![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
এক অদ্ভূত শিশুর জন্ম দিয়েছে এক প্রসূতি। আশ্চর্য আকৃতির ওই নবজাতককে দেখার জন্য কৌতুহলি মানুষের ভীড় পড়ে যায়। এটি প্রসূতির প্রথম সন্তান। গত বুধবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অদ্ভূত ওই পুত্র শিশু প্রসব করে বিলকিস খাতুন (২২) নামের এক প্রসূতি। সে স্থানীয় আমিনুর রহমানের মেয়ে এবং ফরিদপুরের মধুখালী উপজেলাধীন নওয়াপাড়া গ্রামের সমুন মিয়ার স্ত্রী।
হাসপাতাল সুত্র জানায়, বুধবার বিকেলে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয় বিলকিস খাতুনকে। সন্ধ্যার পর স্বাভাবিকভাবেই সে এক পুত্র সন্তান প্রসব করে। কিন্তু নবজাতকের শারিরীক গঠন অদ্ভূত ও আশ্চর্যজনক। শুধু তাই নয়- সদ্য ভূমিষ্ট ওই শিশুর পা থেকে চোখ পর্যন্ত স্বাভাবিক আকৃতির হলেও মস্তক ছিলো না। মস্তকহীন বাচ্চার জন্মের এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভীড় পড়ে যায় হাসপাতালে। এরপর প্রসূতি ও নবজাতকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখানেও কৌতুহলী মানুষের ভীড় পড়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আএমও) ডাক্তার মকছেদুল মোমিন বলেন, বৃদ্ধির অস্বাভাবিকতার (এন. এন. কেফালি) কারণে অনেক ক্ষেত্রে বিকৃত আকৃতির বাচ্চার জন্ম হতে পারে। এমন অস্বাভাবিক বাচ্চার জন্ম মহম্মদপুরে এটিই প্রথম উল্লেখ করে তিনি আরো বলেন, ওই বাচ্চার পা থেকে চোখ পর্যন্ত স্বাভাবিক আকৃতির হলেও মস্তক হয় নি।
বাচ্চাটির ছবি দেখতে এইখানে যেতে পারেন
©somewhere in net ltd.