![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবে কোন ভাদ্রে পচন রোগে ধরেছিল আমায়।
সূর্যের তাতে সূর্য ঝলসায়;
পোড়া গন্ধ নয়,
আজ ফাল্গুনে রক্ত মাংসের পচা গন্ধ পাই।
নিসর্গের ফুল পাখি তেমনি ছবির মতো,
কোন কালে হবে না’কো ম্লান।
কবির চোখে বসন্তের ফুল ফোটে,
তবুও বিশ্রী পচা গন্ধে বিক্ষিপ্ত মন।
দেবদূত, ছুড়ে ফেল আস্তা কুঁড়ে ওকে।
অন্তরে ওর গন্দমের চারা।
প্রান্তরে নির্বাসিত একলা আদম;
দূরাকাশে ভালবাসাবাসি করে চিল।
বেলফুল রুমাল চাপে নাকে-
আমার হৃদয় ভালবাসতে চায় বেলফুল।
হায়, দেবদূতও করে এত বড় ভুল!
অন্তরে যা গন্দমের চারা হয়ে ছিল,
আজ দেখি সবুজ ঝোপে
ফুটেছে স্নিগ্ধ বেলফুল।
তবু আমি পচন রোগী,
কোন ফুল ঠেকাবে আমার এ নির্বাসন?
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
মেঘ মেয়ে বলেছেন: অনেক খুশি হলাম মন্তব্যে
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: ভাল লাগছে কবিতাটা।
তবে একটা লাইন বুঝলাম না;
"সূর্যের তাতে সূর্য ঝলসায়"
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
মেঘ মেয়ে বলেছেন: সূর্য... নিজের উত্তাপে নিজেই পুড়ে ছারখার হয়। আর সে পোড়া অন্তহীন।
যাই হোক, আপনি যে এত মনযোগ দিয়ে পড়েছেন, আসলেই খুব ভালো লাগছে ভাই। অনুপ্রেরণা পেলাম
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০২
খেয়া ঘাট বলেছেন: ভালো বুঝি নাই। ভাসা ভাসা বুঝেছি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৩
মেঘ মেয়ে বলেছেন: ভাইজান, ইলিয়ট বলেছেন মডার্ন কবিতা পুরোপুরি বোঝা হারাম
(আসলে বোঝাতে পারিনি, কি আর করব )
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
এহসান সাবির বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১০
মেঘ মেয়ে বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
তারেক হিমু বলেছেন: আদম কিন্তু তার অভিশাপ কাটিয়ে উঠেছিলেন। এবার আপনার আমার পালা।
তবে আমি এই ভেবে ব্যথিত হই, যদি তার পাপের ভাগিদার হই তবে পূণ্যের হবনা কেনো!!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২২
মেঘ মেয়ে বলেছেন: কিচ্ছু করার নেই। ঘুরব-ফিরব, পাপী হব... তা সে যত পূণ্যময় পাপই হোক না কেন। রক্ত মাংস নিয়ে জন্মেছি যখন, কোটি কোটি ফুল বুকে ধরলেও সুগন্ধ ছড়াবে না। এ অভিশাপ যে অনন্ত কালের।
ভালো লাগলো হিমু ভাই। ভালো থাকবেন সবসময়।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪২
উঠতি বুদ্ধিজীবী বলেছেন:
কবিতার কিছুই আমি বুঝিনা। তারপরেও ভালো লাগছে, চালিয়ে যান
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
মেঘ মেয়ে বলেছেন: কিছু বোঝেননি?
এরকম জিনিস আর লিখব না। আর কখনও লেখার আগে জিলাপী খাব না। প্রমিজ
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১
আমিনুর রহমান বলেছেন:
বেশ সুন্দর +++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
মেঘ মেয়ে বলেছেন: এত প্লাস রাখব কোথায়
একটু ভরসা পেলাম প্লাসগুলো দেখে
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: সামুর ইন্টেলিজেন্স দিন দিন স্ট্রং হইতাছে।
আজকাল মাল্টি আইডির পোষ্টে লাইক মারা হেভভি টাফ হয়া গেছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
মেঘ মেয়ে বলেছেন: বিশ্বাস করেন, আগের আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছি। বহু বহু দিন পরে সামুতে। প্লিজ লাগে, সামুরে একটু বলে দেন আমার আপাতত একটাই আইডি
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: না'কো জীবন বাবুর সম্পদ। অন্যে ব্যবহার করলে রে রে করে তেড়ে আসতে পারে কেউ কেউ।
কবির জন্য শুভেচ্ছা।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪২
মেঘ মেয়ে বলেছেন: আমি তো পারলে জীবন বাবুকেই কিডন্যাপ করে কবিতায় বসিয়ে দিতাম। তাতে কেউ যদি তেড়ে আসে আসুক। ভয় পাইনে।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
সপ্নাতুর আহসান বলেছেন: পিক অ্যাড করা + স্ট্রং লেখা বলে দেয় আপনি নতুন নয় ব্লগে। আপনার আগের আইডি কি ছিল?
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৫
মেঘ মেয়ে বলেছেন: অনেক আগে অল্প কিছুদিন ব্লগিং করেছিলাম। তেমন কাউকে চেনা হয়নি। আপনিও চিনবেন না হয়তো। তার থেকে আবার নতুন করেই হোক।
১১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কবিতার নামটা পচন হলেও
কবিতা কিন্তু বেশ ভাল হয়েছ.
+++++
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
মেঘ মেয়ে বলেছেন: ধন্যবাদ কাগজের নৌকা।
১২| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
সুমন কর বলেছেন: চমৎকার !!!
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
মেঘ মেয়ে বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৩| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৭
ইমরাজ কবির মুন বলেছেন:
আপনি এখনো ওয়াচে ?
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬
মেঘ মেয়ে বলেছেন: কি বলব ভাই কষ্টের কথা! মনের দুঃখে বনে যেতে ইচ্ছে করে।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!
ভাল লাগল।
+++
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩
মেঘ মেয়ে বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
হৃদয় এর স্পন্দন বলেছেন: ভালো লেগেছে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
মেঘ মেয়ে বলেছেন: ভালো লাগলো মন্তব্যে। ভালো থাকবেন...
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: কবিতা পচন হইলেও তা সুবাসিত হইয়াছে ! ভালো লিখেন আপনি । কিপ ইট আপ । শুভেচ্ছা জানবেন ।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
মেঘ মেয়ে বলেছেন: কিছুদিন ধরে মনে হচ্ছিল লেখালেখি আমাকে দিয়ে হবে না। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
ভারসাম্য বলেছেন: কবিতা ভাল লাগল। +++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২
মেঘ মেয়ে বলেছেন: আমারও ভাল লাগল মন্তব্যে।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার, খুব চমৎকার লিখসেন মেঘ ||