নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভেচ্ছা নিরন্তর...

মায়াবতী এই প্রহর

মেহেরুবা

আমি আনন্দিত... আনন্দিত... আনন্দিত... এবং আনন্দিত...

মেহেরুবা › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন বাংলাদেশ; প্রিয় মানচিত্র আমার......

১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮

:মায়ের গর্ভ থেকে একটি শিশুর পৃথিবীতে আসতে কতদিন লাগে? নয় মাস?

: হ্যা; কমপক্ষে নয় মাস হলেই একটি শিশু সুস্হ স্বাভাবিক ভাবে পৃথিবীতে আসতে পারে।

:যদি তাই হয়, তাহলে আজ থেকে ৩৮ বছর আগে ইতিহাসের পাতায় সুস্হ স্বাভাবিক ভাবেই জন্ম হয়েছিল একটি মানচিত্রের। আমরা তার নাম রেখেছিলাম বাংলাদেশ।

১৯৭১ সালের মার্চ থেকে শুরু হওয়া সংগ্রামের প্রায় নয় মাস পর ডিসেম্বরের ১৬ তারিখ জন্ম হয়েছিল তার। অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষা আর অনেক রক্ত ঝরিয়ে অনেক ভালবাসায় জন্ম হয়েছিল তার।

কিন্তু্ আজ আমার প্রিয় মানচিত্র এত অসুস্হ কেন? এত বিবর্ণ কেন তার রঙ? কি অসুখ হয়েছে তার? ওর সীমানা ঘিরে এত চিল-ঈগলের শিকারী দৃষ্টি কেন? ওর বুকে কেন এত রক্তক্ষরণ?

প্রিয় মানচিত্র, আমি তোমার অভিভাবকের কাছে হাতজোড় করে অনুরোধ করছি; তারা যেন তোমার দিকে পূর্ণ দৃষ্টি দেয়; তোমাকে সঠিক পথে পরিচালিত করে; তোমার সুস্হতার জন্য; তোমার পরিপূর্ণ সুস্হতার জন্য।

আজ তোমার জন্মদিনে এই আমাদের প্রত্যাশা।

শুভ জন্মদিন বাংলাদেশ; প্রিয় মানচিত্র আমার........

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২

alam_sos বলেছেন: Well to read it. I like it. Wish you best of luck.

Please comment on my writing at alam_sos.

১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৮

মেহেরুবা বলেছেন: Thanks.............

২| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪২

ম্যাভেরিক বলেছেন: শুভ জন্মদিন বাংলাদেশ; প্রিয় মানচিত্র আমার।

সুস্থ হোক প্রিয় মানচিত্র।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮

মেহেরুবা বলেছেন: আমাদের সবার প্রচেষ্টায় নিশ্চয়ই সুস্হ হবে প্রিয় মানচিত্র।

আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৭

বড় বিলাই বলেছেন: +++++ ভালো লিখেছেন।

(আপনার ব্লগে ঢুকেছি প্রোফাইলের ছবিটা দেখে, আমার খুব খুব প্রিয় এই ছবিটা। অনেকদিন আমার ডেস্কটপে দিয়ে রেখেছিলাম।)

১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫০

মেহেরুবা বলেছেন: যতগুলো + , ততগুলো ধন্যবাদ।

ছবিটা আমারও খু..উ..ব প্রিয়।

মাঝে মাঝে আমার ব্লগে বেড়াতে আসবেন।

৪| ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯

পাহাড়ের কান্না বলেছেন: লেখা ভাল হয়েছে। কিন্তু কোন অভিভাবকের কাছে হাতজোর করছেন? তারাই তো ভক্ষক। তাদের কাছে মানচিত্রের কোন মূল্য নেই।

২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৭

মেহেরুবা বলেছেন: তবুও স্বপ্ন দেখি............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.