নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার চেষ্টা করছি

অহংকার মানুষের পতন ঘটায়, আর বিনয় মানুষের মাথায় সম্রাটের মুকুট পরায়

এখন ও বৃষ্টি ভালবাসি

আজ আবর সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল বল ভাল আছতো ।

এখন ও বৃষ্টি ভালবাসি › বিস্তারিত পোস্টঃ

আমার বউ এর জন্য এ লেখা

১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০০













আজ আমার মনটা খুব খারাপ ।আমার জন্মের পর দাদা ছিল ,কিন্তু আমার জন্মের ১ বছর এর মাথায় দাদা মারা যায় ।দাদা ছাড়া আমার আপন জন বলতে যারা যারা আছে সবাইকে আমি দেখে ফেলছি ।কিন্তু আজ পর্যন্ত যাকে আমি দেখি নাই সে আর কেউ নয় ।সে আমার বউ ।



হ্যা আমার বউ ।দশটা না ,পাচটা না আমার একটা মাএ বউ ।দেখতে দেখতে ২৩টা বছর পার করে দিলাম কিন্তু কেউতো কথা দিল না ,কেউ কথা রাখল ও না ।মাঝে মাঝে উদাস নয়নে সুন্দরীদের পানে চেয়ে থাকি আর ভাবি এই কী আমার হবু বউ ।কিন্তু একটু পর যখন দেখি সুন্দরীর বয়ফ্রেন্ড যখন ডন রুপে সামনে আসে তখন মনডা ছোট হয়ে যায় ।



বিয়ের বয়স তো সরকার কইল ২১ বছর ঐ হিসাবে তো ২ বছর বেশী হয়ে গেল তবুও কিছু হইল না ।মায়েরে কইলে বলে ,তোর এখন ও বিয়ার বয়স হয় নাই ।



আমি দিনের মধ্যে কয়এক বার ভাবি যে আমার বউটা কী করে ।মাঝে মাঝে ভাবি আমার বউ কী আমার মত আমার কথা ভাবে ?



মন্তব্য ৭৯ টি রেটিং +১৮/-১

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৭

মাটি ও মানুষ বলেছেন: ভাইজান দেখি ২৩ বছরেই কাইত . . . খেকজ।

১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১১

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ভাই একটা গার্লফ্রেন্ড ও হইল না ।আর পোলাপানের ২ -৪টা কইরা ,এইটা কী মানা যায় ।

২| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১০

এম এস রানা বলেছেন: তাইলে আমরা কি কমু???!!!!!!!!!

২৭ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: কিছু কওয়ার নাই ।

৩| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩

অলস ছেলে বলেছেন: সময় হইছে। একদিন যখন আফসুসের বন্যায় ভাসবেন, অলস পোলার নামটা স্মরণ কৈরেন, যদিও তখন আর কিছুই করার থাকবে না। বেচারা, চুক চুক চুক।

১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৬

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আপনে লোক ভাল না ,খালি ভয় দেখান ।

৪| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮

ত্রেয়া বলেছেন: হি হি হি আপনার তো আজব অবস্থা,, হি হি

১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: হয়ত বাহিরে থাকি বলে আজব অবস্থা ,তবে ঘটনা সত্য ।

৫| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৮

মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আপনের বউও আপনের কথা ভাবে মনে লয়।

১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৬

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আপনার মুখে মিষ্টি পড়ুক ।

৬| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৮

ওসমানজি২ বলেছেন: আপনার দিল্লীকা লাড্ডু খাওয়ার অসুখ হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪২

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: মনে লয়

৭| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩১

নীলতারা বলেছেন: একটা কবিতা- কে যেনো মেইল করেছিলো আমাকে। আজ খুব মনে পড়ছে, আপনার লেখাটা পড়ার পর...

তেইশটা বছর ধরে
প‌্যান্টে শার্ট গুঁজে পড়ে।
আর পারছিনা গুরু-
সে--ই নার্সারী থেকে শুরু...

পাড়ার যতো ছেলেগুলো
সবার ঘরে বউ এলো।
ম বলে- মন দিয়ে পড়ো!
আর পারছিনা গুরু...
সে--ই নার্সারী থেকে শুরু...

অবশেষে মায়ের দয়া হলো-
ঘরে ফুটফুটে এক বউ এলো।
ফুলশয্যার রাতে, একগুচ্ছ গোলাপ হাতে-
বউকে শোধাই-
''আমার জীবনে তুমিই প্রথম,
তোমার জীবনে আমিও কি তাই?''

বউ হেসে বলে-
''আর পারছিনা গুরু,
সে--ই নার্সারী থেকে শুরু...''


দারুণ না?! =p~ :P

১৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০২

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: শুনছি আগে ,তার পর ও ধইন্যা

৮| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২

দুষ্টু রোমান্টিক বলেছেন: আফনে কোন জন্মে বিয়া কইরা বউ বানাইছেন যে বউ আফনের কথা ভাববো ??
মিয়া পরের বউ লইয়া ভাবাভাবি ছাইড়া দ্যান ;)

১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: কি কইলেন ভাইটি ,মনটা খারাপ করে দিলেন ।

৯| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯

এহসান জুয়েল বলেছেন: ওই মিয়া বউ পাইলা কই? তুমি কি বিয়া করছো? বিয়া ছাড়া বউ হয় কেমনে............????????

১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৮

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আরে ভাই যারে করমু সেতো আমার বউ ।তাই আগে থেকেই .....এই আর কী ?

১০| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৬

দুষ্টু রোমান্টিক বলেছেন: এহন তো বউ.. কইদিন পর তো মিয়া বউ ছাড়া বাচ্চার কথা ভাববা !! B-)

১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৯

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: এমনই হয় নাকী ?
ভাই এর মনে হয় অনেক জানা শুনা ।

১১| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৫

ডিজিটাল কলম বলেছেন: আমারও ভি ২৩ বচ্চর অইচে.........ত্য় বিয়া হয়নাইক্কা......... এমকি আহেন.....গলাগলি ধইরা বিলাপ করি

১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: একজন পাইলাম যে আমার সাথে আছে ।

ধন্যবাদ ভাই ।

১২| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৫

রেজোওয়ানা বলেছেন: আহারে বেচারা।

১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০০

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: কই মেয়ে টেয়ে দেখবেন আমার জন্য ,তা না করে বলতেছেন বেচারা ।

কই যে যাই ।

১৩| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯

মামদোভুত বলেছেন: কুনু অসুবিদা নাই। একজন এক্সপার্ট বৌ আপনের লাইগা অপেক্কা করতাসে মনে করইন যেন। কারন ইনি ইতিপূর্বে ঐ যে কৈলেন "আর পোলাপানের ২ -৪টা কইরা" ঐ দুই চাইরজনের একজন আসিলেন

১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০১

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: সবই কপাল ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

েপচাইললা বলেছেন: টেনশন লেনেকে নেহি, দেনেকে। আপনি এখন থেকে যে কোন অবিবাহিত মেয়েকে আপনার বৌ বলে দাবী করতে পারবেন। প্রত্যেক অবিবাহিত মেয়ের ওপর আমাদের বারো আনা অধিকার আছে (আপুরা, রাগ করার কিছু নেই, আপনাদের ক্ষেত্রেও একথা খাটে)।

আমাদের বৌরা অবশ্যই ভাল আছে, আমাদের কথা ভাবছে। তবে সাবধান, বৌ মনে করবেন, অধিকার আছে ভাববেন, কিন্তু সেটি ফলাতে যাবেন না। লাঠি একটিও মাটিতে পরবে না, যেটি পরবে সেটি তুলে আবারও আপনার পিঠে দেয়া হবে। সো সাবধান.......

১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ভাই ভরসা পাইলাম

১৫| ১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

মানবী বলেছেন: ‌আহারে!! খুব মর্মস্পর্শী লেখা :)


এখন সবাই মজা করলেও আরো কয়েক বছর(কতো বছর পর তা সঙ্গত কারনে জানা নেই) পর হয়তো এটা কারো কাছে খুব মূল্যবান লেখা হতে পারে।

১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: সেই ভেবেই লেখা ।

১৬| ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

বিদ্যালয় বলেছেন: খুবই মর্মস্পর্শী লেখা

স্টিকি করা হোক ।

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৬

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আপনেই বুঝলেন ।

১৭| ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

আকাশ_পাগলা বলেছেন: ছোট থাকতে এভাবেই ভাবতাম।

আহারে !! কীসব ভয়ানক সেই দিন গুলা।
মনে পড়লেই শিউরিয়ে উঠি।

আফসুস আর গভীর সমবেদনা।

তাও ঝামেলামুক্ত আছেন এক কথায়, এইটাও পয়েন্ট।

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ভাই একা থাকা যে কী মজা তা আমি জানি ,কেউ কিছু বলার নাই ।যখন খুশি যা খুশি তাই কর ।

আহা শান্তি ।

১৮| ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪০

এন এইচ আর বলেছেন: ঐ আমার লাঠিডা কইরে ওর বউর শখ আজকা আমি বাইর করতাছি................


নিজে সকালে খাইলে বিকালে কয় ক্ষিদায় পেট পুরে আর হয়ে কয় বউর খবর নাই.....................


হেহেহহেহেহে বিয়া করলেতো শহীদ .................

স্বর্গে যাইতে মন চায় কেন?

১৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৪

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ভাই আপনে বড় ভাই হইয়া এই অধমেরে মারার কথা কইতে পারলেন ।আমারে কেউ আদর করে না তাই ভাবলাম বিয়া করলে বউ হয়ত আদর করব ।
কিন্তু সবাই খালি ভয় দেখায় ।

১৯| ১৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৪

পুরাতন বলেছেন: সুখে থাকলে ভুতে কিলায় /:)

১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: কে কইল ?

২০| ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৮

প্রবাস থেকে লিখছি... বলেছেন: LEGAL হলে বউ এর অবাব হয় জানতাম না যাই হওক দেশে গেলে এর সমাদান পেতে পারেন যদি LEGAL হন LOL.....

১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৪১

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ভাই আমি লিগ্যাল ই ,কিন্তু ঘর থেকে কিছু করে না ।

২১| ২০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

প্রবাস থেকে লিখছি... বলেছেন: ও তো যদি আপনার বাবি তাকেন বাবিকে বলেন হয়ত সমাদান পেতে পারেন,,,,,,

২০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: নারে ভাই ভাবি নাই ।

২২| ২০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

মিআমি বলেছেন: বিয়ে ??

দিল্লি কা লড্ডু । যে খেয়েছে সে পসতায়, আর যে খায়নি সেও পসতায়।

২৩ বছর ?

শরীরের গরমে গরম না হয়ে ঠান্ডা মাথায় উপযুক্ত সময়ে এবং একটু সয়ংসম্পূর্ণ হয়ে কাজটা করলে একটু ভালো ফল পাবেন।

তবে আপনার ভাবনা গুলির সাথে একমত।

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৮

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আরে ভাই বললেই কী হয়ে যায় ,মাঝে মাঝে মনে হয় কেউ একজন থাকলে মন্দ হত না ।

২৩| ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:০০

অপ্‌সরা বলেছেন: আহালে ভাইয়াটা!!! লেখাটা পড়ে হাসছি। অনেক মজার হয়েছে লেখাটা।:P

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৯

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ধন্যবাদ ,লেখাটা মজা করেই দিলাম

২৪| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:১০

মুকুট বলেছেন: আপচুচ, সবেতো ২৩ আমরা সেই কবে ২৩ পার হয়ে.....কোথায় চলে গেলাম, মাগার......... :(( :((

২১ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: কেউ বুঝল না ।

২৫| ২১ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

পেন্সিল বলেছেন: আপনার বউরে সেইদিন দেখলাম আরেকটা ছেলের সাথে রিকশায় ঘুরতেছে...জিগাইলে কইল,,খালাতো ভাই...একেবারে আপন ভাই এর মতনই।

ভাই, জলদি দেশে আসেন।

২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আপনে থাকতে আমার যদি দেশে আসা লাগে তাইলে এই লজ্জা আমি কই রাখি ।

২৬| ২২ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৫৭

প্রবাস থেকে লিখছি... বলেছেন: hmm jode tume 831 ndtv ta dako pati patni aur woh dako pora bolo biya korba ke na kub shundor .....program ta,,,

২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৪

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: রাখির টা দেখছি ,আরে ভাই আমি তো ফেমাস কেউ না ।আমাকে কী আর ওরকম করলে মানাবে ।

২৭| ২২ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৬

রঙ্গীলা বলেছেন: বউ না খুজে পাত্রী খুজেন পেয়ে যাবেন। বউ কেউ দেবে না :) :)

২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: তাইত

২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: তাইত

২৮| ২২ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

পেন্সিল বলেছেন: আমি থাকতে মানে?? বউকে আমার উপর ছেড়ে দিলেন? আপনি আমারে কয়দিন ধরে চেনেন??

২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২১

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আরে ভাই আমি কই ,উল্টা পাল্টা কিছু দেখলে আপনে একটু শাসন করে দিয়েন ।

২৯| ২২ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

নীল-দর্পণ বলেছেন: মিয়া ভাই ছবিডা কি আপনের আর আমগো ভাবীর আপনের বউর?? ;)

২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২২

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: স্বপ্নে পাওয়া ছবি ।

৩০| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩২

প্রবাস থেকে লিখছি... বলেছেন: আশা করি ছবি না আসল একটা বউ পাবেন,,,,,,,lol

১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:২২

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ধইণ্যা

৩১| ২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৩৪

রাগ ইমন বলেছেন: ঈয়া আল্লাহ, ইনাকে ইনার বউ এর সহিত দেখা করিয়ে দাও!

২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:০৮

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আমিন

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: View this link

৩৩| ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৪

পথে-প্রান্তরে বলেছেন: অনেকক্ষণ হাসলাম । লেখাটা খুব মজার হয়েছে । সাথে সাথে আফসোসটাও আরো বেড়ে গেল ।

০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৮

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ধন্যবাদ

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:২৩

শফিউল আলম ইমন বলেছেন: হা হা হা.....;)
কেমন আছেন ভাই?

২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪৫

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ভাল ,টিকেট কাটা হয়ে গেছে নাকি ?

৩৫| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১০:০৪

আলিম আল রাজি বলেছেন: আপনার আমার এতো মিল!!!!!!!!

সরেণ তো,, একটা পিলাচ দেই।

০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১:২৪

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: একজন পাইলাম যার সাথে গলা ধইরা কানতে পারমু ,দাড়ান আগে দেশে আসি তারপর হইব নে ।

৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:০৪

ঈশান হাওয়া বলেছেন: নিথুয়া পাথারে পড়েছি বন্ধুরে... ধরো বন্ধু আমারো কেহ নাই.. চলেন এক সাথে কান্দি

০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৫

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: চলেন

৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১২:১২

গৌতম রায় বলেছেন: আহারে! চুক চুক চুক!

৩৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৩

আমি তুমি আমরা বলেছেন: বিয়া করতাম মুনচায়

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০০

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আহারে

৩৯| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৮

ভুলো মন বলেছেন: ২৩ উল্টে ৩২ হয়ে গেল! আজও বিয়ে করতে পার্লামনা!!!

০২ রা ডিসেম্বর, ২০১০ সকাল ৮:০৩

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আহারে

৪০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪১

মিনহাজ০০৭ বলেছেন: মাঝে মাঝে ভাবি আমার বউ কী আমার মত আমার কথা ভাবে ?

১৩ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৬

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: মনে লয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.