![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নোয়াখালির ছেলে নাইমুর ।
১২ বছর আগে ব্রাজিলের এক ফুটবল কর্মকর্তা বাংলাদেশে ছুটি কাটাতে আসেন । বাংলাদেশের গরমে অতিষ্ঠ হয়ে তিনি নোয়াখালির বিখ্যাত চাটাই কিনতে নোয়াখালি যান । নাইমুর তখন কাদার মধ্যে ক্রিকেটবল নিয়ে লাফালাফি করছিলেন ।
নাইমুরের সেই লাফালাফি দেখে তিনি এতই মুগ্ধ হন যে নাইমুরের পুরা পরিবারসহ তিনি তাদের ব্রাজিলে নিয়ে যান । তারপর সেই ক্রিকেট বল হয়ে গেল ফুটবল । পরের ইতিহাসগুলা আমরা কমবেশি সবাই জানি ।
আমাদের এই নোয়াখালির নাইমুর এখন নেইমার নামে পরিচিত । ব্রাজিল এখন আমাদের গর্বের নাইমুরের উপর পুরোপুরি নির্ভরশীল ।
মিসির আলি তখন বাংলাদেশের গাইবান্ধা জেলায় গাভী চড়াইতেন । সেই গাভীর দুধ থেকে চা তৈরী করে তা বিক্রি করে তিনি সংসার চালাইতেন । ঘটনা ১৯৯৪ সালের ।
কিন্তু ছোটবেলা থেকেই এহেন অভাব সহ্য করতে না পেরে চা বিক্রির কেতলিতে মাঝে মাঝে লাথ্থি মারতেন তিনি । ম্যারাডোনার তখন চা+(পজিটিভ) ধরা পরে এবং দুঃখের সময়টা একা কাটাতে বাংলাদেশে আসেন । মিসির আলির চায়ের কেতলিতে এমন লাথ্থি মারা দেখে তিনি মুদ্ধ হয়ে সপরিবারে তাদের আর্জেন্টিনাতে নিয়ে আসেন ।
এই গোপন ইতিহাস বাদে পরের ইতিহাস তো আমাদের সবারই জানা । মিসির থেকে তিনি এখন মেসি নামে সবার কাছে পরিচিত । আর্জেন্টিনা এখন আমাদের মিসির ছাড়া খেলতে নামার সাহস পায় না ।
নাইমুর ও মিসির এখনও নাকি বার্সেলোনাতে বাংলায় কথা বলে বাংলা চর্চা অব্যাহত রেখেছেন বলে শোনা যায় ।
এসব চিন্তাভাবনা শুধু বাংলাদেশেই পাওয়া সম্ভব । আইডিয়া একটা পেজ থেকে নেওয়া কিন্তু লেখা সম্পুর্ন আমার ।
২৮ শে জুন, ২০১৪ রাত ৮:৪২
মেহদী১০ বলেছেন: হো অবশ্যই.....
২| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৪০
অবিবাহিত ছেলে বলেছেন: এই জন্যই বাঙ্গালীর এতো দরদ ব্রাজিল আর আর্জেন্টিনার প্রতি । নিজে না খেয়ে, বাব দাদার জমি বিক্রি করে পতাকা বানানোর লুলামি তাই প্রমান করে ।
২৮ শে জুন, ২০১৪ রাত ৮:৪৫
মেহদী১০ বলেছেন: এটাই আসল কারন নয়তো এতো দরদ আইতো কেমনে.....
৩| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন:
২৮ শে জুন, ২০১৪ রাত ৯:০৯
মেহদী১০ বলেছেন:
৪| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম! জানলাম
২৮ শে জুন, ২০১৪ রাত ৯:০৯
মেহদী১০ বলেছেন: জানানোর জন্যই একটু বললাম আর কি....
৫| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:০১
আলী খান বলেছেন:
২৮ শে জুন, ২০১৪ রাত ৯:১০
মেহদী১০ বলেছেন:
৬| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৬
শাবা বলেছেন: হা হা হা, ভালভাবেই বাঙালী চরিত্র লেখায় ফুটে ওঠেছে।
২৮ শে জুন, ২০১৪ রাত ৯:১০
মেহদী১০ বলেছেন: ধন্যবাদ.....
৭| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৩
পোয়েট ট্রি বলেছেন: উত্তম। ষোল-আনা বাঙালিআনা
২৮ শে জুন, ২০১৪ রাত ৯:১১
মেহদী১০ বলেছেন: হুমম...
৮| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৫
নীলনদ বলেছেন: (নাইমুর-নেইমার ) + (মিসির - মেসি ) = বকরির লেদি
২৮ শে জুন, ২০১৪ রাত ৯:১১
মেহদী১০ বলেছেন: খারাপ বলেন নাই....
৯| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এই জন্যই বলি বাঙালী এত ব্রাজিল আর্জেটিনা করে কেন?
২৮ শে জুন, ২০১৪ রাত ৯:১২
মেহদী১০ বলেছেন: হা ঠিক ধরেছেন....
১০| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৩
ভারসাম্য বলেছেন: জমে নাই
আগামীর জন্য শুভকামনা রইল।
২৮ শে জুন, ২০১৪ রাত ৯:১২
মেহদী১০ বলেছেন: ওককে....
১১| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৪
থিওরি বলেছেন: এসব চিন্তাভাবনা শুধু বাংলাদেশেই পাওয়া সম্ভব ।
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৪
মেহদী১০ বলেছেন: হুমম শুধু বাংলাদেশেই....
১২| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৫
মেহদী১০ বলেছেন:
১৩| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
সুমাইয়া আলো বলেছেন: বেশ মজার ত
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৫
মেহদী১০ বলেছেন: হুমম একটু তো মজারই বটে
১৪| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
আয়রন ম্যান বলেছেন: হা হা হা, তাইতো বলি বাঙালী কে এত নেইমার আর মেসি ভক্ত!!
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৬
মেহদী১০ বলেছেন: হুমম গোপন রহস্য তো এইডাই । কেউ জানতো না যে....
১৫| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
হাসিব০৭ বলেছেন: ভাগ্যিস ওরা বিদেশে গেছিল নই এইদেশে থাইকা বলদ আর পাঠা ছাড়া কিছুই হওয়া সম্ভব না
ব্যপক মজা পা্ইলাম
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৭
মেহদী১০ বলেছেন: হুমম ধন্যবাদ । দেশে থাকলে এতদিন তারা ছোটবেলায় যা করতো সেইটা করেই খাইতো । নেইমার হইতো চাটাই ব্যবসায়ী আর মেসি হইতো চা ব্যবসায়ী
১৬| ২৮ শে জুন, ২০১৪ রাত ১০:২০
অঘটনঘটনপটীয়সী বলেছেন: তাই তো বলি আমি নেইমাররে আমার এত্ত ভাল লাগে কেন! দেশি পোলা বলে কথা!
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৮
মেহদী১০ বলেছেন: দেশি পোলাতে মেয়েদের আগ্রহ বেশী..বোঝা যাচ্ছে..
১৭| ২৮ শে জুন, ২০১৪ রাত ১১:১০
মেটাল বলেছেন: ফরিদপুরের ছেলে কাদিরা আর চাপাই এর ছেলের রনির কথাও হয়ত অনেকে জানে না। যারা এখন জার্মানি ও ইংল্যান্ড এর হয়ে দুনিয়া কাঁপাচ্ছে
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৮
মেহদী১০ বলেছেন: হুমম আপনি লিখে ফেলেন তাদের গোপন ইতিহাস মন্দ হবে না....
১৮| ২৯ শে জুন, ২০১৪ রাত ১:০৭
আহসানের ব্লগ বলেছেন:
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৯
মেহদী১০ বলেছেন:
১৯| ২৯ শে জুন, ২০১৪ রাত ২:০৬
স্বরব্যঞ্জ বলেছেন:
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৯
মেহদী১০ বলেছেন:
২০| ২৯ শে জুন, ২০১৪ ভোর ৬:১২
গ্যাম্বলার বলেছেন: জাতির সামনে রূঢ় সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ..
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৯
মেহদী১০ বলেছেন: আপনাকেও ধন্যবাদ.....
২১| ২৯ শে জুন, ২০১৪ রাত ৮:১৭
আব্দুল মোমেন বলেছেন: কথা সত্য নাকি?
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:৩০
মেহদী১০ বলেছেন: জ্বী সত্যই তো.....
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: নেইমার আর মেসি তাহলে আমাগো বাঙ্গালী জাতীর গর্ব ।