![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি একটা মেয়েকে বিয়ে করলেন ।
বিয়ের কিছুদিন পর কোন উড়ু তথ্যের সাহায্য জানতে পারলেন আপনার বউয়ের সাথে আরেকজনের গভীর সম্পর্ক ছিল ।
আপনি তখন কি করবেন ?
আসলে সত্যি বলতে একটা মেয়ে অনার্সের তৃতীয় কিংবা চতুর্থ বর্ষের আগে কোন পরিনত সিদ্ধান্ত নিতে পারে না । এর আগের সময়টুকুতে অনেক ভুল সিদ্ধান্ত নেয় ।
যেমন স্কুল আর কলেজ জীবনের প্রেম । মেয়েরা সাধারনত ছেলেদের সাথে খুব একটা মেশার সুযোগ পায় না এই সময়টায় । সুতরাং জীবনে প্রথম যে পুরুষের সাথে মেশার সুযোগ বেশি পায় তাকে ভালবেশে ফেলে । সেটা প্রাইভেট পড়ানো কোন ভাইয়া হোক কিংবা পাড়ার কোন ছেলে হোক । এসময় তারা ছেলে কি করে কিংবা তার অতীত কিংবা ভবিষ্যৎ কি না জেনেই প্রেমে পরে ।
অনার্সে ভর্তি হওয়ার পরও ঠিক একি ধরনের ঘটনা ঘটে । অর্থাৎ কারো না কারো প্রস্তাবে সাড়া দেয়ই দেয় । এক্ষেত্রে ছেলের ভবিষ্যৎ সম্পর্কে জানলেও তার অতীত কিংবা চরিত্র না জেনে প্রেমে পরে ।
এখন প্রশ্ন হল এইসব প্রেম বিয়েতে পরিনত হয় কয়টা ?
উত্তর হল বেশির ভাগ সময়ই বিয়ে পর্যন্ত এই প্রেমগুলো গড়ায় না । কারনটা হল প্রেম হয় সাধারনত দুজনার মনের মিল দিয়ে নয় চরিত্রের মিল দিয়ে । কিন্তু পরে দেখা যায় দুজনের চরিত্র দুই রকম । তাহলে ব্রেক আপ তো হওয়াই স্বাভাবিক ।
এখন আপনিও যদি কোন মেয়ের সাথে প্রেম করে থাকেন এবং ব্রেক-আপ করেন তবে ব্রেক-আপ হওয়া একটা মেয়ের সাথে সংসার করতে আপনার আপত্তি করার কোন যুক্তি নেই ।
এখন আবারও একি প্রশ্ন আপনি কারও সাথে প্রেম করেন নাই কিন্তু বিয়ের পর আপনার বউয়ের পূর্বের সম্পর্কের কথা জানলেন ।
আপনি কি করবেন ?
আমার মতে বিয়ের আগেই এসব ব্যাপারগুলো নিয়ে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করা উচিত । নিজেদের মধ্যে বোঝাপড়া কেমন হবে সেটাও দেখা উচিত । এই ক্ষুদ্র এবং যুক্তিযুক্ত আলোচনাটুকুই দুজনকেই অনেকটা নির্ভার করতে পারে ।
আর বিয়ের আগ পর্যন্ত যতই কিছু হোক কোন ছেলের সাথে কোন মেয়ের অনৈতিক কাজে জড়িত হওয়া উচিত নয় ।
কারন একটা ছেলে হয়ত তার বউয়ের পূর্বের সব কিছু ক্ষমা করে দিবে কিন্তু কোন অনৈতিক কাজ কখনই দিবে না ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
মেহদী১০ বলেছেন: কি হইল ভাইজান......হজম করতে পারছেন না মনে হচ্ছে.....
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
একজন ঘূণপোকা বলেছেন: এখন আপনিও যদি কোন মেয়ের সাথে প্রেম করে থাকেন এবং ব্রেক-আপ করেন তবে ব্রেক-আপ হওয়া একটা মেয়ের সাথে সংসার করতে আপনার আপত্তি করার কোন যুক্তি নেই ।
---> এই কথাটার সাথে ১০০% সহমত।
আর আপনার পোস্টের টপিকের ব্যাপারে আমার ব্যক্তিগত ফিলোসফি হচ্ছে, বিয়ের আগে যা করছ কোন ব্যাপার না, আমারে বইলো না, কারন শুনলে আমার খারাপ লাগতে পারে। বাট বউ বিয়ের পরে আগ নতুন করে সেই সম্পর্ক্টা রিনিউ কইরো না বা পরকীয়ায় জড়িয়ে না ।
দ্যাটস ইট
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
মেহদী১০ বলেছেন: সহ্য করতে পারলে ভাল । কারন অনেক মেয়ের ক্ষেত্রে বিয়ের আগে এমন অনেক কিছু হয়ে থাকে পরে যদি কোনভাবে আপনার কানে যায় আপনি সহ্যই করতে পারবেন না ।
তারচেয়ে বরং সেটার মিমাংসা আগে হলেই ভাল নয় কি ?
আর পরকিয়ার ব্যাপারটা বলে লাভ নাই ।
এটা মেয়ের নীচু মানসিকতার পরিচয়....
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
নীল সুমন বলেছেন: যে সব মেয়ের অতীত ইতিহাসে ঘাপলা আছে তারা স্ত্রী হিসেবে নাকি ভালো....
আমার এক বন্ধু এই থিউরির উপর ভিত্তি করে মেয়ের অতীতের প্রেম ভালোবাসা সব মেনে নিয়ে বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু আগের প্রেমিকের সাথে কুয়াকাটা টু্রের ছবি দেখে বিয়ে ভেঙ্গে দিয়েছে। বলেন দোষ দিব কাকে?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪
মেহদী১০ বলেছেন: অতীত দেখে কাউকে বিয়ে করা বেশ কষ্টেরই বটে ।
অতীতে ঘাপলা করলে ঐ মেয়েরা একটু ভীতু থাকে সাথে কিছুটা অনুসোচনাও তাই স্বামীকে কখনই অনাদর করে না....এই আর কি....
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫
দি সুফি বলেছেন: আমার মতে বিয়ের আগেই এসব ব্যাপারগুলো নিয়ে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করা উচিত । খাটি কথা। আগেই এসব ব্যাপারে কথা বলে নেয়া ভালো। এবং অবশ্যই মিথ্যার আশ্রয় নেয় চলবে না। মিথ্যার উপর গড়ে ওঠা কোন কিছুই কখনও টিকে থাকে না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭
মেহদী১০ বলেছেন: সত্য ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
মিজভী বাপ্পা বলেছেন: