![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(আত্মজা চিত্রা বিভাবরীকে)
দুঃখঝর্ণার কাছেই এক আশ্চর্য নদী আছে
নিভৃতি নামের সেই নদীটার পারে বসে
তোমাদের চলাচল দেখি দিনভর।
মানুষের চেহারা দেখেই বুঝে নেয়া যায়
অনিদ্রায় কে আক্রান্ত, কে অস্থির আর
গোরস্থান থেকে এইমাত্র কে ফিরলো......
প্রত্যেকে তাদের মুখে খানিকটা অতীত বহন করে।
তবু, শববাহকের কাছে মৃতদেহ বহন করা
শুধুমাত্র প্রতিদিনকার 'কাজ'।
যেকোন মৃতই কারো না কারো স্বজন, কেননা-
দুঃখ পাবার আদিম প্রবনতা সকলেরই আছে
পৃথিবীতে তবু কোন শুন্যস্থান নেই-
প্রতিটি কবর ভরে ওঠে যখন নতুন লাশে
ধুলোর ভেতরে তখন
আগামী কালের সবুজ শিশুরা হাসে।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা রেখে গেলাম।