![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে শুক্রবার ঈদুল ফিতরের নামাজের আগে বয়ানে মাওলানা যুক্তিবাদী এই পরামর্শ দেন ।
তিনি বলেন, “জাকির নায়েক কোনো আলেম নন। ইসলাম ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার কোনো সার্টিফিকেটও নেই। তিনি পিস টিভির মাধ্যমে মুসলমানদের নানাভাবে ধোঁকা দিচ্ছেন, বিভ্রান্ত করছেন।”
ভারতের মহারাষ্ট্রে জন্ম নেয়া জাকির নায়েক পিস টিভির কল্যাণে বাংলাদেশেও পরিচিত মুখ। চিকিৎসা শাস্ত্রে ডিগ্রিধারী জাকির আবদুল করিম নায়েক ধর্মের প্রতি অনুরক্ত হয়ে ইসলাম নিয়ে বক্তৃতা দিয়ে আসছেন।
৪৭ বছর বয়সি জাকির নায়েক নিজের প্রতিষ্ঠিত ইসলামী রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এই ফাউন্ডেশনের মালিকানাধীন পিস টিভিতে জাকির নায়েকের বক্তৃতা প্রচার করা হয়। ইসলাম নিয়ে তার বিভিন্ন বক্তব্য নিয়ে বিতর্ক রয়েছে।
মাওলানা যুক্তিবাদী বলেন, জাকির নায়েক ঈদের নামাজ ও জামাত নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।
“জাকির নায়েক ঈদের নামাজের ৫ বা ৭ তাকবিরের যে তথ্য প্রচার করছেন, তা কোনো গোত্র বা দলের হতে পারে। কিন্তু আমাদের দেশের শতকরা ৯০ভাগ মুসলমানই হানাফি মাজহাবের। তারা বছর বছর ধরে ৬ তাকবিরের সঙ্গে ঈদের নামাজ আদায় করে আসছেন।”
“জাকির নায়েক বলেছেন, ঈদের খুৎবা শোনার প্রয়োজন নেই। কিন্তু ঈদের খুৎবা শোনা সুন্নত।”
জাকির নায়েক তার টেলিভিশন চ্যানেলের ব্যবসায়িক স্বার্থে বিভ্রান্তিকর মাসলা-মাসায়েল দিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন মাওলানা যুক্তিবাদী।
যুক্তিবাদীর এই বয়ানের সময় সাবেক বাসন ইউপি’র চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী, গাজীপুর সিটির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সল আহমেদ সরকার, আতাউর রহমান, মমতাজ উদ্দিন ঈদের মাঠে ছিলেন। তারাসহ কয়েক হাজার মুসল্লি ওই ঈদ জামাতে শরিক হন। সুত্র :: অলশেয়ার নিউজ
২| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
এস এইচ খান বলেছেন: চুক্তিবাদীদের ক্যাসেট বিক্রিতে বড় মন্দা ডা: জাকিরের ফাঁসি চাই
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১০
রাজীব দে সরকার বলেছেন: জাকির নায়েক তার অনেক বক্তব্যে সনাতন ধর্ম নিয়ে মিথ্যাচার করেছেন
ইসলাম প্রচার করা ভালো
তবে তার জন্য অন্যকে ছোট করা ঠিক না
আপনি যত যাই বলেন, আমার মা আমার কাছে
পৃথিবীর সবচেয়ে ভালো মা
আপনার হাজারটা যুক্তি থাকতে পারে
তবে আমার মা আমার কাছে কোনদিনই খারাপ হবেনা
তাই জাকির নায়েক অন্য ধর্মের এলিমেন্টস কে যতদিন
সম্মান দিতে না পারবেন
ততদিন তিনি আমার কাছে প্রকৃত ধার্মিক না
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮
বোধহীন স্বপ্ন বলেছেন: ভালোই তো সব বাদ দিয়া জাকির নায়েকের পিছে, হাহ্!!!! এই হইল আমাদের অবস্থা ।
আচ্ছা, ঈদের খুৎবা শোনা ওয়াজিব বলে জানি । কোনটা ঠিক??
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯
এনজেল মাইন্ড বলেছেন: আমি মনে করি ডাঃ জাকির নায়েক সঠিক পথে আছেন।
উনার প্রতিটি কথা কোরআন উল হাকিম এবং সহি হাদিস গ্রন্থ থেকে রেফেরেন্স সহ উল্লেখ করেন।
আপনি যদি তার কোন বক্তব্য কে না বুঝেন - তবে দয়া করে ফেতনা , বিভ্রান্তি তৈরি না করে কোরআন উল হাকিম এবং সহি হাদিস গ্রন্থ থেকে নিজে অথবা কোন শিক্ষিত আলেমের কাছ থেকে বুঝে নেয়ার চেষ্টা করুন।
আল্লাহ আমাদের সিকল কে হেদায়েত দান করুক। আমিন।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৯
মেহেদী হাসান_আকাশ বলেছেন: ভালো বলেছেন
৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৯
মাতব্বর বলেছেন: যুক্তিবাদী ই বলেন আর জাকির নায়েক বলেন, আপনার কাওকেই অন্ধ অনুসরন করার দরকার নাই। কে কি বলছে সেটা বড় কথা না, বরং কার রেফারেন্স সঠিক সেটা অনুসরনীয়।
পুনশ্চ: যুক্তিবাদীরা শুধু যুক্তিই দিতে জানে, কোন রেফারেন্স না। তাছাড়া পোষ্টের শেষ প্যারা টা পড়েন, আমার কাছে মোনে হয়েছে ঐটাই আসল নিউজ।
৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৫
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: ডা : জাকির নায়েক হাম্বলী মাজহাবের অনুসারী আর আমরা বাংলাদেশীরা বেশীরভাগ হানাফি মাজহাবের অনুসারী।
এই চার মাজহাবের উলামায়ে-কেরামের মধ্যে মত ভিন্নতা সর্বকালেই ছিল,
অবশ্য সব গুলো মাজহাব কোরআন ও হাদীস অনুসারে সঠিক।
এই জন্য ডা : জাকির নায়েকের সাথে আমাদের মত পার্থক্য থাকতেই পারে,
কিন্তু তিনি ভুল বলেছেন বা তার বক্তব্য বিভ্রান্তিকর এটা বলা যায় না।
কারণ তিনি তার বক্তব্য কোরআন ও হাদীস মেনেই দিয়েছেন এবং সাথে রেফারেন্সও দিয়ে দেন।
তাই আমার মনে হয় ইসলামের বিধী-বিধান এবং আমল সম্পর্কে ডা : জাকির নায়েকের বক্তব্য আমরা ভিন্ন মাজহাবের অনুসারীরা না শুনলেও পারি।
যেহেতু ইসলাম ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার কোনো সার্টিফিকেটও নেই।
তাই তার পক্ষে ভুল করা খুবই সাভাবিক।
বিভিন্ন সময়ে তার পেশ করা বক্তব্য বা প্রশ্নের উত্তরের মধ্যে বেশ কিছু ভুল হক্কানী উলামায়ে-কেরাম শনাক্ত করে একটি কিতাব প্রকাশ করেছেন।
কিতাবটির নাম " ডা : জাকির নায়েকের ভুল সমুহ " ।
তবে ডা : জাকির নায়েক যেই ভাবে যুক্তি দিয়ে অমুসলিমদের ধরাশায়ী করেন সেটা বেশ উপভোগ্য আর শেখার বিষয়।
আমার মনে হয় ওগুলো বেশী করে দেখা উচিত।
ডা : জাকির নায়েক ভারতের অধিবাসি, যেখানে মুসলমানরা নানা ভাবে বঞ্চিত এবং অত্যাচারীত।
কাজেই, ইচ্ছা করলেই হয়ত সে অনেক মুখ খুলতে পারে না বা অন্য কিছু বলে বসে।
সব মিলিয়ে তাকে ষড়যন্ত্রকারী বা ধোকাবাজ বলাটা বেশী বাড়াবাড়ি।
কারণ তিনি যেই ভাবে যুক্তি আর রেফারেন্স দিয়ে অমুসলিমদের এবং মুসলিম বিদ্বেষীদের ধরাশায়ী করেন সেটা অনেক আলেমই প্রশংসা করেছে।
৯| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১
হেডমাষ্টার সাহেব বলেছেন: ধন্যবাদ সবাইকে।
মন্তব্যগুলোর ভিন্নতাই বলে দেয় আমাদের দেশে ইসলাম মানে এমন , যেমন অন্ধলোকগুলোর হাতী দর্শন।
ডাঃ জাকির বা যুক্তিবাদী কেউই ইসলামের মানদন্ড নয়, ইসলামের মানদন্ড হলো আল কুরআন ও সহীহ হাদীস। তাই যার কথাই আল কুরআন ও সহীহ হাদীসের সাথে মিলে যায়, তার কথাই আমাদের অনুসরণ করা উচিত, এটাই অভিন্ন ইসলামের একমাত্র পথ। গোড়ামী কখোনো ইসলামের পথ হতে পারেনা।
ডাঃ জাকিরের বক্তব্যের রেফারেন্স থাকে এটাকে আমরা কুরআনের তাফসীর ও হাদীসের কিতাবের সাখে মিলিয়ে দেখতে পারি। মিলিয়ে দেখতে পারি চার মাজহাবের ইমামগণের মাজহাব সম্পর্কে মন্তব্যগুলো, মিলিয়ে দেখতে পারি যুক্তিবাদীর বিরোধতিার দলিল গুলো।
আশা করি সবাই আমরা আল কুরআন ও সহীহ হাদীসকেই একমাত্র মানদন্ড ধরে ই অন্যের বক্তব্যকে বিচার করব।
আল্লাহ হাফিজ।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:২১
মেহেদী হাসান_আকাশ বলেছেন: সহমত
১০| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪২
মদন বলেছেন: জাকির নায়েক খুব খ্রাপ।
জাকির নায়েকের পিছনে লাগার দরকার কি? কোরআন আর হাদিস খুলেন, পড়েন। জাকির নায়েক মিথ্যা বললে কইষা গালে চড় লাগান আর যদি না বইলা কোরআন-হাদিসের কথাই বইলা থাকে তাইলে যুক্তিবাদিরে থাবড়ান।
১১| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০১
পথহারা সৈকত বলেছেন: যুক্তিবাদীর এই বয়ানের সময় সাবেক বাসন ইউপি’র চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী, গাজীপুর সিটির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সল আহমেদ সরকার, আতাউর রহমান, মমতাজ উদ্দিন ঈদের মাঠে ছিলেন। তারাসহ কয়েক হাজার মুসল্লি ওই ঈদ জামাতে শরিক হন।
১২| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @ রাজীব দে সরকার :
সনাতন ধর্মের বিষয়ে আমি খুব ভাল জানি না।
তবে যতটা শুনেছি, সনাতন বা হিন্দু ধর্মে অনেক গুলো ধারা দেখা যায়, যাদের মধ্যে পার্থক্য এত বেশী, যে এটাকে একটা মাত্র ধর্ম বলা যায় না।
যেমন তারা এক-একেক জন একেক দেব-দেবীর পূজা করে।
সনাতন ধর্মের কেউ কেউ আবার কোন দেব-দেবীর পূজা করে না, শুধু ইশ্বরের আরাধনা করে।
ভারতের ইতিহাসে দেখা-যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে নিজ নিজ মতবাদ দিয়েছেন যেগুলোর প্রায় সবই হিন্দু ধর্মের সাথে যুক্ত হয়ে গেছে।
তাই হিন্দু ধর্মের নামে শত শত ধর্মগ্রন্থ আর সাংঘর্ষিক মতবাদ দেখা যায়।
অন্য দিকে ইসলামে যত মতবাদই থাকুনা কেন, সবই কোরআন-হাদীসকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাই ইসলামের বিভিন্ন মতবাদের মধ্যে পার্থক্য কমই থাকে।
অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মের মতবাদ বহুকেন্দ্রিক এবং ইসলামের মত শুধু কোরআন - হাদীস দ্বারা এককেন্দ্রিক না।
কাজেই আপনি কি ভাবে বুঝলেন যে, ডাঃ জাকির নায়েক তার অনেক বক্তব্যে সনাতন ধর্ম নিয়ে মিথ্যাচার করেছেন, ?
আপনি কি আপনার এবং অন্য ধর্মের সব গুলো ধর্মগ্রন্থ পড়েছেন ?
ডাঃ জাকির নায়েক কি ভাবে আপনার এবং অন্য ধর্মের এলিমেন্টস কে অসম্মান করেছেন ?
আপনি কোন কিছু ভাল-বাসতেই পারেন, কিন্তু অন্ধ হওয়া ভাল না।
সত্য তিক্ত হলেও সত্য আর মিথ্যা যতই মিস্টি হোকনা কেন সেটা সব সময়ই মিথ্যা।
১৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪১
রাজীব দে সরকার বলেছেন:
@মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ
আপনি বলেছেন
'সনাতন ধর্মের বিষয়ে আমি খুব ভাল জানি না।'
তাহলে কিভাবে আপনি বলেন যে সনাতন ধর্ম একটা মাত্র ধর্ম বলা যায় না?? আপনি নিজে কি শোনা কথায় বেশী বিশ্বাস করেন?? তাহলে শোনেন আপনার কান চিলে নিয়ে গেছে, দৌড় দেন!
আপনাকে আর কি বলবো, কারন আপনি বলেই দিয়েছেন
আপনি তেমন কিছু জানেন না
অথচ আপনি সনাতন ধর্মকে 'একটা ধর্ম' বলতে চাচ্ছেন না!
না জেনে আপনি সনাতন ধর্মকে মূল্যায়ন করে ফেললেন
দুঃসাহস আছে বটে আপনার
আপনার মতো "তবে যতটা শুনেছি" বলা বোকাদের জন্য বলছিঃ
১। সনাতন ধর্ম একটি এক-ঈশ্বর বাদী ধর্ম
অর্থাৎ এ ধর্ম বিশ্বাস করে ঈশ্বর এক এবং অদ্বিতীয়
তিনি জগতের সব কিছুর সৃষ্টি, পালন এবং সংহারকর্তা
২। সনাতন ধর্মে ৩৩ কোটি দেব-দেবীর কথা বলা হয়েছে
দেব দেবীরা হলেন ঐ এক এবং অদ্বিতীয় ঈশ্বর এর বিভিন্ন শক্তির প্রকাশ। ঈশ্বরের শক্তি অনেক, অপার তাঁর মহিমা - তিনি বিভিন্ন কারনে এ শক্তির প্রকাশ হেতু দেব-দেবী রুপে আবির্ভূত হয়েছেন
আমরা যখন একজন দেবতার পূজা করি, তখন সেই দেবতার মাধ্যমে ঈশ্বরের কাছেই আমার প্রার্থনা তুলে দেই
প্রশ্ন হলোঃ সরাসরি ঈশ্বর থাকতে ভায়া মিডিয়া কেন লাগবে?
উত্তরঃ
সনাতন ধর্মে 'সাকার' ও 'নিরাকার' উভয় উপায়েই ঈশ্বর আরাধনার বিধান রয়েছে - যদি কেউ দেবী প্রতিমার সামনে বসে দেবীকে ভোগ দিয়ে প্রার্থনা করে সেটাও যেমন গ্র্যান্টেড হবে, তেমনি কেউ যদি জঙ্গলে বসে এক মনে ঈশ্বরের ধ্যান করে সেটাও সমান ভাবে গৃহীত হবে
ভক্ত ভগবানকে যেভাবে ভক্তি দেখাবেন সেভাবেই ভগবান গ্রহণ করবেন
৩।
ভারতের ইতিহাসে দেখা-যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে নিজ নিজ মতবাদ দিয়েছেন যেগুলোর প্রায় সবই হিন্দু ধর্মের সাথে যুক্ত হয়ে গেছে।
তাই হিন্দু ধর্মের নামে শত শত ধর্মগ্রন্থ আর সাংঘর্ষিক মতবাদ দেখা যায়
ভাই মতবাদ কি জিনিস জানেন কি?
এক একজন মহাপুরুষ পৃথিবীতে এসেছেন যারা ঈশ্বরকে অনুগ্রহ প্রাপ্তির পন্থাগুলোকে সহজ করে নিজের ভাষায় বর্ণনা করেছেন
যাতে মানুষ ধর্মের প্রতি অনুরক্ত হয়
ঈশ্বরের প্রতি অনুরক্ত হয়
* এমন কেউ কি বলেছেন যে ঈশ্বর একজন না দুই জন??
* তারা কেউ কি বলে গেছেন ঈশ্বরের আরাধনা করার দরকার নাই??
বরং ইসলাম ধর্মের এক এক সম্প্রদায়ের মধ্যে মারামারি-হানাহানি এতোটা যা অন্য কোন ধর্মে নাই (এক ঈদের মোনাজাত করা নিয়েই আপনারা কোপাকুপি শুরু করে দেন, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে দেন, আজব) এগুলা কি আছে আমাদের সনাতন ধর্মে? (আল্লহর ওয়াস্তে 'শুনেছি যে' বইলেন না)
বরং আমি স্বীকার করছি আমাদের ব্রাক্ষণ-শূদ্র-কায়েস্থ এই সম্প্রদায় গুলোর মধ্যে আচার গত কিছু পার্থক্য এবং কিছু বিবাদ আছে (যেমন ধরেন বিয়ের ব্যাপারে) - এটাকে আমিও পছন্দ করি না
৪।
সনাতন বা হিন্দু ধর্মের মতবাদ বহুকেন্দ্রিক এবং ইসলামের মত শুধু কোরআন - হাদীস দ্বারা এককেন্দ্রিক না।
তাই কি?
বেদ এ যা বলা হয়েছে, গীতায় কি তা অস্বীকার করা হয়েছে?
বেদান্ত ভাষ্য (উপনিষদ) এ যা বলা হয়েছে তা কি পুরাণে ভুল বলা হয়েছে??
আসল কথায় আসেন, ধর্মগ্রন্থ ১০০০০০ টা থাকুক না কেন,
যদি সবার মূল কথা একই থাকে
তাহলে প্রোবলেম কোথায়???
আপনাদের গ্রন্থ মাত্র ২টা, তাই কোপাকুপি কইরা অস্থির কইরা দ্যান
এতোগুলো থাকলে তো দুনিয়া রে দোযখ বানাইয়া দিতেন
(এই কথা টা আপনার বক্তব্যের উপর রাগ কইরা বলছি, ক্ষমাপ্রার্থী)
৫। ভাই আমাদের কোন ধর্ম প্রচারক আপনাদের ইসলাম কিংবা অন্য ধর্মের কোন রেফারেন্স নিয়ে ধর্ম প্রচার করেন না, কখনো করেনও নাই
কারন আমাদের সনাতন ধর্মে অন্য ধর্মকে সম্মান দিতে বলা হয়েছে
এবং এটাও বলা হয়েছে যে ধর্মের মানুষই হোক না কেন তারা তো ঐ একই অদ্বিতীয় ঈশ্বর বা আল্লাহরই উপাসনা করছে
সুতরাং
রিকোয়েস্ট ১ঃ আজকের পর থেকে আপনার বক্তব্যে পরিবররন আনবেন
রিকোয়েস্ট ২ঃ ভবিষ্যতে কোন ধর্ম ইস্যুতে বিধর্মীকে আঘাত করবেন না
১৪| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬
বাগসবানি বলেছেন: এস এইচ খান বলেছেন: চুক্তিবাদীদের ক্যাসেট বিক্রিতে বড় মন্দা ডা: জাকিরের ফাঁসি চাই
----------------------------------------------------
মুহাহাহা । কোন আদালতে বিচার চাইবেন ?
একটা কথা হঠাৎ মনে পইড়ে গেল । একটা সময় এই উপমহাদেশের মুসলিম সমাজ ইংরেজী ভাষাকে অচ্ছুৎ এর ভাষা বলেছিল। এখন কেন তবে ইংরেজীতে ইসলাম ধর্ম প্রচারিত হইতেছে !!!!!
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
পুকুরপাড় বলেছেন: মধ্যপ্রদেশে মাদ্রাসায় গীতা পাঠে বাধ্য করা হচ্ছে কিন্তু জাকির নায়েক কিছু বলেনা ।
নরেন্দ্র মোদি ইসলাম নিয়ে নানা কটুক্তি করে , মুসলমানদের শহীদ করে কিন্তু জাকির নায়েক চুপ!!
ভারতে ইসলাম পালন ই করতে দেয়না সেখানে প্রচার করতে দিচ্ছে কেন ?