![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Valentine week days নাকি শুরু হয়ে গেছে ।
কিন্তু আমার মত সিঙ্গেলরা এই দিনগুলো অসহায়ের মত পার না করে কি কি করতে পারেন তার নমুনা.....
Rose Day: যদিও কাউকে ফুল দেওয়ার নাই তাও ফুলের দোকানে যাব । একটা গোলাপ হাতে নিবো । গন্ধ নিবো । দাম শুনবো এবং এত দাম দিয়ে ফুল কিনবোই না এমন ভাব নিয়ে সামনে হাটা দিবো.....
Propose Day: এই দিনে আকাশের চাঁদের দিকে তাকিয়ে প্রোপোজ করা যায় এভাবে যে.....এই ভাবে তুমি সারাজীবন চাঁদ হয়েই থেকো ধরা দিয়ো না....
Chocolate Day: খাওয়ার জিনিস ছাড়ার দরকার কি । দোকানে যাব খাবো । কেউ তো আর ভাগ বসাতে পারবে না......
Teddy Day: টেডি পুতুলও কিনবো । এইটা কাউকে গিফট দেওয়ার চেয়ে নিজের কাছেই রাখবো । বিয়ে না হওয়া পর্যন্ত এরেই জড়ায় ধরে থাকমু....
Promise Day: প্রত্যেক বছরের মত এই বছরও প্রমিস করবো যে আগামী বছর আর সিংগেল থাকবো না.....
Hug Day: জড়িয়ে ধরার কেউ নাই । একটা ফাকা মাঠে যাব । দুই হাত দুইদিকে প্রসারিত করে বাতাসকেই জড়াই ধরার চেস্টা করবো....এতেও শান্তি না হলে কোন গাছকে জড়িয়ে ঠান্ডা দুর করবো....
Kiss Day: আপনি জানেন কি এক চুম্মাতে প্রায় দুই লক্ষ ভাইরাস থাকে । কি দরকার ভাইরাস আদান প্রদান করার......
Valentine Day: এইদিন ফেসবুকে ঢুকবো না । রাস্তায় রিক্সাতে বা ফেসবুকে ডবল ছবি দেখলেও চোখ বন্ধ করে সামনে আগাবো । দরজা জানালা, ফ্যান লাইট বন্ধ করে খাটের নীচে শুয়ে থাকবো । সারাদিন রাত ঘুমিয়ে পরের দিন মনে মনে বলবো Valentine Day বলতে এই দুনিয়ায় কিছু নাই সবই দুঃস্বপ্ন......
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭
ভূতের কেচ্ছা বলেছেন:
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫
জাহিদ নীল বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৭
আরণ্যক রাখাল বলেছেন: ভাল বুদ্ধি