| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেদী হাসান_আকাশ
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
প্রথম আলো পুরস্কার মানেই জয়া আহসান, প্রথম আলো পুরস্কার মানেই ফারুকী, মোশারফ করিম। তারাই কিন্তু শুধু অ্যাক্টর নয়, তারা এতই অবাঞ্ছিত অভিনয় করেন যে সেটা নেওয়ার মতো না। তাহলে তারা কিভাবে বেস্ট অ্যাওয়ার্ড পান। মুখে কালি মেখে অভিনয় করে যদি বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া যায়, তাহলে তো রাস্তার একটা ছেলেও অভিনয় করবে, হচ্ছেও তাই।’
এটা কি প্রথম আলো পুরস্কার পাননি বলে বলছেন, ‘প্রথম আলো আমাকে পুঁছল কি-না তাতে আমার কোনো খেদ নেই, বরং আমিই প্রথম আলোকে পুঁছি না। প্রথম আলোর চেয়েও বড় পুরস্কার আমার ঘরে আছে। ফিল্মে অভিনয় করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে বেস্ট অভিনেত্রী হিসেবে পুরস্কার দিয়েছে। এটা প্রথম আলোর দশটা অ্যাওয়ার্ডের চেয়েও অনেক বেশি, অনেক সম্মানের।’ বি: দ্র: এই খান থেকে নিউজ টা নেয়া
২|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
খাটাস বলেছেন: আখিলিস বলেছেন: কথা মিথ্যা না । 'প্রথম আলো' কিছু দিলেই জাতে উঠে গেলাম এই মেন্টালিটি শুধু হাস্যকরই না দেশের জন্য বিপদজনকও বটে ।
সহমত।
৩|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
কুট্টুশ বলেছেন: তবে জয়া আহসান,মোশাররফ করিম যে খারাপ অভিনয় করে এটা কে বলল।আর রাস্তার ছেলেদের কি ভাল অভিনয় করার অধিকার নেই নাকি??? আহংকারী ফালতু মেয়ে ছেলে।
৪|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
আহলান বলেছেন: জয় বা মোশারফ অবশ্যই ভালো অভিনেতা অভিনেত্রী। তবে পুরস্কার প্রদানের ক্ষেত্রে বহুত রকম লবিং হয় বলে শুনি। বিছানা শেয়ার করা থেকে শুরু করে বহুত রকম কেচ্ছা কাহিনী বাজারে আছে। কে যে কিভাবে কি অর্জন করছে , তা সে-ই ভালো জানে ....নোবেল পুরস্কার পর্যন্ত আজ বিতর্কিত ...
৫|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
সমুদ্র কন্যা বলেছেন: প্রথম আলো যা বলল তাই বেদবাক্য নয় অবশ্যই, কিন্তু জয়া আহসান বা মোশাররফ করিম না নেওয়ার মতন অবাঞ্চিত অভিনয় করেন কথাটা মানতে পারলাম না। তারা দুজনেই অত্যন্ত শক্তিশালী অভিনেতা।
৬|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: অনেক সত্য কথা বলেছেন কিন্তু "জয়া আহসান বা মোশাররফ করিম না নেওয়ার মতন অবাঞ্চিত অভিনয় করেন" এখানে প্রথম আলো পুরুষ্কার না পাওয়ার ক্ষোভ আছে। শিল্পিদের শিক্ষাগত যোগত্য বিষয়ে মন্তব্যটা অসভোনীয় মনে হলো।
দেশের নাটক টিভিতে না দেখার সাথে অনেক ফ্যাক্টর জড়িত এখানে দেশপ্রেমের বিষয়টি না জড়ালেই ভালো। দেশের নাটক একেবারে না দেখলে তো এতো আলু, পটল, ভেংরি, কোমড়া প্রতিদিনই গজাতো না।
সাক্ষাৎকার থেকে মনে হলো উনি হীনমন্যতাই ভুগছেন। প্রচন্ড রকম egoistic ও বটে।
৭|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮
নতুন বলেছেন: অনেক অহংকারী ভাষন....
অনেক সত্য কথা বলেছেন কিন্তু "জয়া আহসান বা মোশাররফ করিম না নেওয়ার মতন অবাঞ্চিত অভিনয় করেন" এখানে প্রথম আলো পুরুষ্কার না পাওয়ার ক্ষোভ আছে। শিল্পিদের শিক্ষাগত যোগত্য বিষয়ে মন্তব্যটা অসভোনীয় মনে হলো।
৮|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
দি সুফি বলেছেন: ৯৯% সম্ভাবনা এই সাক্ষাৎকার মম দেয় নাই। পুরোটা পড়লঐ তা বুঝা যায়। বিশেষ করে, একদম বোকা না হলে কেউ অন্য কারো নাম উল্লেখ করে এরকম কথা বলবে না।
৯|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জয়া আহসানকে তার খারাপ অভিনেত্রী মনে হয়?????
আজব কথাবার্তা......
১০|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
মাথাল বলেছেন: এই কথা কি আপনার খুব মজা লাগছে? না পাওয়ার হতাশ ক্ষুবটা কি আপনাকে টাচ করছে না?
১১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
ভোরের সূর্য বলেছেন: আমারো ধারনা এই কথাগুলো মম দেয় নি। কারন যেভাবে উনি আক্রমনত্বক ভাবে কথাগুলো বলেছেন তাতে মনে হয় উনি এই সাক্ষাতকার দিয়েছেন অন্য অভনেতা অভিনেত্রিদের কুৎসা রটানোর জন্য।বিশেষ করে উনি জয়া এবং মোশাররফ করিমের নাম উল্লেখ করেছেন যাদেরকে কখনোও খারাপ বলা যায় না।বিশেষ করে জয়া আহসানের যোগ্যতা প্রশ্নাতিত।মম বা রিপোর্টার যেই এই লেখাটা লিখে থাকুক না কেন তাদেরকে কয়েকটা কথা বলতে চাই।
যদিও আমার কাছে মনে হয় জাতীয় পুরুষ্কার পেতেই বরং বেশি লবিং এর প্রয়োজন পরে তারপরেও যদি জাতীয় পুরুষ্কার মেধার মাপকাঠি হয়ে থাকে তাহলে জয়া আহসানও এই পুরুষ্কার পেয়েছেন গেরিলা ছবিতে বিলকিস এর চরিত্রে অভিনয় করে।আরো একটি তথ্য হল এবার কান চলচ্চিত্রে জয়া আহসান বাংলাদেশী একমাত্র অভিনেতা/অভিনেত্রি যাকে কান চলচ্চিত্র কর্তৃপক্ষ আমন্ত্রন করে নিয়ে যান। এর আগে বাংলাদেশ থেকে কেউ কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়ে যায়নি।
১২|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
লেখাজোকা শামীম বলেছেন: পরশ্রীকারতা থেকে এই সাক্ষাৎকার দিয়েছেন উনি।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
আখিলিস বলেছেন: কথা মিথ্যা না । 'প্রথম আলো' কিছু দিলেই জাতে উঠে গেলাম এই মেন্টালিটি শুধু হাস্যকরই না দেশের জন্য বিপদজনকও বটে ।