![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের কুলাঙ্গার বলেছেন তার বাবা দেশের প্রথম প্রেসিডেন্ট ছিল ! যুক্তি সরূপ বলেছেন, দেশে মুজিবনগর সরকার শপথ পড়ে ১৭ এপ্রিল তাহলে ২৬ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কে সরকার প্রধান ছিল ?? ....
আসলে কোন দেশে শুরুতেই প্রেসিডেন্ট থাকবে তার প্রয়োজন নেই । এমনটি সম্ভবও নয় । প্রেসিডেন্ট পেতেগেলে একটি সংবিধান প্রয়োজন । সংবিধানের ক্ষমতা ছাড়া কোনভাবেই রাস্ট্রপতি নিযুক্তকরা সম্ভব নয় । যেমন পাকিস্তান ১৯৪৭ এ দেশ স্বাধীন হলেও প্রথম রাস্ট্রপতি হলেন ইসকান্দার মীর্জা যিনি ১৯৫৬ সালে নিযুক্ত হোন , পাকিস্তানে ১৯৫৬ সালের আগে রাস্ট্রপতি দায়িত্ব কাউকে দেয়া যায়নি কারণ ঐ বছরই প্রথম সংবিধান প্রনোয়ণ করা সম্ভব হয় । সংবিধান রাস্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে । আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হলেও তার ৭ দিন আগে ১৯৭০ সালের নির্বাচিত প্রতিনিধিরা ১০ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র পাশ করেন , যা ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান প্রনোয়ণ হওয়া পর্যন্ত এটিই সংবিধান আকারে ছিল । এই ঘোষণাপত্রই মুক্তিযুদ্ধকালীন সংবিধান । যেখানে দেশের স্বাধীনতা , সরকার , রাস্ট্রপতির ক্ষমতা সকল কিছুর ধারা ছিল । পৃথিবীর দুটি দেশেই ঘোষণাপত্র আছে , এক বাংলাদেশে অপরটি যুক্তরাস্ট্রে । যেটাই ভাবা হোক , যেটাই ঘোষণা দেয়া হোক . সংবিধানই নির্ধারণ করে কিভাবে রাস্ট্রপতি গঠন হবে , তার মেয়াদ কার্যপদ্ধতি কি হবে । সংবিধান বা ঘোষণাপত্র ছাড়া কোন ব্যক্তিকে রাস্ট্রপতি বানানো সম্ভব হয়না । নিন্মে রাস্ট্রপতি গঠন ও সাংবিধানীক ক্ষমতা যা বিশ্ব আইনে লিপিবদ্ধ , তা তুলেধরা হল ....
the Constitution gives the president sweeping powers over the administration of the federal government, while also subjecting it to congressional constraints.
The following brief descriptions cover the chief categories of presidential powers created by the Constitution.
ভারতে সংবিধান গৃহিত হয় ২৫ জানুয়ারী ১৯৫০ সালে এবং সংবিধানের ক্ষমতা অনুসারে রাস্ট্রপতি গঠন হয় ঠিক তার পরের দিন ২৬ জানুয়ারী ১৯৫০ সাল । রাজেন্দ্র প্রসাদ হলেন সেদেশের প্রথম রাস্ট্রপতি ।
নেপালের সংবিধান ২০০৮ সালে সংশোধন করে প্রেসিডেন্টকে রাস্ট্রের প্রধান হিসেবে যুক্ত করার পরই ২৮ জুন ২০০৮ সালে রাম বরণ যাদব প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ।
এমন ভাবে যেকোন গণতান্ত্রিক দেশের রাস্ট্রপতির তালিকা ও সময়কাল টেনে দেখুন তাদের সংবিধান গৃহিত হবার পরই রাস্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ।
তাই, হঠাৎ করে কেউ যদি কারও পিতাকে বা নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন তবে তাকে প্রেসিডেন্ট হিসেবে মানার কোন যুক্তিযুক্ততা নেই ।
সেই কুলাঙ্গারের পিতা যদি প্রথম রাস্ট্রপতি হোন তবে তার সাংবিধানিক ভিত্তি কি ? কে বা তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিল ? কোন জবাব তাদের নেই , নেই ঐতিহাসিক ভাবে না রাস্ট্রীয় দলীলে , না তাদের কোন উদাহরণ যা পৃথিবীর কোন দেশে কোন কালে ছিল ।
সুতুরাং , বঙ্গবন্ধই প্রথম রাস্টপতি , যা স্বাধীনতার ঘোষণপত্রের মাধ্যমে প্রদান করা হয় ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪
ভুয়া প্রেমিক বলেছেন: স্বাধীনতার ঘোষনা সংক্রান্ত তাজুদ্দিনের মেয়ের সত্য উন্মোচনের বিষয়ে লেখকের বক্তব্য কি?
৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৪
আনিসুর র বলেছেন: তুমি বাবা কত শিক্ষিত। যানতে মন চায়। তুমাকেই খুচতেছি।
বাবা ভারতের সাথে পানির সমেস্যা সমাধান করনা।
না পারলে তুমি তো আর এক জনকে মুর্খ বলতে পারনা।
গালাগাল দিতে মজা না।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫০
নীল আকাশ ২০১৩ বলেছেন: আওয়ামী লীগের সাপোর্টার মাত্রই কি ঐ টাকুবেল মন্ত্রীর মত বলদ হয় নাকি। কে একজন কি বইলা চেতাইল, সেই দুঃখে সব এখন চেন্নাই এক্সপ্রেসের মত লুঙ্গি ড্যান্স শুরু কইরা দিল। সংসদে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে কাঠাল পাতা খাওয়া মাঠের ময়দানের ছাগল গুলি পর্যন্ত দিনরাত একই সুরে ব্যা ব্যা ব্যা ব্যা করেই যাচ্ছে। আরে, বঙ্গবন্ধু প্রথম না জিয়া প্রথম - এইটা কি একটা তর্ক করার বিষয়?
তারেক বাবাজীরে স্যালুট! কি একখান কথা কইল, আর টাক্কু মন্ত্রী পর্যন্ত সংসদে লাফায়, নিজের পায়জামার ফিতা ঠিক আছে কিনা - সেদিকে পর্যন্ত খেয়াল নাই! সাবাস!