![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ুন আহমেদের একটা গল্পে পড়েছিলাম ।
গরীব মানুষদের সবাই সাহায্য করে না । এদের সাহায্য করে তারাই যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত কিংবা যারা ভয় পায় এটা ভেবে যে " আমারও যদি এমন পরিনতি হয় তখন " ।
যারা ভিক্ষা করে তাদের লক্ষ্য করেছেন কিনা জানি না । তবে আমি যতটুকু দেখেছি ওরা বড় বড় বাড়িগুলো সাধারনত এড়িয়ে চলতে চায় । কারন ওরা ভালভাবেই জানে ওসব বিশাল বাড়ি থেকে ২-১টাকা দেওয়ার জন্য কেউ গেট পর্যন্ত নেমে আসবে না ।
বাংলাদেশে কোটিপতির সংখ্যা কত? এমন প্রশ্ন আসলে সহজ একটা পরিসংখ্যান দেওয়া যাবে ।
কতই আর হবে ৩০ হাজার কোটি পতি এই গরীব বাংলাদেশে বাস করে ।
নাহ এই পরিসংখ্যান দেখে স্বাভাবিক ঘটনা বলেই থেমে থাকার কিছু নাই ।
বাংলাদেশে এই কোটিপতির সংখ্যা আমার মতে ৩০ লক্ষ ছাড়িয়ে যাবে ।
পার্থক্য এটাই ওটা খাতা-কলমের হিসাব আর এটা বাস্তব হিসাব । এখন মানুষ এক শতক জমিই কেনে কোটি টাকা দিয়ে । ৩-৪ তলা বাড়ি করতেই কোটি টাকা খরচ হয় ।
কোটি এখন খুবই স্বাভাবিক সংখ্যা ।
এখন আসি বাংলাদেশে গরীব মানুষের সংখ্যা কত ? এ প্রশ্নের উত্তর খুজতে যাওয়া বৃথা । কেননা আমরা সবাই গরীব । আমাদের কোটি টাকা থাকলেও গরীব, লাখ টাকা থাকলেও গরীব, ৬ বেলা খেতে পারলেও গরীব ।
বাংলাদেশ এখনও কমপক্ষে ৫ কোটি লোক দারিদ্রসীমার নীচে বাস করে । তাহলে এদের ইনকাম কত ?
২ ডলার । হ্যা এদের দৈনিক ইনকাম ১৫০টাকা ।
না পারে এরা দুইবেলা পেট ভরে খেতে না পারে একটা জামা-কাপড় কিনতে ।
হ্যা এখানে জামা-কাপড়ের কথা আসল ।
আচ্ছা এইতো শীত পড়েই গেল । আপনি যখন বাসা থেকে বের হন আপনি শরীর গরম করার জন্য কতই না বাহারী কাপড় পড়ে বের হন ।
কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যাদের মাথায় একটা ঠিকমত ছাউনি নেই, শরীরকে ঢাকার জন্যে জামা পর্যন্ত নেই... তাদের কি হবে ?
মানুষের কষ্টকে কি কখনও অনুভব করার চেস্টা করেছেন ?
এই শীতকে পরাজিত কোন ব্যাপারই না ।
দিয়ে দিন না আপনার পুরাতন কাপড়গুলো কিংবা সামান্য কিছু অর্থ । আপনার ক্ষুদ্র ইচ্ছাই পারে দুই চার দশ জনের মুখে হাসি ফেরাতে ।
এই হাসিতে কত যে সুখ তা আপনি কল্পনাও করতে পারবেন না ।
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
মেহদী১০ বলেছেন: Click This Link
রাজশাহী অঞ্চলের জন্য এরা চেস্টা করছে । রুয়েটের একটা গ্রুপ । আপনি এদের সাহায্য পাঠাতে পারেন কিংবা আপনি নিজে উদ্যগী হয়ে এগিয়ে আসতে পারেন ।
একজন এগিয়ে আসলে আরও ১০ জন এগিয়ে আসবে ইনশোআল্লাহ ।
২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০১
বেকার সব ০০৭ বলেছেন: ভাই আমাদের যুবকদের প্রথম এগিয়ে আসতে হবে, পাশাপাশি দেশের র্দুনীতি বন্ধ করতে হবে, তাহলে আর বাংলাদেশে গরীব থাকবে না।
আমি আমাদের গ্রামে সাহায্য করে থাকি। তার পরেও আপনাদের সাথে আছি, আওয়াজ দিয়েন গরীবদের সাহায্য করতে চলে আসবো
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৭
মেহদী১০ বলেছেন: আসলে আপনাকে রাজশাহীতেই সাহায্য করতে হবে এটা আমি বিশ্বাস করি না । আপনি আপনার গ্রামেই সাহায্য করুন । আমাদের সারাদেশেই এমন সাহায্যের প্রয়োজন । অন্তত নিজের গ্রামের মানুষ গুলোকে যদি এই শীতের প্রকোপ থেকে বাচাতে পারেন এর চেয়ে বড় কি হতে পারে ?
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বেকার সব ০০৭ বলেছেন: ভাই আমাদের যুবকদের প্রথম এগিয়ে আসতে হবে, পাশাপাশি দেশের র্দুনীতি বন্ধ করতে হবে, তাহলে আর বাংলাদেশে গরীব থাকবে না।
আমি আমাদের গ্রামে সাহায্য করে থাকি। তার পরেও আপনাদের সাথে আছি, আওয়াজ দিয়েন গরীবদের সাহায্য করতে চলে আসবো
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৭
মেহদী১০ বলেছেন: লেখক বলেছেন: আসলে আপনাকে রাজশাহীতেই সাহায্য করতে হবে এটা আমি বিশ্বাস করি না । আপনি আপনার গ্রামেই সাহায্য করুন । আমাদের সারাদেশেই এমন সাহায্যের প্রয়োজন । অন্তত নিজের গ্রামের মানুষ গুলোকে যদি এই শীতের প্রকোপ থেকে বাচাতে পারেন এর চেয়ে বড় কি হতে পারে ?
৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
আমাবর্ষার চাঁদ বলেছেন: আমাদেরও চেষ্টা করতে হবে.....
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
মেহদী১০ বলেছেন: হা আপনাকেও এগিয়ে আসতে হবে ।
৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭
ইনফা_অল বলেছেন: আমরা প্রথমে আমাদের আত্মিয়দের মাঝে খুজে দেখি কারা শীতের কাপড়বিহীন আছে, তারপর এলাকায় তারপর অন্য এলাকায়।
পুরাতন নয়, আমার নতুন শীত বস্ত্র দিতে চেষ্টা কর।
আপনার মনের ভাল ইচ্ছা আল্লাহ কবুল করুক! আমীন
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
মেহদী১০ বলেছেন: ভাল কথা বলেছেন । আসলে আমাদের এভাবেই দেওয়া উচিত ।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
রওনক বলেছেন: শুধু দিলেই হবে না। দেয়াটা অরগানাইজড হতে হবে। যাতে সবাই পায়। এজন্য বিশ্বাসযোগ্য কোন অর্গানাইজেশনের সাহায্য নিতে হবে।