| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিস শেষে বাড়ি ফেরার তাড়া নেই
তুমি নেই বলে
সকালে চায়ের কাপে চুমুক নেই
তুমি নেই বলে
মোবাইল ফোন টেবিলের এক কোনায় পরে থাকে
তুমি নেই বলে
তুমি নেই বলেই এস এম এস এর আওয়াজে
চমকে উঠি বার বার
তুমি নেই বলেই রাত্রি জাগা মানেই
ঘর ভরতি ধোঁওয়া
অপরাজিতার নীল গুলো আজ
বিষণ্ণতায় ছোঁওয়া
২|
২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
নার্গিস জামান বলেছেন: সুন্দর ![]()
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: ভালো করেছেন আবেগটুকু লিখে রেখে।