নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চট্টগ্রামের চাঁদগাও তে আমার জন্ম।বিশেষ কেউ নই আমি।একজন সাধারণ পরিবারের ছেলে আমি। সাহিত্যের প্রতি এক অনড় আকর্ষণ রয়েছে আমার মধ্যে। কাব্য-সাহিত্যে অনুপ্রেরণা পেয়েছি বিদ্রোহী কবি নজরুলের কবিতা পাঠ করে।

মেহেরাজ হোসেন অভি

চট্টগ্রামের চাঁদগাও তে আমার জন্ম।বিশেষ কেউ নই আমি।একজন সাধারণ পরিবারের ছেলে আমি। সাহিত্যের প্রতি এক অনড় আকর্ষণ রয়েছে আমার মধ্যে। কাব্য-সাহিত্যে অনুপ্রেরণা পেয়েছি বিদ্রোহী কবি নজরুলের কবিতা পাঠ করে।

মেহেরাজ হোসেন অভি › বিস্তারিত পোস্টঃ

নীল শামিয়ানা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯

১।
.
.
সিক্ত প্রাণের তিক্ত-ভিক্ত গড়ীয়ান,মহে
ক্রন্দন-গান,
_
মহি-অমান্বিত তারা-ই প্যালেস্টাইনী
মুসলমান।
_
হায়! এই দেখি এক চরম উপেক্ষিতের
রক্তিম-নগর!
_
যবে ঠাহরিয়া দরিয়া বয়ে ভাসিতে
শোনিত-সাগর।
.
.
২।
.
.
অভিশাপ দূষিত গাজা ইহা-ই তবে
প্যালেস্টাইন-প্রাণ,
_
তাহাতে মিশিতে ইসরায়েলী চণ্ডালীর
ম্লানী-খুন-ঘ্রাণ।
_
পেল নাহি রক্ষা তাহাতে-কোনো
ফুল,চারা,বৃক্ষ-বট!
_
পক্ষী-মক্ষী'কুল নাহি খুলিতে পায়
চণ্ডাল-মুক্তির জট।
_
শিশুর-ই অম্লান কাতরে করে নাহি তারা
কর্ণগোছর,
_
লাগাতার-কলেবর করে শোনিতাক্ত তারা
রাত পর-নিশাচর।
.
.
৩।
.
.
নাহি কোনো ইমান-খোদাই,নাহি লেশ-
ভয়;
_
দিল তাদের বড়ো কাঁচা,রূহ্ ধূলিময়।
_
লেলিহান-লাবা বিধিয়া তাহাদিক-আতশ
গতিময়,
_
খোদার আলামত চিল-শকুন করে বক্ষ ক্ষয়।
_
শোন হায়! করিবে কি মৃণ তাহাদের গ্রহণ?
_
ধরাতে করিবে যারা নিয়ত দংশন।
_
বলি তব শোন,
_
তাহাদের সাথ্ রণিবার লাভ নাহি কোনো।
_
সাদৃশী তারা জঘন্য ফনি'র,এই ভবে,
_
থাকে যাহা মরুতে,সর্প ডরে তবে।
_
মানবের এই সাফ-সুন্দর এক ধরা,
_
চির-কোমল যাহার প্রাণ;
_
লাগিয়া দিয়া তাহাতে ঘৃণের-বেড়া,
_
ছড়াইয়া বিষাক্ত ঘ্রাণ।
.
.
৪।
.
.
গাজা তুমি একা নন,কাবুল তোমার-ই ভাই,
_
ধরার বক্ষে মুসলমান মোরা-তীব্র রণবাদ্য
বাজাই।
_
ইহুদী-এজিদ-সুফিয়ান তারা,অদীর্ঘ
তাদের সাহস;
_
মোদের একখানি প্রজ্বলনে,হইবে চর্ম
তাদের কর্কশ।
_
মহাবিদ্রোহের আগুন যব মোদের রক্ত-
শিরায় বহিবে,
_
তবে-হি হইবে তাহাদের পতন,কঙ্কাল-
তাহাদের ভূমিবে।
_
কিসের এত ডর-তাদের প্রতি,নিজ'কে করো
ক্ষুদ্র?
_
কিঞ্চিৎ ডরিবে তো তারা খুদ্! বর্ষিলে
খোদার লেলিহান-রুদ্র!
_
ইসরায়েল তবে রহিবেনা ইসরায়েল,ডুবিবে
তব নারে,
_
নরকী তারা জ্বলিবে বেশি,নরক-রাজ
সাকারে।
.
.
৫।
.
.
আদলে হে বিশ্ব-মুসলমান!
_
রণ-শিষ্যে টাঙো মুক্তির নীল-
শামিয়ানা।
_
আদলে তোমরা গড়ো রক্তের-শ্মশান;
_
বাজাও মুক্তির ক্রন্দন-বাজনা-গানা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪০

ধ্রুবক আলো বলেছেন: আদলে হে বিশ্ব-মুসলমান!
_
রণ-শিষ্যে টাঙো মুক্তির নীল-
শামিয়ানা।
_
আদলে তোমরা গড়ো রক্তের-শ্মশান;
_
বাজাও মুক্তির ক্রন্দন-বাজনা-গানা।
+++

খুব ভালো লিখছেন,,, অভিনন্দন

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

মেহেরাজ হোসেন অভি বলেছেন: ধন্যবাদ ভাইয়া!! ♥♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.