৫
মেঘেরদেশ বলেছেন: ধন্যবাদ
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫০
দু:খ করে বলেছেন: শান্তি পাইলাম
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৭
মেঘেরদেশ বলেছেন: পোস্ট টা কাজে লাগ্ল
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫২
অর্ফিয়াস বলেছেন: মনোকষ্ট দুর হৈছে ভাই। শান্তি পাইলাম। শান্তি দেবার জন্য ধন্যবাদ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৮
মেঘেরদেশ বলেছেন: পোস্ট টা কাজে লাগ্ল
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৩
টিনটিন` বলেছেন: চাইলে মানে, অবশ্যই চাই। প্লীজ, গ্যালাক্সি এস ৩ তে স্যুট করবে এরকম কিছু লিংক দিয়েন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৫
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া খুজে দিচ্ছি
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৫
মেঘেরদেশ বলেছেন: এস থ্রির জন্য ভাল কোন গেমস এর ডিরেক্ট গেম পাইনি
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৭
সবখানে সবাই আছে বলেছেন: আইফোন ৪ ব্যাবহার করি গত দুই বছর ধরে। হাড়ে হাড়ে ঠালা বুজছি। প্ল্যানে ছিলাম বলে চেঞ্জ করতে পারিনি। এখন গ্যালাক্সি এস ৩ ব্যাবহার করি। আইফোনের থেকে হাজার গুন ভালো। লেখকের প্রতিটা বাক্যে সহমত। আইফোন আসলে ভাব মারার জন্য ভালো,কিন্তু কাজের কাজ করতে পারে স্যামসাং, এইচটিসি। ভুলেও আর জীবনে আপেলের প্রোডাক্ট ব্যাবহার করব না। আপেলের আরেকটা ফালতু প্রোডাক্ট হল আইপ্যাড।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০১
মেঘেরদেশ বলেছেন: হাহাহা,ভালই ঝামেলা পোহাইছেন । পোস্ট টা কাজে লাগ্ল । আমি একদিন একটা মুভি ১ ঘন্টা ধরে কনভার্ট করলাম আইফন এ দেখব বলে,কিন্তু আইটিউন্স এ যাচ্ছে না,মেজাজ এত খারাপ হইছিল ।তখন ফাইল পাঠানোর অন্য উপায় জানতাম না
২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৮
অদ্ভুত স্বপ্ন বলেছেন: আপনার সাথে কিছু বিষয়ে একমত. তবে আইফোনে কিছু যন্ত্রনা থাকলেও সিস্টেম জানা থাকলে আইফোনের চেয়ে ভাল কিছু আর নাই.
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৭
মেঘেরদেশ বলেছেন: এত যন্ত্রনা করে আইফোন ইউজ করতে ভাল লাগে না,সময়ের অপচয় মনে হয়,আপ্নার কথার সাথে এক্মত।কিছু পেতে হলে কিছু ছাড় তো দিতেই হবে
২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৩
রাহী আবদুল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আমি ইউজার গাইড অনেকবার পড়ার পরেও সেন্ট মেসেজ, আউট বক্স কিম্বা মেসেজ কাউন্টার নাপেয়ে হতাশ হয়ে গিয়েছিলাম। আপনার বক্তব্য নাপেলে আমার জানাই হতোনা-অ্যান্ডয়েড এ আউট বক্স থাকেনা!
আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১১
মেঘেরদেশ বলেছেন: সমস্যা নেই ভাইয়া নতুন তো আস্তে আস্তে জেনে যাবেন।কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন,জানলে জানিয়ে দিব
২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১২
হা...হা...হা... বলেছেন: আইফোনরে সেলাম.... আসসালামু আলাইকুম......
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৬
মেঘেরদেশ বলেছেন: হা হা হা
২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১২
আসির মোসাদ্দেক সাকিব বলেছেন: আমার Nokia 2700 Classic ই বস
..... সাথে তো সবসময় ল্যাটপট থাকেই :!> :#> ..... এতো দাম দিয়া মোবাইল কেন যে কেনে বুঝি না
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৯
মেঘেরদেশ বলেছেন: এক এক জনের প্রয়োজন এক এক রকম
২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৫
মোতাব্বির কাগু বলেছেন: আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি লিনাক্স নাকি উইন্ডস ইউজ করবেন?? আপনার উত্তর যদি উইন্ডস হয় তাহলে অ্যান্ড্রয়েড আর যদি লিনাক্স হয় তাহলে এপল।
ফর ইওর ইনফরমেশন
এনডরয়েড ও কিনতু লিনাকস
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২১
মেঘেরদেশ বলেছেন: জানি ভাইয়া ,আমি ব্যবহার এ ঝামেলার কথা বলছি :
আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি লিনাক্স নাকি উইন্ডস ইউজ করবেন?? আপনার উত্তর যদি উইন্ডস হয় তাহলে অ্যান্ড্রয়েড আর যদি লিনাক্স হয় তাহলে এপল। এটা ইউজার ফ্রেন্ডলি কিনা সেটা বেপারে উদাহরন দিলাম।
২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২০
আকাশ_পাগলা বলেছেন: এন্ড্রয়েড আর আইফোন দুটাই চালাই।
আপনি যা যা বলেছেন সবই সত্যি। তারপরেও আইফোনের মজার ধারেকাছেও এনড্রেয়েড নাই।
কেন এনড্রয়েডের ব্যাপারগুলা বললেন না?
১) এনড্রয়েডে রুট করতে হবে।
২) তখন ওয়ারেন্টি ভয়েড হবে।
৩) কাস্টম রম চয়েস করতে হবে, হাজার হাজার থেকে।
৪) কাস্টম রম ইন্সটল করতে হবে।
৫) কাস্টম রম আপডেট করতে হবে রেগুলার।
ওহ, একমিনিট। আপনি ত এনড্রয়েডে এগুলা কিছুই করেন না।
আর আইফোনের বিশাল এক্সপার্ট হয়ে বলে দিলেন যে খুব কঠিন, খুব ঝামেলা !! তাই না?
এনড্রয়েড ব্যবহার করা শিখেন আগে, তারপর দেখেন ঠেলা।
ধানাই পানাই পরে, আগে বলেন ত একটা ফোল্ডার এনড্রয়েডে রিনেম করবেন কী করে? ধরেন ওএস ২ পয়েন্ট ২ বা ৩ তে?
বা কোন ফোল্ডারে কী আছে সেটা দেখবেন কী করে?
অবশ্যই আলাদা এপ লাগবে। তাই না? এপ আবার কী? সামান্য ফাইল এক্সপ্লোর করতে আবার কোন এপ ইন্সটল করবেন ! গুগল প্লে তে কী লিখে সার্চ দিবেন।
আরে খাইছে, যেই এপ দিয়ে ফোল্ডার এক্সপ্লোর করতেছেন, সেইটা বার বার ক্রাশ করতেছে। কেন? ঐটা এক্সেলোমিটার আছে এমন সেটের জন্য বানানো। আপনারটা ত দুর্বল ! এখন কী হবে? সুতরাং, আবার আরেকটা এপ ইন্সটল। যারা এই এপগুলা বানাইছিলো, তাদের কোন ধারণাই নাই যে এটা যে ফোনে চলবে তার হার্ডওয়্যার কী হবে !
আর আইফোন হলে কী হত?
জেইলব্রেক, আনলক, সাইডিয়া, এই ক্যাচাল সেই ক্যাচালে আপনি অতিষ্ঠ হয়ে যাবার পরেও ১ দিনেই সব সমস্যার সমাধান হত। কারণ মডেল মাত্র ৫টা। নেটে সার্চ দেয়ার সাথে সাথে দেখবেন দুনিয়ার মানুষ লিখে রাখছে
কোন মডেলের কোন সমাধান।
একেকটা এপ যারা ডেভেলপ করছে, প্রত্যেকে জানে এইটা কোন মডেলে চলবে। সেই মডেলের গুষ্টিগাতির খবর তাদের আছে আর সেভাবেই স্পেশালাইজড।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৬
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া আমি আপনার সাথে একমত
আমি একজন সাদারন ইউজার এর দৃষ্টি তে একটা ফোন ইউজের কথা এখানে আলোচনা করছি ।
আইফোনের মজার ধারেকাছেও এনড্রেয়েড নাই।সত্য
বেশির ভাগ ই আপনার অ্যাপল এর হার্ডয়ার এর জন্য ক্যামেরা,স্ক্রিন,টাচ, সাউন্ড,মোশন ইত্যাদি
ভাইয়া কম টাকাতে কোয়ালিটি টা মনে নিতে হবে,কারন যেখানে আমি শুদু ক্যামেরা মানে থ্রি জি র কথা বলছি ওই দামে আপনি অনেক কিছুই পাচ্ছেন
সমস্যা টা একজন নতুন ইউজার এর জন্য
যে গান বা ফাইল লোড করার জন্য এত ঝামেলায় যেতে চাইবে না
সফটয়ার ইন্সটল দেয়ার জন্য জেইল্ব্রেক এর মত ঝামেলায় যাবে না,যা অ্যান্ড্রয়েড এ এমনি ই করা যায়
উনার আপডেট দেয়ার দরকার ই নাই,তো আপডেট দিতে যাবে কেন?
আমার কথা হচ্ছে আপনি সাধারন ভাবে কোন ঝামেলা ছাড়াই মোবাইল এ অনেক কিছু করতে চাইলে অ্যাপল না ব্যবহার করাই ভাল । আশা করি আমার পোস্ট এর মুল বিষয় টা বুঝতে পারছেন,আর যেহেতু আপনি ২টাই ইউজ করেন তো আপনার কাছে সাহায্য পাওয়া যাবে
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৭
মেঘেরদেশ বলেছেন: আপ্নার যদি বাজেট কম হয় মোবাইল নিয়ে অত ঝামেলা করতে চান না মোবাইল নিয়ে কিন্তু স্মার্ট ফোনের সব মজা নিতে চান তাহলে আমি বলব আপনি অ্যান্ড্রয়েড এর যে কোন একটা নেন।আইফোন টাচ,ক্যামেরা সাউন্ড কোয়ালিটির জন্য বেস্ট কিন্তু অত ইউজার ফ্রেন্ডলি না
এটাই কিন্তু এ পোস্ট এর মুল বিষয়
২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২০
মোঃ মোশারফ হোসেন বলেছেন: মোতাব্বির কাগু ব্যাপারটা বুঝে নাই
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৮
মেঘেরদেশ বলেছেন: আসলে ভুল টা আমারি, উদাহরন তা অন্য ভাবে দেয়া যেত
৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৬
অন্ধকার অবচেতন বলেছেন: আমারটা Nokia 1280...
ছিমপ্লি অছাম!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৯
মেঘেরদেশ বলেছেন: হা
৩১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৬
সিনবাদ বলেছেন: বেশির ভাগ ভুল তথ্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪০
মেঘেরদেশ বলেছেন: কোন গুলো ভুল ধরিয়ে দিলে ভাল হত
৩২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩০
হাসান নাঈম বলেছেন:
যত গুড় তত মিঠা!!
যত সুবিধা চাইবেন তত ঝামেলা পোহাতে হবে - এটাই দুনিয়ার নিয়ম।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪১
মেঘেরদেশ বলেছেন: জি ভাইয়া একমত । তবে কিছু ব্যপার অ্যাপল সিকিউরিটির জন্য বাড়াবাড়ি রকম ঝামেলা করে রাখছে
৩৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৯
ফ্লাইওভার বলেছেন: মোবাইল ফোনে ফোন রিসিভ আর ফোন করা ভিন্ন কোনো অপশন দরকার পরেনা। চুরি ছিনতায়েরও ভয় নাই। একবার ছিনতাইকারী ধরেছিল-আমার হাতে নোকিয়া ১১০০ মডেলের ফোন দেখে খুব লজ্জা পেয়েছিল-আমি নোকিয়া ১০০ ইউজ করি। ভাল আছি, শান্তিতে আছি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪২
মেঘেরদেশ বলেছেন: হুম আপ্নে তাহলে মন কস্টে নাই
৩৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৫
সোহেল চট্টগ্রাম বলেছেন: Ram ও Processor কম হলেও এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে iPhone এর OSযথেস্ট স্পীড...আর এন্ড্রয়েড এর বেশীরভাগ মোবাইল সেট খুব দ্রুত গরম হয়ে যায়...অনেকসময় দেখা যায় কয়েকটা গেম চালিয়ে ফোনটা কানের কাছে ধরা যায় না...কিন্তু আইফোনে এমনটি হয় না...
আইফোনের মত সব মোবাইল যদি হত...পাইরেটেড জিনিসটার অস্তিত্বই থাকত না...
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৩
মেঘেরদেশ বলেছেন: একমত দাম কম তো কিছুটা মেনে নিতেই হবে
১০ ১২ হাজারে স্মারটফোন বুঝতে হবে।
৩৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৮
রূম্মান বলেছেন: আমি এখন সেই সিমেন্স A-52 তেই আছি।
সাথে আছে সামসাং C-260
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪১
মেঘেরদেশ বলেছেন:
৩৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৩
জন্মদিন বলেছেন: আমিতো আরো কিনবো কিনবো করছিলাম, যাক বাদ ওইটা সামসাংই বেষ্ট মনে হয় এস থ্রি
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২১
মেঘেরদেশ বলেছেন: আপ্নার যদি বাজেট কম হয় মোবাইল নিয়ে অত ঝামেলা করতে চান না মোবাইল নিয়ে কিন্তু স্মার্ট ফোনের সব মজা নিতে চান তাহলে আমি বলব আপনি অ্যান্ড্রয়েড এর যে কোন একটা নেন।আইফোন টাচ,ক্যামেরা সাউন্ড কোয়ালিটির জন্য বেস্ট কিন্তু অত ইউজার ফ্রেন্ডলি না।কিন্তু এসব মেনে নিলে এটাই পৃথিবীর সেরা ফোন ।
৩৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৫
উদাসী স্বপ্ন বলেছেন: কেন যেনো আমার জানার সাথে মিলছে না। আমি আইফোনের খুব বড় ফ্যান না কিন্তু আমি আপনার অধিকাংশ সমস্যার সমাধানের জন্য গুতোগুতি করে বের করেছি যদিও আমি মোবাইল ফোন ব্যাব হারে মোটেও এক্সপার্ট না।
১) ওপেন লক শুধু সেট এখানে যে দামে বিক্রি হয় তার মূল্য বাংলাদেশের টাকায় ২৬ ০০০ টাকা। ৩৫ ০০০ টাকা ছিলো গত ক্রিসমাসের ৪-৫ মাস আগে। এর পর এগুলো ২৪০০০ টাকায় বিক্রি করা হয়। আমি নিজে একটা কিনে ইন্টারনেট তাতে ফ্রি ব্রাউজ করি। ৪ বোধ হয় ৩৫ আর ৪এস ৪৬ হাজার টাকা। তবে সুইডেনে সবকিছুর দাম খুব বেশী কারন চাইনিজ জিনিসের উপর এ দেশের সরকার ৩০% এর উপর ট্যাক্স নেয় যাতে করে চাইনিজ মালে সয়লাব না হয়। ইংল্যান্ডে বর্তমানে এর দাম অনেক কম হবার কথা। কানাডাতে আরো। রিফারবিশ কিনলে ১৫ থেকে ২০% ছাড় পেতে পারেন।
২) আইফোন সেন্টার থেকে সরাসরি কিনলে এর একটা সুবিধা আছে। ধরেন আপনার ফোনটা হারিয়ে গেলো। আপনি একটা জিডি কপি দিয়ে আরেকটা নতুন সেট নিয়ে আসতে পারবেন। আপনার মোবাইল ফোনের যদি ব্যাটারীটা ১ বছরের মধ্যে নষ্ট হয়ে গেলে আপনি যোগাযোগ করলে পুরোনোটা রেখে নতুন একটা সেট দিয়ে দেবে। এটা ওদের কোম্পানী পলিসি। শুধু আইফোন না, আইপ্যাড, ম্যাক কম্পু যেকোনোটা!
৪) আইফোনের সবগুলোই খুব তাড়াতাড়ি চার্জ খায়। ৪ এসের অবস্হা আরো খারাপ ছিলো। এখন ওরা সফটওয়্যার আপডেট করে কিছুটা কমিয়েছে। এর মূল কারন হলো এটা পুরোটাই ইন্টারনেট নির্ভর আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ হয়। ফলে রিসোর্স খায়। এটা ওদের পুরোনো সমস্যা! গান শুনলে ৪-৫ ঘন্টার মধ্যে চার্জ শেষ আর কথা বললে এক নাগারে ৪ ঘন্টা আর মাঝে মাঝে ইন্টারনেট ইউজ করলে ৬ ঘন্টা(একেবারে নতুন হ্যান্ডসেট) ঘন্টা যদি নেটওয়ার্ক বার ফুল থাকে।
৯) আপনি যেকোনো এমপিথ্রি বা এমপি৪ ফরমেট আইটিউন থেকে মোবাইলে নিতে পারবেন। প্রথমে আপনি লাইব্রেরীতে সেগুলো স্টোর করতে হবে পিসি ড্রাইভ থেকে। তারপর সেগুলো আপনার হ্যান্ডসেটের সাথে সিনক্রোনাইজ করতে হবে। গান মুছতে হলে আপনি হ্যান্ডসেট থেকে সরাসরি ইুসেজ থেকে মুছতে পারেন অথবা আইটিউন থেকে আনচেক করে আবার সিনক্রোনাইজ করতে পারবেন।
১২) অন্যের পিসি থেকে আমি বেশ কয়েকবার গান নিয়েছি। তবে সিস্টেম আপডেট দিতে হলে আগে অথরাইজ করে নিতে হবে।
তবে বর্তমান ওএস আপডেট আইফোন থ্রি র জন্য বেশ স্লো, তবে ৪ বা ৪এসে এটা খুব প্রভাব ফেলে না। অনেকটা এমন যে পুরোনো পিসিতে উইন্ডোজ সেভেন লাগানো হলে যে অবস্হা হবে কোর আই ৭ এ উইন্ডোজ সেভেন লাগাল ঠিক সেরকম।
তবে নতুন আপডেটে অনেক কিছুই নতুন ফিচার যেমন হটস্পট করা হাবিজাবী। সবচেয়ে মজার ব্যাপার হলো যদি আপনি অবজেক্ট সি জানেন আপনি ডেভেলপার অপশনে গিয়ে জাভা এফএক্সের মাধ্যমে ইন্টারফেস নিয়ে কাজ করবার সুযোগ পাবেন!
আর অনেক সুবিধা আছে আর আপনার মতো অনেকেই জেইলব্রেক করে খুব ভালো ভাবেই কাজ করছে এবং খুব একটা সমস্যা হচ্ছে না। উপরে একজন মনে হয় মডেলের একটা ব্যাপার বলেছে। আমি অবশ্য জেইল ব্রেক ছাড়াই চালাচ্ছি!
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩০
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া দামের ক্ষেত্রে বাংলাদেশে একটু ভিন্ন,বাংলাদেশে সরাসরি কেনা যায় না, যারা এদেশে সেল করে ব্যাঙ্কক বা সিঙ্গাপুর থেকে আনে,এখানে অনেক কিছু চেঞ্জ করে নেয়,দাম কম বেশি করার জন্য।এক্সেসরিস প্যাকেট সহ,প্যাকেট ও আলাদা সেল হয়
সব স্মার্টফোন ই বেশি চার্জ খায়,তবে আপনি যদি সফটওয়ার ,বা টারবু সিম গেভে সিম দিয়ে আনলক করেন তাহলে অনেক বেশি চার্জ খায় ফ্যাক্টরি আনলোকের তুলনায় তাই কিনতে হলে ফ্যাক্টরি আনলক কেনা উচিত দাম একটু বেশি
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৫
মেঘেরদেশ বলেছেন: আপনি যেকোনো এমপিথ্রি বা এমপি৪ ফরমেট আইটিউন থেকে মোবাইলে নিতে পারবেন। প্রথমে আপনি লাইব্রেরীতে সেগুলো স্টোর করতে হবে পিসি ড্রাইভ থেকে। তারপর সেগুলো আপনার হ্যান্ডসেটের সাথে সিনক্রোনাইজ করতে হবে। এটা একটা ঝামেলাই মনে করেন আপনি যার পিসি থেকে গান নিবেন তার কাছে আই টিউন্স নেই,তখন আপনাকে অন্য উপায়ে নিতে হবে
১২) অন্যের পিসি থেকে আমি বেশ কয়েকবার গান নিয়েছি। তবে সিস্টেম আপডেট দিতে হলে আগে অথরাইজ করে নিতে হবে। হা ৫টা পিসি আপনি অথরাইজ করতে পারবেন তা নাহলে কারো পিসি থেকে নিতে হলে আগের ফাইল ডিলিট করে নিতে হবে, তাই সাধারন ভাবে নিতে পারছেন না
বিনা খরচে পাইরেটেট সফট ইউজ না করলে জেল্ব্রেক দরকার নাই
আপনার সাথে একমত একপার্ট দের জন্য অ্যাপল ই বেস্ট সেটা ল্যাপ্টপ হোক আর আইফোন ,আমি এখানে সাধারন ইউজারের কথা আলচনা করছি
৩৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২১
টিনটিন` বলেছেন: আরেকটা সমস্যা ফেস করছি। ফোনের স্পীকার পিছনের দিকে। যার ফলেেফোন শোয়ানো থাকলে কল আসলে রিং শোনা যায়না।
৩৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৪
অন্যসময় বলেছেন: আপনার প্রতি টা পয়েন্ট ই যুক্তিহীন, যার মানে দাড়ায় আঙ্গুর ফল টক অথবা আপনি খুব বেশি জানেন না আইফোন সম্পর্কে তথা এপল প্রডাক্ট সম্পর্কে!
সময় সল্পতার কারণে সব গুলোর জবাব দিতে পারলাম না, পরে সময় করে দিয়ে যাব, তবে একটা পয়েন্ট বলি-
তা হলো এপল এর কোনো প্রডাক্ট ই তার লাইফ টাইম এ কোনো ভাইরাস আক্রমন করতে পারে না, যা অন্য ফোনকে সহজেই ধংস করে দিতে পারে, ইন্টারনেট ব্যবহার করলে আপনার সব কুকি এবং কেচ থেকে আপনার সব তথ্য় চুরি করতে পারে যে কোনো সাইট!
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৭
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া আপনি আমার পোস্ট এর মুল বেপার টা ধরতে পারেন নি,যারা ইউজ করতেছে তারা এসব মেনেই ইউজ করছে,আমি ঝামেলা গুলোর কথা বলছি
আপনার সাথে একমত একপার্ট দের জন্য অ্যাপল ই বেস্ট সেটা ল্যাপ্টপ হোক আর আইফোন ,আমি এখানে সাধারন ইউজারের কথা আলচনা করছি
৪০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: @আকাশ পাগলাঃ রুট করলে ওয়ারেন্টি ভয়েড হয় , কথাটা সত্যি কিন্তু রুট করার ফলে আপনি যে সুবিধাগুলো পাবেন ,সেটার কথা বললেন না কেনো ?
কাস্টমরম হাজার হাজার কথাটা ভুল , এক একটা সেটের জন্য হাতে গোনা কয়েকটা কাস্টম রম পাওয়া যায় , আর কাস্টম রম আপডেট করাকে আপনি নেগেটিভলি দেখছেন কেনো , কোন সিস্টেমই পিওর না , সিস্টেমের কিছু অসুবিধা থাকবে , প্রতিবার আপডেটের সময় সেগুলো দূর হবে ।
আর ফোল্ডার রিনেম করতে কোন এপ লাগেনা , আমি gingerbread ইউস করি , ফোল্ডার রিনেমের জন্য কোন সমস্যায় কোনদিন পরি নাই ।
পরিশেষে আপনার জন্য একটা কার্টুন
Click This Link
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯
মেঘেরদেশ বলেছেন: আমার মোবাইল এ gingerbread দেয়া,আর কখনো ফোল্ডার রিনেম করার দরকার পরে নাই,যা দরকার পিসি থেকে করে নেই। আমার চাইনিজ ট্যাব এ আইস্ক্রিম স্যান্ডুইচ দেয়া,সময় পাচ্ছি না ঘাটাঘাটি করার আইফোন কে সময় দিলে অনেক কিছই করা যায় কিন্তু সেটা অ্যান্ডয়েড এ এমনি ই করা যায়,আমি যা দেখছি বেশির ভাগ মানুস ই আইফোন ভাবের জন্য ব্যবহার করে
তবে আইফোন সেরা একথা অস্বীকার করা যাবে না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৪
মেঘেরদেশ বলেছেন: কয়েক দিন আগে আমি আইপ্যাড সেল করে দিছি,চাইনিজ ট্যাব টা নেয়ার পর অনেক শান্তি শান্তি লাগসে,মুভি দেখব ডিরেক্ট পেন্ড্রাইব দিয়ে mkv vob avi ফাইল দেখতে পারছি,অথচ আইপ্যাড এ দেখতে হলে mp4 এ কনভার্ট করে দেখতে হত যা অনেক সময় সাপেক্ষ,অবশ্য আমাকে স্ক্রিন রেসোলেশন, কালার ছাড় দিতে হচ্ছে।
৪১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক পোস্টরে ভাই, তয় আমি আই ফোন সম্বন্ধে তেমন কিছু না জেনেই একটা স্যামসাং গ্যালাক্সী এস থ্রি কিনেছি ! মনে হয়ে ভালই করেছি !!
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৬
মেঘেরদেশ বলেছেন: আইফোন টাচ,ক্যামেরা সাউন্ড কোয়ালিটির জন্য বেস্ট কিন্তু অত ইউজার ফ্রেন্ডলি না কিন্তু এসব মেনে নিলে এটাই পৃথিবীর সেরা ফোন তবে আমাকে আইফোন বা এস থ্রি নিতে বললে এস থ্রি ই নিব। অত ঝামেলা করার সময় নাই
৪২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০১
ওই চোরা বলেছেন: আমি আরো আইফুন চুরির ধান্ধায় আছি, আপনি দিলেন আমায় বাঁশ মাইরা,
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৬
মেঘেরদেশ বলেছেন: আইফোন টাচ,ক্যামেরা সাউন্ড কোয়ালিটির জন্য বেস্ট কিন্তু অত ইউজার ফ্রেন্ডলি না কিন্তু এসব মেনে নিলে এটাই পৃথিবীর সেরা ফোন তবে আমাকে আইফোন বা এস থ্রি নিতে বললে এস থ্রি ই নিব। অত ঝামেলা করার সময় নাই
৪৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৭
স্ক্রুড্রাইভার বলেছেন: আমি আইফোন আমার এক বন্ধুর বড়ভাইয়ের কাছে দেখেছি, আমার মনে হয়েছে, ক্যামেরাটা ছাড়া আর সবই ফালতু। এন্ড্রয়েড বাংলাদেশের জন্য পারফেক্ট। ভাবছি স্যামসাং এর Galaxy y টা কিনবো, কেমন হবে এটা। আর আপনার জানামতে ১৫-১৬ হাজার এর মধ্যে ভাল এন্ড্রয়েড সেট কোনটা হবে?
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৭
মেঘেরদেশ বলেছেন: ডুয়েল সিম ব্যবহার করলে Galaxy y ডুয়োস নিয়ে পারেন, Galaxy y এর চেয়ে স্ক্রিন বড় দাম এমন ই ১৫-১৬ হাজার
৪৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমার কাছেতো এস থ্রি'র টাচও বেশ ভালই মনে হচ্ছে... অবশ্য আইফোন ব্যবহার করা হয়নি...
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৮
মেঘেরদেশ বলেছেন: আইফোনের টাচ আর ক্রিন রেসুলেশন সব চেয়ে সেরা । আপনি এস থ্রি নিয়ে ভালই করছেন। আইফোন ইউজ করে বরং বিরক্ত হতেন বেশি
৪৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২২
জুহো. বলেছেন: আমি আমার htc দিয়ে Windows pocket pc চালাচ্ছি ৫ বছর যাবৎ। ব্যাটারী এখনো থাকে function use করার পরও ১ দিনের বেশী। একটানা Net use করলে ৩-৪ঘন্টা।
তবে htcর customer support বাংলাদেশে না থাকায় এবার Samsung কিনতে চাচ্ছি।
মেঘের দেশ আর আকাশ পাগলা দুজনকেই অনেক ধন্যবাদ। আইফোন Technically অনেক ভাল হতে পারে তবে বাংলাদেশে এটা একেবারেই অচল।
পোস্ট প্রিয়তে রাখলাম।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৬
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া আমি আগে htc চালাতাম,চরম ঝামেলা করতে না চাইলে স্যামসাং ই নেন
৪৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৩
জাহাঁপনা। বলেছেন: আসলে এন্ড্রয়েড ইউস করার কিছুদিন পরেই আপনি বুঝবেন যে এইটা আইফন থেকে কত পিছিয়ে !
আইফোন আপনি জাস্ট জেইলব্রেইক করে নিন , Absinthe সফটওয়্যার টা দিয়ে মাত্র দুই মিনিট লাগে ( এইখানে ডিটেইলস পাবেনঃ http://www.jailbreaknation.com/ ) তারপরেই আপনি হয়ে যাবেন দুনিয়ার শাহেনশাহ ! ডেইলি হাযার হাযার এপস বেরুচ্ছে যেগুলা কিনতে অনেক টাকা লাগে,কিন্তু সব আপনি ডাইরেক্ট আইফন থেকেই ডাউনলড করতে পারবেন পুরাই ফ্রি তে ! আর আইফনের এপ যে কোয়ালিটির দিক থেকে অনেক বেটার অইটা আপনি যেকোনো এপ ডেভেলপার কে জিজ্ঞেশ করলেই জানতে পারবেন। এন্ড্রয়েড মার্কেট এ পাব্লিশ করতে কোন চেকিং করে না কিন্তু এপস্টোরে পাব্লিশ করতে হলে অরা কয়েক সপ্তা ধরে কোয়ালিটি চেক করে তবেই পাব্লিশ করে। অনেক অসাধারন এপ আছে যেগুলা এন্ড্রয়েড এ নাই , যেমনঃ Discovr Movies , Discovr Apps , Keynotes এবং এরকম হাযার হাযার।
আপফন এ কোন প্রব্লেম হলে নেট এ শবকিছুর সলুশন আছে কারন মাত্র কয়েকটা মডেল , আর এন্ড্রয়েড এর মডেল স্পেসিফিক সল্যুশন আপনি নেট এ পেতে খবর আছে।
পৃথিবীতে শবচাইতে বেশি সাম্রতফন ইউস হয় আইফন , তাই ইউস এর কথা ভাব্লে আপফন ই হল উইন্ডোজ এর সমতুল্য। আর এন্ড্রয়েদ হল লিনাক্স , কারন এইটা আসলেই লিনাক্স বেসড
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৩
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া ধরেন আমার এতো এপস লাগবে না,আমি গান ভিডিও লোড করতে এত ঝামেলায় জেতে চাইব না। হাবিযাবি সফট আমার দরকার নাই,আমার এতো সিকিউরিটি দরকার নাই,তাহলে আমার জন্য কোনটা ভাল হবে?? অবশ্যই অ্যান্ডোয়েড ।আপনি প্রথম যখন আনলোক করছেন তখন কেমন কেমন খাটতে হয়েছে সেটা কি একটু শেয়ার করবেন? যেখানে অ্যান্ডয়েড হলে আপনাকে এত কিছু করাই লাগত না। যেমন আমরা যারা লিনাক্স ইউজ করি সেরা জিনিশ হ্যং করে না,ভাইরাস ধরে না, হাই সিকিউরিটি কিন্তু নানান রেস্ট্রিকশন,ইন্টারনেট ছাড়া অচল । কিন্তু উইন্ডোস ? কোন ঝামেলা করতে হচ্ছে না,ভাইরাশ ধরুক তো ধরক,আমার অত নিরাপত্তার দরকার নাই।আশা করি আমার পয়েন্ট টা বুঝতে পারছেন। আইফোন সেরা এবিষয়ে কোন দিমত নাই, যেমন ব্ল্যাকবেরী বস জিনিস,কিন্তু আমাদের দেশে এটা ইউজ করা মানে খাল কেটে কুমির আনা
৪৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩১
ধৈঞ্চা বলেছেন: এ্যপল প্রডাক্ট কোন আম জনতার জন্য নয়, আম জনতার জন্য ব্যাপারটা আঙ্গুর ফল টকের মতই। ব্যবহারকারীকে এ্যপল ব্যবহারের জন্য টেকনিক্যালী সাউণ্ড হতে হবে। এডভান্স ব্যবহারকারীদের জন্য আইফোন আইপ্যাড সেরা।
কেউ যদি প্রথম প্রথম উইনণ্ডোজ থেকে ম্যাক ব্যবহার করে তবে তার কাছে ম্যাক মোটেও ভাল লাগবে না কিন্তু ম্যাকের মজা পেলে উইনণ্ডোজকে মনে হবে আমি এতদিন কোথায় ছিলাম।
এণ্ড্রয়েড সেট আইফোন থেকে ফাইল শিয়ারিং ব্যাপারগুলোতে ফ্রেণ্ডলী তবে অন্যান্য বিবেচনায় আইফোনের তুলনা শুধু আইফোন।
আপনি আমার পোষ্টটা ইচ্ছা করলে দেখতে পারেন Click This Link
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬
মেঘেরদেশ বলেছেন: আপনার কথার সাথে একমত। আপনি আমার পয়েন্ট ধরতে পেরেছেন,তবে আমজনতা খালি ভাবের জন্য আইফোন কেনে এই ব্যপার টা আমি তুলে ধরেছি।ফোন কেনার আগে ভাবা উচিত এটা ব্যভার আমি কেন করব,কেন আমি বারতি সময় দিব সেটা ভেবে
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৯
মেঘেরদেশ বলেছেন: ভালো লাগলো আইফোনের তুলনা শুধু আইফোন। আমাকে কেউ কোন ফোন কিনবে জিজ্ঞেস করি আপনি কি করবেন এটা দিয়ে? তারপর কোন মডেল ভাল হবে বলে দেই,এক্সট্রা অরডিনারী কিছু করতে চাইলে বলি আইফোন নিতে
তবে আমার জন্য আইফোন না ,এত ক্যাচাল ভাল লাগে না
৪৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬
টিনটিন` বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম @ ভাই, এস৩তে কি কোন ফ্রন্ট স্পিকার আছে? ফোন শোয়ায়ে রাখলে তো রিং আসলে টোন শোনাই যায়না।
৪৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭
তাশা বলেছেন: আমি আইফোন না নিয়া আইপড টাচটা লমু.............
........... বাংলাদেশে স্বীকৃত প্রতিষ্ঠান থেইকা পাওয়া যায় আর গেম টেমও খেলন যাইব............ আর কথা কওনের লেইগা কমদামী সেট.......... আমারে পাগলে পাইসে যে দামী সেট লয়া বাইরে বাইর হইয়া হারামু নাইলে খোয়ামু............
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪১
মেঘেরদেশ বলেছেন: গান শুনার জন্য আইপড এর চেয়ে ভাল কিছু নাই,আমার আইপড টাচ সাফল আছে চরম।আগে আইপড ক্লাসিক ছিল,সেল করে দিছি তবে অ্যাপল যেমন ভাল তেমনি কিছু ঝামেলাও আছে সেটা মেনে নিলে আপনি অন্য কিছু ইউজ করতে চাইবেন না
৫০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৩
তীর্থ ৮৭ বলেছেন:
কিনুম না তোমার আইফোন। আমার নোকিয়া এন ১১০০-ই ভালা। ১০ এম.পি ক্যামেরা সাথে আনলিমিটেড মেমোরী। তবে ক্যামেরা খুলে রাখি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬
মেঘেরদেশ বলেছেন: হাহাহা
৫১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: @টিনটিন ভাইঃ
আমি মাত্র দু'দিন হয় কিনেছি। বাসায় আমি ফোনটা একটা টাওয়েল টিস্যুর উপর রেখে ওয়্যারড্রোব এর উপর রাখি যাতে ফোনে স্ক্যাচ না করে। সে অবস্থায় ফোনের রিংটোন শুনতে কোন সমস্য হয়নি। আজকে তাহলে বিছানার উপর রেখে টেস্ট করতে হবে... ফ্রন্টে বাজে কিনা ঠিক নিশ্চিত না...
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৫
মেঘেরদেশ বলেছেন: এস থ্রী এখন ইউজ করতে পারিনি নিজের মত করে,এই দুঃখ করি রাখি
৫২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৬
বাউন্ডুলে রুবেল বলেছেন: জানতাম। জানতাম।
এল্লাইগাই এক্সপেরিয়া প্রো কিনছিলাম। মাথা নস্ট সেট। কি নাই কন?
খালি মিউজিকটা হয়তো কমপেয়ার চলবো না। কিন্তু ক্যামেরা? ৮মেগা। মাথা নস্ট।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৩
মেঘেরদেশ বলেছেন: হুম ।সবার জন্য আইফোন না
৫৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:২৯
অহন_৮০ বলেছেন: একটা এস থ্রি যদি কিনতে পারতাম
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২
মেঘেরদেশ বলেছেন: আহ আফসুস
৫৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪০
তীর্থ ৮৭ বলেছেন:
অহন_৮০ ভাই,
আমারটা আপনাকে দিয়ে দিলাম। ব্যবহার করেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৩
মেঘেরদেশ বলেছেন:
৫৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০২
জুহো. বলেছেন: তবে একটা জিনিষ জানতে চাই।
এন্ড্রয়েড সকল ফোনেই (যেগুলো gingerbread 2.2 and above support করে?) কি ওয়ার্ড এক্সেল কিম্বা পাওয়ারপয়েন্ট use করা যায় ?
নাকি SII SIII Ace এসব Upgraded Phone এই শুধুমাত্র সম্ভব?
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৩
মেঘেরদেশ বলেছেন: জি করা যায়,থার্ড পার্টি সফটয়ার ইন্সটল দিতে হয়
৫৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৬
মন্তব্যকারী বলেছেন: ২ দিন আগে 4GS কিনলাম। এখন পর্যন্ত ভালোই লাগতেছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৫
মেঘেরদেশ বলেছেন: আপনি এখন পৃথিবীর সেরা ফোন ইউজ করতেছেন,কিছু ঝামেলা হবে ইউজ করতে আস্তে আস্তে অভস্ত হয়ে জাবেন
৫৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮
সিউল রায়হান বলেছেন: আইফোন আছে, অ্যান্ড্রয়েড ট্যাবলেটও আছে।
আইফোনঃ ভাব মারার জন্যে চরম জিনিস, এর ৩ গুনের দামের জিনিস কিনেও এত ভাব মারতে পারবেন না তবে যেই সফটওয়ারগুলো দেয়া থাকে ওগুলোর কোয়ালিটি ভালো এবং ইনটুইটিভ ফলে কাজ করা অনেক মজা। বাংলাদেশের প্রেক্ষাপটে মূল সমস্যা হলো ৩জি নাই জন্যে নেট ভয়ংকর স্লো হবে। ভাব মারা ছাড়া অন্য কোন কারণ থাকলে আইফোন না কেনাই ভালো।
অ্যান্ড্রয়েডঃ এই ফোনটা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মত, সবই সম্ভব কিন্তু পেইনলেস উপায় কোনটা হবে সেটা খুঁজে বের করতে হবে। আমি এতদিনে 8টা অ্যাপ নামাইসি জীবনে এবং জীবনেও কোন ধরনের কোন প্রকারের পেইন খাবো না বা এইটা-ওইটা করা যায়না শুনবো না। এমনকি আর কোন অ্যাপস নামাতেও হবে বলে মনে হয়না। অ্যাপসগুলো হচ্ছেঃ (1) Go Launcher (অনেকগুলো হোমস্ক্রীন ম্যানেজ করতে) (2) Explorer (file manager) (3) MX Player (video/audio) (4) Kingsoft Office (পিডিএফ, ডকুমেন্ট, এক্সেল সহ সব রকম অফিস ফাইল)
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮
মেঘেরদেশ বলেছেন: আপনার সাথে একমত
৫৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
সীমান্তে অসীম বলেছেন: এইচ.টি.সি আমার ভাল লাগে। চরম মাল।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯
মেঘেরদেশ বলেছেন: আমার প্রথম স্মার্ট ফোন ,উইন্ডোজ অপারেটিং ছিল ।চরম জিনিশ
৫৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
মেহেদী হাসান মানিক বলেছেন: পোস্টে +++
আপনার সাথে আমি একমত।আইফোন কোন কিছুই সহজে করতে দিবে না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১০
মেঘেরদেশ বলেছেন: ধন্যবাদ
৬০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২
পাকাচুল বলেছেন: gingerbread ২.৩ আমারটা। এক্সপেরিয়া রে। ওয়ার্ড, এক্সেল, পিডিএফ সব পড়তে পারি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
মেঘেরদেশ বলেছেন: বাহ
৬১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৫
samolbangla09 বলেছেন: যাক, বিরাট বাচা বেঁচে গেলাম তাহলে !! আমি ২০১২ সালে একখান আইফোন কিনবার চাইছিলাম আর কিনুম না, মনডা ব্যাপক খারাপ হয়্যা গেল
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৯
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া কিনতে পারেন,যদি ঝামেলা গুলো সহ্য করে নিলে এটা পৃথিবীর সেরা ফোন
৬২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬
samolbangla09 বলেছেন: যাক, বিরাট বাচা বেঁচে গেলাম তাহলে !! আমি ২১১২ সালে একখান আইফোন কিনবার চাইছিলাম আর কিনুম না, মনডা ব্যাপক খারাপ হয়্যা গেল
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১০
মেঘেরদেশ বলেছেন: ফ্রেন্ড এর আইফোন থাকলে ২ই দিন ইউজ করে দেখতে পারেন
৬৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
রিতুন ক্লিস বলেছেন: samsung glaxy pocket কিনতে চাচ্ছি, কেমন হবে ভাইয়া?
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১১
মেঘেরদেশ বলেছেন: কিনতে পারেন তবে আরেক্টু বেশী টাকা দিয়ে স্ক্রিন বড় দেখে মোবাইলে কিনলে হয়ত ভাল হবে
৬৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০০
রিতুন ক্লিস বলেছেন: samsung glaxy pocket কিনতে চাচ্ছি, কেমন হবে ভাইয়া?
৬৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৩
ferrari_ বলেছেন: ফুন নিয়া দেখি বিশাল গবেষনা চলতাছে,পুস্ট নজরে রাখলাম
আইফুনের দাম হুনলেই মাথাডা চক্কর দিয়া উডে
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৯
মেঘেরদেশ বলেছেন: হাহাহা জিনিশ ভালো হলে দাম তো তার বেশি ই হবে
৬৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৩
রিতুন ক্লিস বলেছেন: স্ক্রিন বড় কিনতে চাইলে তো মনে হয় সিম্ফোনির এন্ড্রয়েড কিনা লাগবে... কী কন ভাই...
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৮
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া আপনার প্রয়োজন অনুসারে কিনেন
৬৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৩
রিতুন ক্লিস বলেছেন: স্ক্রিন বড় কিনতে চাইলে তো মনে হয় সিম্ফোনির এন্ড্রয়েড কিনা লাগবে... কী কন ভাই...
৬৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৬
ভদ্র পোলা বলেছেন: আই ফোন মাইনসে কিনে !!
আমি android নিয়া রীতিমত নাচতাছি !!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৩
মেঘেরদেশ বলেছেন: হাহাহা আইফোন এ এমন কিছু করা যায় যা অ্যান্ডয়েড এ করা যায় না,তবে আমি অ্যান্ডয়েড ইউজ করে বেশি মজা পাই
৬৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৮
রিতুন ক্লিস বলেছেন: আপনের পুস্টে পিলাচ
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৩
মেঘেরদেশ বলেছেন: ধন্যবাদ
৭০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৬
জিয়াউল ২০১১ বলেছেন: ভাই, আপনি কি একটু সহজ করে এনড্রয়েড জিনিসটা বুঝাবেন। মাথায় ঢুকছেনা। এটি কি অপারেটিং সফটওয়্যার? আই-ফোন সিরিজ গুলো তো এপেল এর জানি, এনড্রয়েড কার? এছাড়া। যদি নোটবুক আর নেটবুক এর পার্থক্য টা বলেন, তবে এই অধমের কিছুটা উপকার হয়.....আর পোস্টের জন্যে অসংখ্য ধন্যবাদ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৬
মেঘেরদেশ বলেছেন: হা অ্যান্ড্রয়েড অপারেটিং সফটয়ার,এটা গুগল এর। অ্যান্ডয়েড স্যামসাং ,মটোরলা, এইচ টি ছি , আরো অনেক মোবাইল ফোন ব্যান্ড ইউজ করে, অ্যাপল আই ও এস শুধু আইফোনেই ব্যভার হয় সাধারনত ল্যাপ্টপ কে নোটবুক বলে,আর নেটবুক হল হাল্কা অ্যাটম প্রসেসর সহ বেশী ব্যটারী ব্যাকাপ এবং ছোট স্ক্রিনের ছোট ল্যাপ্টপ গুলো কে,নেটবুক গুলোতে কোন ডিভিডি রম থাকে না
আশা করি বুঝতে পেরেছেন
৭১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৫
ৈসকত ইসলাম বলেছেন: আমার প্রিয় ফোন " আইফোন " ,,,,, ব্লগ পড়া + লেখা থেকে শুরু করে যাবতিয় সব কাজ আমি আইফোন দিয়ে করি,,, এখন পর্যন্ত কোন ধরনের ঝামেলার ভিতর পরিনাই ,,,,,
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৮
মেঘেরদেশ বলেছেন: সব স্মার্ট ফোনেই এসব করা যায় ঝামেলা বলতে ছোট খাট ব্যাপার গুলো,যেমন আপনাকে আইফোনে ফাইল পাঠাতে ফাইল যিলা,আই ফাইল বা আই এক্সপ্লোরাল ব্যভার করতে হয়,অন্য গুলোতে এটা করতে হয় না ,ডিরেক্ট ।আই টিউন্স এর ঝামেলা নাই
আপনি যদি স্যাটিস্ফাইড থাকেন তাহলে যেনে রাখেন আপনি পৃথিবীর সেরা ফোন ইউজ করছেন
৭২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৭
অনেকের একজন বলেছেন: ''আমার PHONE '' না কিনবার বাহানা শোকেচে তুইল্লা রাক্লাম। কেউ সাজেস্ট করলে লগে লগে এই পোশড খুইলা তুইলা ধরমু।
কিন্টু এহোনো নীচেরডারে লাইফটাইম ফেব্রিট পাইঃ
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৪
মেঘেরদেশ বলেছেন:
৭৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৯
জুহো. বলেছেন: আমি আম্রার ১০৬ কমেন্ট টা আরেক্টু পরিষ্কার করি।
ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অর্থাৎ ডকুমেন্ট ভিঊয়ার অনেক স্মার্টফোনেই আছে। কিন্তু থার্ড পার্টি ডকুমেন্ট এডিটর কেমন available? এবং বাই ডিফল্ট যে সমস্ত এন্ড্রয়েডে ডকুমেন্ট এডিটর নাই, সেগুলো এই সফটোয়ার সাপোর্ট করবে কিনা?
আপনার Practical experience থাকলে শেয়ার করবেন আশাকরি।
স্যামসাং এ বাংলা পড়তে নাকি সমস্যা ?( কারো মন্তব্যে চোখে পড়ল)
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৭
মেঘেরদেশ বলেছেন: আমার ট্যাব এ আইস্ক্রিম স্যান্ডউইচ দেয়া,ওটা তে স্মার্ট অফিস ইন্সটল করা আছে,ওটা তে আপনি ডক এডিট করতে পারি,মোবাইলে এখনো প্রয়োজন পরে নি তাই ইন্সটল দেয়া হয়নি স্যামসাং এ বাংলা পড়তে সমস্যা হউয়ার কথা না
৭৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৫
জংলি জানোয়ার বলেছেন: nokia c6-01 ব্যাবহার করি (সিম্বিয়ান আন্না), বেলি তে আপডেট না দিয়ে avi ফাইল কিভাবে চালানো যায় ,জানলে কেউ আওয়াজ দেন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৮
মেঘেরদেশ বলেছেন: ৭ বছর হয়ে গেল,নোকিয়া ইউজ করছি তাই বলতে পারছি না,আপ্নি টেক টিউন্স দেখেন
৭৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১২
টিনটিন` বলেছেন: জুহো. @ আমি তো স্যামসাং এ স্পষ্ট সামু পড়ি। কোন সমস্যা হয় না। তবে কমেন্ট করতে পারিনা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২১
মেঘেরদেশ বলেছেন: মায়াবী কিবোর্ড ইউজ করে দেখতে পারেন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৩
মেঘেরদেশ বলেছেন: Download it from android market:
http;//market.android.com/details?id=com.mayabi.mayabikeyboard .
Click This Link
To activate: In Settings->Languages->tick Mayabi keyboard
To set as default: Long press a text field, and select “Input method”
Main features:
* Bangla phonetic keyboard
* Many smilies
* Many symbols
* English keyboard
* Hard keyboard support
৭৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭
সবখানে সবাই আছে বলেছেন: জানি না অনেকেই দেখি আপেলের প্রশংসা করেছে। অনেকেই বলছে টেকনিক্যালি সাউন্ডের কথা। আমি দুই মাস আগে বসের সামনে আইপ্যাড দিয়ে প্রেসেন্টেশান দিতে গিয়ে পুরো বেইজ্জতি হইসি। কারন জিফ তো দূরের কথা এনিমেশানের কিছুই চলে না। আপেলের একটাই সুবিধা। কোন কিছু আটকে গেলে দাও একটা চাপ, পরে আবার স্লাইড করে ওপেন কর। আপেলের জিনিসের আরেকটা প্রব্লেম হল এইটা মোটামুটি ট্র্যাক করা যায়। মানে আপনার প্রাইভেসী নষ্ট। আর যে পরিমান প্রব্লেম ফেস করে ফ্ল্যাশ চালানো লাগে তাতে আর কি বলব? যারা বাইরে উন্নত নেটোয়ার্ক ব্যাবহার করেন তাদের কাছে আপেল অনেক ভালো লাগবে। কারন বাইরে প্ল্যানে সেট বেচে। এইকারনে অনেকেই মনে এন্ড্রয়েডের মজা বুঝে নাই। যাই হোক গ্যালাক্সি আইফোন এর থেকে বহুত গুন ভালো একটা জিনিশ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫২
মেঘেরদেশ বলেছেন: হাহাহা আমার প্রায় ই দেখা যায় পছন্দের গান গুলো মোবাইল বা আইপড এ লোড করব কিন্তু আই টিউন্স নিতে দিচ্ছে না,মেজাজ যা খারাপ হয় ,তার পর ও গান শুনার জন্য আইপড ইউজ করি ,কারন সাউন্ড কোয়ালিটি অসাধারন
৭৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৩
অদ্ভুত স্বপ্ন বলেছেন: হাহাহা, অ্যান্ড্রয়েড-আইফোনের মধ্যে রীতিমত যুদ্ধ লেগে গেছে দেখি পোস্টে। প্রযুক্তি মানুষের সময় বাঁচায় নাকি সময়কে গ্রাস করে সেটা নিয়ে আমি দ্বিধান্বিত।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৫
মেঘেরদেশ বলেছেন:
৭৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০
জিয়াউল ২০১১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ উত্তরের জন্যে। আরও কিছু জানার ছিলো। যেমন: ১: স্যামসাং গ্যালাক্সি এস৩ এবং অ্যাপেল এর আই-ফোন সিরিজগুলোর অপারেটিং সফটওয়্যার কি একি? অর্থাত এনড্রয়েড এর ? ২: আপনি বলেছেন, অ্যাপল আই ও এস শুধু আইফোনেই ব্যবহার হয়, এর মানে কি? অ্যাপেল আই ও এস বলতে কি বুঝিয়েছেন? ৩: আই-ফোন আর আই-প্যাড এর পার্থক্য কি একটু জানাবেন? অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১০
মেঘেরদেশ বলেছেন: ১: না , স্যামসাং গ্যালাক্সি এস৩ তে দেয়া অ্যান্ড্রোয়েড এবং অ্যাপেল এর আই-ফোন সিরিজগুলোর অপারেটিং সফটওয়্যার হল আই ও এস ।
২। আই ও এস অ্যাপলের অপারেটিং সফটয়ার যা অ্যাপল আইফোন,আইপ্যাড,অ্যাপল টিভি, আইপ্যাড ইত্যাদি তে ব্যবহার হয়।
৩।আইফোন হল স্মার্টফোন,যা দিয়ে ফোন করা থেকে শুরু করে ইন্টারনেট ইউজিং সহ অনেক কাজ করা যায়,ছোট একটা সেল ফোন
আইপ্যাড হল আকারে বড় টাচ স্ক্রিন ট্যাব্লেট পিসি বলা যায়,ফোন করা ছাড়া আইফোনের সব কাজ করা যায় কিন্তু আকারে বড় । ৯।৭ ইঞ্ছির মত
৭৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৯
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: একটা অফটপিক প্রশ্নঃ
মায়াবী কীবোর্ড দিয়ে বিশুদ্ধ ভাবে কিভাবে লেখে , যেমন
আমি যদি চেস্টা করি "আমি" লিখতে তাহলে হয় "আম ি" তুমির ক্ষেত্রেও একইরকম , এই সমস্যা কিভাবে দূর করবো?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১২
মেঘেরদেশ বলেছেন: ভাইয়া আপনি Click This Link এখানে জিজ্ঞেস করতে পারেন,আমি এই প্রব্লেম এ পরিনি ,এবং মোবাইল থেকে বাংলা টাইপ তেমন করা হয় না,তাই ঠিক জানিনা,তবে চেস্টা করে দেখব
৮০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০০
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: এন্ড্রয়েড চালায়া মজা আছে আমি জানি।বেশ স্বাধীনতা পাওয়া যায়। তয় কেমন জানি ছাড়া গরুর মত ফিলিংস আহে সবকিছু লোকাল মনে হয়। ল্যাগি আর আন্সট্যাবল ওএস ।
আইফোনের ভেজালগুলাও আমার ভাল লাগে।হারাদিন এইটা গুতাই। স্মুথ এন্ড ল্যাগ লেস। যদিও স্লো মনে হবে অনেকের কাছে।তাও চালাইলে মনে হয় জিনিস চালাইতাছি একটা। আর আইফোন ৪ এর লুক এন্ড ফিল এর কথা তো বল্লামইনা। প্রিমিয়াম ফিল এন্ড লাক্সারিয়াস লুক। এন্ড্রয়েড সেটগুলা পেলাস্টীকের খেলনা মনে হলেও একেবারে খারাপ লাগেনা।নেক্সাস ,এস ৩ , এইচটিসি ওয়ান এক্স ভাল জিনিস বানাইছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮
মেঘেরদেশ বলেছেন: মোবাইল ইউজ করে মজা তখন ই পাওয়া যায় যখন আপনার মনের মত হয়,আপ্নি সারাদিন গুতান,এবং জিনিশ টা আপনার ভাল লাগে তাই পেইন মনে হয় না,আবার অনেকের কাছে ফোন কে দেয়ার মত সময় নাই,এত ঝামেলা করার ও প্রয়োজন নাই,১০ তলায় জাব সিড়ি বা লিফট এ যাব,তার জন্য আমার রকেট দরকার নাই,আবার কার কাছে মনে হবে রকেট এ যাওয়াটাই বেশি আনন্দের,আসলে ব্যক্তি বিশেসের উপর নির্ভর করে,আমার স্যার সারাদিন আইফোন নিয়ে পরে থাকে তার গার্লফ্রেন্ড কেও এতো সময় দেয় না,( আপু আইফোনের উপর মহা খেপা ) আবার আমি সামান্য ব্যপার নিয়ে এত কস্ট করতে যাব না । এই আরকি ।আইফোন সেরা সেটা নিয়ে কোন দিমত নাই,তবে বাড়াবাড়ি রকম রেস্ট্রিকশন।সবার জন্য না
৮১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৭
তামিম ইবনে আমান বলেছেন:
নাইচ! আইফুন কেনার এবিলিটি হয় নাই
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২০
মেঘেরদেশ বলেছেন: পোস্ট কাজে লাগসে, মনে কস্ট নেয়ার দরকার নাই,আইফোনে যে কাজ করবেন সেটা অ্যান্ডয়েড দিয়ে এমনি ই করতে পারবেন দাম কম তাই কিছুটা ছাড় দিতে হবে
৮২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৫
টিনটিন` বলেছেন: জিয়াউল ২০১১ @
১. না। গ্যালাক্সি এস থ্রি'র ওএস হলো এন্ডয়েড (সবচেয়ে লেটেস্ট এনড্রয়েড) আর আই ফোনের ওএস হলো আই ও এস ম্যাক।
২. সারা দুনিয়ার এনড্রয়েড সেট সবাই গুগলের এনড্রয়েড ওএস হিসেবে ব্যাবহার করে কিন্তু এপেল শুধুমাত্র তাদের নিজেদের ওএস ব্যাবহার করে। পৃথিবীর কোন ফোন আর এই ও এস ব্যাবহার করতে পারেনা।
৩. আই ফোন হলো ফোন আর আই প্যাড হলো কম্পিউটার যা অন্যান্ন কোম্পানী ট্যাব বলে থাকে। মূল পার্থক্য হলো আই ফোন দিয়ে কথা বলা যায় আর স্ক্রীন ছোট কিন্তু আই প্যাড হলো বড় আর কথা বলা যায় না।
লেখকের কষ্ট একটু কমায়ে দিলাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২১
মেঘেরদেশ বলেছেন: ধন্যবাদ ভাইয়া,আমি আবার সহজে বুঝাতে পারিনা
৮৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৭
তামিম ইবনে আমান বলেছেন:
টিন টিন ভাই, এস৩ এর ভার্সন সবচেয়ে লেটেস্ট না। এর পরে আরেকটা আসছে। এন্ড্রয়েড জেলি বীন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২
মেঘেরদেশ বলেছেন: হা ওফিসিয়ালি জেলীবিন শুধু গুগল নেক্সাস এর জন্য আপাদত
৮৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫১
টিনটিন` বলেছেন: আসছে, এখনও আসেনি। অকেটাবর আসুক তারপর দেখা যাবে।
ঐটার দামও ৬০ এর ঘরে থাকবে মনে হয়?
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৩
মেঘেরদেশ বলেছেন: http://www.asus.com/Tablet/Nexus/Nexus_7/ ভাইয়া এটাতে দেয়া নেক্সাস ৭ ট্যাব আসুসের বানানো ,জেলিবিন দেয়া বিডি তে ২৬০০০ এ সেল হয়
৮৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৭
শাহজাহান মুনির বলেছেন: আমার Nokia- 1100 মডেল-ই ভালা।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১০
মেঘেরদেশ বলেছেন: হাহা
৮৬| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ৮:২৯
tanbir10 বলেছেন: আইফোন আসলেই ভাবের ফোন , আর এইটা যে সবার জন্য না সেইটা তো স্টিভ জবস বলেই গেছে .
আমার মতো গরীবের জন্য না , কিছুদিন ব্যবহার করছিলাম , পড়ে বুঝলাম "কুকুরের পেটে ঘি হজম হয় না " . তবে আমার মনে হইছে এইটা ঠিক ফোন না , আবার কম্পুটার ও না , ২ টার মাঝামাঝি আজিব জিনিস
.
আবার ঘুরে আমার পছন্দের এইচ টিসি তে আসলাম - উইন্ডোজ ফোন, ব্যাপক জিনিস . সারা দুনিয়া খুজেও কোন এপ্লিকেসন পাবেন না :#> . যা বিল্ট ইন আছে মোটামুটি তাই ছাড়া নতুনত্ব খুব কম .
একদিকে কিন্তু উইন্ডোজ বেস্ট , আপনি সব কিছু মেমরি তে সেট আপ দিতে পারবেন
, এনদ্র্য়েড ও ফেইল
১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩২
মেঘেরদেশ বলেছেন: ফেক্সিবল ফোন ইউজ করাই মেইন কথা আজাইরা সময় নস্ট আইফোন ইউজ করে। সহজ জিনিশ টা হাত ঘুরাইয়া করতে হয়।
৮৭| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ৮:৩১
tanbir10 বলেছেন: *মেমরি বলতে মেমরি কার্ড বুঝিয়েছি
৮৮| ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪৭
নতুন বলেছেন: প্রথম স্মাট ফোন ব্যবহার করছি HTC এর.. খুবই ভালো ফোন... ৩বছরে কোন অভিযোগ নাই আমার....
কিন্তু iPhone 4s ব্যবহার করতেছি..... সেই রকমের জিনিস ভাই...
যারা বলে আইফুন ভালা না....
তারা আসলে বলে..." আঙ্গুর ফল টক "
আর একটা কথা আছে... আপনি যদি একবার আইফোন ব্যবহার করেন অনেক দিন... তবে অন্য কোন ফোনই আপনার মন ভরাতে পারবেনা...
৮৯| ১৯ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:০৪
মেঘেরদেশ বলেছেন: সহজ জিনিশ টা হাত ঘুরাইয়া করতে হয়।
আর এখানে আংগুর ফল টকের ব্যাপাড় না,ব্যাপার হল ফ্লেক্সিবিলিটির, আপনার প্রথম আইফোন কি আইফোন ৪ এস? আপনাকে এতে অভ্যস্ত হতে কি কি করতে হয়েছে বলবেন কি?
৯০| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৪
ছন্দহীন আরিফ বলেছেন: আমার একটা i-phone 4s আছে । সেটা ৬৪ জিবি মেমোরী শো করে কিন্তু কোনো গান ঢুকাতে গেলেই দেখা যায় not enough memory. তাছাড়া আমার এই ফোন টাতে vivration সেট করতে পারতেছি না । চার্জ খুব কম থাকে । বড় বিপদে আছি । কেউ একটু ভালো জানলে সাহায্য করেন ।
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৪
মেঘেরদেশ বলেছেন: ফেসবুক এ আইফোন ইউজার লিখে সার্চ দিলেই বেশ কয়েকটা গ্রুপ পাবেন।অখানে সাহায্য পাবেন।আর আইফোন এ সব কিছু করতে হয় আইটিউন দিয়ে।ওখানে দেখতে পাবেন কত খালি আছে।আর ৩জি জিপিইএস অয়াই ফাই অফ করে রাখলে চার্জ অনেক্ষন থাকবে,এম্নি তে স্মার্টফোন এ চার্জ একটু কম থাকে
৯১| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:২২
ভালবাসা007 বলেছেন: সবচেয়ে ভাল আমার E63
৯২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৩:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বহুত কিছু শিখলাম এক পোস্ট থিকা
১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১
মেঘেরদেশ বলেছেন:
৯৩| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
আহমদ আফজাল বলেছেন: আইফোনে বাংলা লেখার জন্য সবচেয়ে ভালো/ সহজ এপ কোনটি ?
৯৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৪
নিত্যানন্দ রায় বলেছেন: আমি জাপান থেকে একটি আই ফোন ৪এস আনতে চাই । আমি কি আমার দেশের সিম ব্যবহার করতে পারবো ? আর পারার জন্য কি করতে হবে?
৯৫| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০৩
কবির নাঈম দোদুল বলেছেন: তবুও এপল অনেক দিক থেকেই অন্য কোম্পানিগুলো থেকে এগিয়ে। বিশেষত কাস্টম রম ব্যতীত অধিকাংশ ম্যানুফ্যাকচারের দেয়া এন্ড্রয়েড সংস্করণের চেয়ে আইফোন কয়েকশগুণ নিরাপদ। তবুও এপলের এ সাফল্যের চাবিকাঠি শুধু তাদের ভাল পণ্যই না, আরও অন্য গোপন কথাও আছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২১
ইমরাজ কবির মুন বলেছেন:

বাহ, ভালোই তো সব যুক্তি দিসেন
আমার অবশ্য আইফোন বা অন্য কোন ফোনের প্রতি ইন্টারেস্ট নাই| ৫ বছরের পুরানো এন৭০ নিয়ে সুখে আসি