| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলাভবনে চা নিয়ে বসা সামনে বিশাল চাঁদ
প্রেয়সী আমার বলেনি কখনো মাথা রাখি দাও কাঁধ
নিরবে হেসেছে রেখেছে লুকিয়ে অমূল্য ভালোবাসা
ফিরিয়েছ আমায় কেন বারে বারে পাওনি কি খুঁজে ভাষা
তুমি ছাড়া আর চা ছুঁয়ে দেখিনা যাই না তো ওদিকে
কখনো ভাবিনি তুমি তীর হয়ে এভাবে বিঁধিবে
আজ নাকি সেই ফাগুনী চাঁদ দেখা দেবে আকাশে
একা বসে আমি বাজাই সে সুর ভেসে যাবে বাতাসে
দূরে তুমি আজ পাইনা ছুঁতে আর আছে শুধু স্মৃতি গুলো
রেখেছি যতনে তোমাকে লুকিয়ে পরেনিতো কোন ধুলো

২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: কবিতা টা আপনি একবার ভালো করে পড়ুন। তারপর দুই একটা জায়গায় এডিট করুন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮
মেঘলামানুষ বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: আবেগময় কবিতা।
ভালো লাগলো।