![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা ভাল রেজাল্ট কর নো শুধু তাদের জন্য ।
৩বছর আগের কথা ।
আমার সাথে হালকা পরিচিত এক ছেলে মোটামুটি ভাল ছাত্র ।
তার স্কুলের সিরিয়ালি ৪১ জন A+ পেয়েছিল সেবার ।
ছেলেটির রোল ছিল ২৩ । কিন্তু সেই সিরিয়ালি ৪১ জনের মধ্যে শুধু ২৩ রোলটির এ+ প্লাস মিস ছিল । ধর্মতে A- ছিল অথচ ৫০ টা নৈবেত্ত্বিকই নাকি ঠিক ছিল । বাংলা আর সমাজে A আসছিল ।
ছেলেটা সেদিন বাচ্চা ছেলের মত চিৎকার করে কেঁদেছিল । খুব খারাপ লেগেছিল ।
প্রথম দুইদিন ওকে কোন প্রকার সান্তনা দেই নাই । কাঁদলে নাকি মন অনেক হালকা হয় তাই কিছু বলতে ইচ্ছে হয় নি তখন । দুইদিন পর ওর সাথে দেখা করে বলেছিলাম ।
এই রেজাল্ট তোমার জীবনে কোনই প্রভাব ফেলবে না । তুমি এইচ.এস.সি এর জন্য ভাল করে পড় । ভাল কোথাও ভর্তির জন্য এখন থেকেই প্লান কর দেখবে তোমার ৪১জন বন্ধুর মধ্যে তোমার অবস্থান সবচেয়ে ভাল জায়গায় হবে ।
সে ৪১ জনের মধ্যে ভাল অবস্থানে যেতে পারছে কিনা সেটা আর জানা হয়নি তবে সে প্রথমবারই একটা সরকারি মেডিকেলে চান্স পেয়েছে বলেই জেনেছিলাম ।
সবারই রেজাল্ট ভাল চারদিকে এ+ এর ছড়াছড়ি ।
যারা ভাল করেছে তাদের শুভকামনা ।
কিন্তু যারা খারাপ করেছো কিংবা রেজাল্ট আশানুরুপ হয় নি তারা হতাস হয়ো না ।
এই রেজাল্ট হয়তো গুরুত্বপূর্ন কিন্তু তোমার ইচ্ছা সাধনা চেস্টা যদি থাকে তোমার ভবিষ্যৎ সফলতায় এটা কোন বাঁধা হয়ে দাড়াবে না । সবশেষে বিখ্যাত একটা কথাই বলবঃ
Never give up believing in yourself.
আর নিজের পরিচিত যারা খারাপ করেছে তাদের কখনই আশাহত করবেন না । তাদের অনুপ্রেরনা দিন ।
১০ ই মে, ২০১৩ রাত ১১:৪১
মেহদী১০ বলেছেন: হুমম ঠিক.......
২| ১০ ই মে, ২০১৩ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: হুম।
১০ ই মে, ২০১৩ রাত ১১:৫২
মেহদী১০ বলেছেন: হুমম
৩| ১০ ই মে, ২০১৩ রাত ১২:৩৮
টানিম বলেছেন: হুম ।
১১ ই মে, ২০১৩ বিকাল ৩:১২
মেহদী১০ বলেছেন: হুমমমমমম....
৪| ১০ ই মে, ২০১৩ রাত ১২:৫৪
সানফ্লাওয়ার বলেছেন: আমার ভাতিজি এ+ পায়নি। তার বাবা মা রেগে আগুন। আমি যথাসম্ভব সান্ত্বনা দেবার চেষ্টা করেছি
১১ ই মে, ২০১৩ বিকাল ৩:২৬
মেহদী১০ বলেছেন: এ+ না পেলে এমন আহামরি কিছু ঘটে যায় নি । আপনি বোঝান তার বাবা-মাকে ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ রাত ১১:৫১
C/O D!pu... বলেছেন: Form is temporary, class is permanent...