![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষণে ক্ষণে রূপ বদলে ফেলা আকাশ...মেয়েবেলায় ভাবতাম মেঘেরা কোথায় যায়? ! এখন ভাবতে ভালো লাগে, ওরা আমার হয়ে, আমার ফেলে আসা প্রিয় সবাইকে, প্রিয় সবকিছুকে দেখতে যায়....আমি ওদের চোখে মনের তৃষ্ণা মেটাই ...
এই জানালায় দাড়ালেই আার মনে হয় চিমনী থেকে একের পর এক মেঘ বেরুচ্ছে..আকাশের রঙে রঙ মিলিয়ে কখনো তারা নীল,কখনো গোলাপী! কখনো টকটকে লাল! দিন নেই রাত নেই - একটু জিরিয়ে নেয়ারও সময় নেই...অবিরাম ব্যস্ত তারা..
কোনো এক বিকাল। তুলার মত ভিজে ভিজে মেঘ কয়েক দিনের সূর্যের না দেখা দেওয়ার কষ্টের মেঘখানিও সঙ্গে নিয়ে গেল...কোথাও পড়েছিলাম -আকাশ কখনো পুরানো হয়না। যতবার আকাশ দেখি কথাটা ততোবার যেনো নতুন করে বুঝতে পারি...
তখন রাত নয়টা,যদিও সন্ধ্যা বলে ভুল হয়! হয়তো এই বেরিওজাগুলি নতুন করে সাজবে বলেই তাদের এই আর একটু দিনের আলো চেয়ে নেওয়া.. সামার আসছে বলে হয়তো ভালো লাগায় মেঘেরাও কি করবে ঠিক বুঝে উঠছেনা! তাই দলবেঁধে জড়ো হয়েছে বেরিওজার সাজ দেখতে...
বুকে হাহাকার জাগানো মেঘের সেই ডাক, তীব্র বিষাদে কাল হয়ে আসা আকাশের সেই রূপ আবার দেখবো...
আরেক জনমে হয়তো চাতক ছিলাম-নয়তো মেটেনা কেনো মেঘ-তৃষ্ণা!!!
২৫ শে জুন, ২০১০ বিকাল ৩:২৮
১২৩৪ বলেছেন: কিছু পিটার্সবার্গে........কিছু দেশে....... থ্যাংকু অনেক থ্যাংকু
২| ২৫ শে জুন, ২০১০ বিকাল ৩:৩০
আর.এইচ.সুমন বলেছেন: অনেক সুন্দর ছবি সাথে অমায়িক বর্ণনা.....
২৫ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৩
১২৩৪ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৩| ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভালো লাগলো।
২৫ শে জুন, ২০১০ রাত ৮:০২
১২৩৪ বলেছেন:
থাংকু
৪| ২৫ শে জুন, ২০১০ রাত ৮:২৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আরেক জনমে হয়তো চাতক ছিলাম-নয়তো মেটেনা কেনো মেঘ-তৃষ্ণা...
২৫ শে জুন, ২০১০ রাত ৮:৩৮
১২৩৪ বলেছেন: আপু মেঘ বলেছে যাবো যাবো আমার অনেক প্রিয় গান....থ্যাংকু আপু...ভালো থেকেন...
৫| ২৫ শে জুন, ২০১০ রাত ৮:৩১
সমুদ্র কন্যা বলেছেন: আরেক জনমে হয়তো চাতক ছিলাম-নয়তো মেটেনা কেনো মেঘ-তৃষ্ণা!!!
কি সুন্দর সব ছবি! অনেক ভাল লাগল।
২৫ শে জুন, ২০১০ রাত ৮:৪৭
১২৩৪ বলেছেন: থ্যাংকু আপু...ভালো থেকেন...
৬| ২৫ শে জুন, ২০১০ রাত ৮:৫৭
রাজসোহান বলেছেন: আরেক জনমে হয়তো চাতক ছিলাম-নয়তো মেটেনা কেনো মেঘ-তৃষ্ণা!!!
২৫ শে জুন, ২০১০ রাত ৯:০০
১২৩৪ বলেছেন: ভালো আছেন ভাইয়া ?
৭| ২৫ শে জুন, ২০১০ রাত ১১:৪২
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: চমৎকার পোষ্ট। ছবিগুলাও খুব সুন্দর।
২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৪৯
১২৩৪ বলেছেন: অনেক ধন্যবাদ...
৮| ২৬ শে জুন, ২০১০ রাত ১:৩৭
বাবুনি সুপ্তি বলেছেন: আরেক জনমে হয়তো চাতক ছিলাম-নয়তো মেটেনা কেনো মেঘ-তৃষ্ণা!!!
এই কথা টা আমারও ভীষন ভালো লাগল
২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৫১
১২৩৪ বলেছেন: থ্যাংকু আপু...ভালো লাগল শুনে আমারো ভালো লাগল
৯| ২৬ শে জুন, ২০১০ সকাল ১১:০৬
সত্যবাদী মনোবট বলেছেন: সুন্দর ছবি..... বিষ্টি রে আমি ভীষন ভালা পাই click here
২৬ শে জুন, ২০১০ সকাল ১১:৩৯
১২৩৪ বলেছেন:
আমিও ভালা পাই...থ্যাংকু..
১০| ২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:২৪
সুবিদ্ বলেছেন: বাহ!!
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:২৯
১২৩৪ বলেছেন: থাংকু...
১১| ২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৪০
জিকসেস বলেছেন: আমি ফিজিক্স এ মাস্টার্স করতেসি। এটমোস্ফেরিক ফিজিক্স এর দশ রকম মেঘ এর বর্ননা পরতেসিলাম। বইয়ের ছবি গুলা নিলখেত কপি দেখে ভাল আসেনায়। মনে হইতেসে এই পোস্ট খুবি কাজে দিবে!!
২৬ শে জুন, ২০১০ দুপুর ২:১৪
১২৩৪ বলেছেন: সত্যি !!!!
অনেক খুশি লাগছে শুনে হি হি হি...নিচের দুইটা দেশে আর উপরের গুলি পিটার্সবার্গে তুলছি..
আপনার সাবব্জেক্টাতো জোস্...
প্লাস এ থাংকু
১২| ২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:০৯
জিকসেস বলেছেন: Cirrus, Cirrocumulus, Cirrostratus, Stratocumulus ........
এইরকম ১০ টা আসে
সবগুলা পড়তে হবে
২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:২৬
১২৩৪ বলেছেন: ও আচ্ছা আচ্ছা
ইনজয়
১৩| ২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:০৬
গরম কফি বলেছেন:
হুম দারুন ছবি এবং সাথে বর্ননা ।
২৬ শে জুন, ২০১০ বিকাল ৫:০৮
১২৩৪ বলেছেন: থ্যাংকু থ্যাংকু থ্যাংকু
১৪| ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
মে ঘ দূ ত বলেছেন: শিরোনামটা দেখে এবং প্রথম প্যারাটা পড়ে চমকে উঠেছিলাম। লেখাটার শব্দগুলো খুব চেনা মনে হচ্ছিল। হয়তো আমার নিজেরই ভুল।
অনেক ভালো লাগলো। বৃষ্টি-শেষের স্নিগ্ধতার মত রেশ রেখে গেল লেখাটা।
২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৪
১২৩৪ বলেছেন:
জানি না...যা মনে এসেছে তাই লিখলাম...কার সাথে মিল পেলেন জানালে ভালো লাগতো..ভালো লাগলে আমারও ভালো লাগলো..
১৫| ২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
মে ঘ দূ ত বলেছেন: কথাটা আপনাকে নিরাশ করবার জন্য বলিনিতো। যার কথা মনে পড়ছিল তিনি আর ব্লগে লিখেননা। আর যে লেখাটার কথা মনে পড়ছিল সেটিও উনি ড্রাফট করে গিয়েছেন। মনে হয়েছিল আপনি হয়তো উনিই।
এই কান ধরছি। ভুল হয়ে গিয়েছে।
তবে লেখাটার যে তাড়িফ করে গিয়েছিলাম সেটি মিথ্যা ছিলনা। কোন খাদ ছিলনা ওটার মাঝে :-)
২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
১২৩৪ বলেছেন:
আচ্ছা আচ্ছা.....ওনার লিখা পড়তে পারলে ভালো লাগতো...আমি চিনিনা অথচ তার মতো লিখি...দারুনতো!
১৬| ২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
পারভেজ বলেছেন: চমৎকার।
ভিনদেশী মেঘ দেখা হলো, এবার ভিনদেশের গল্প চাই।
২৭ শে জুন, ২০১০ রাত ৮:৩৬
১২৩৪ বলেছেন: থ্যাংকু.. পড়লে অবশ্যই লিখবো....
১৭| ২৭ শে জুন, ২০১০ রাত ৯:২০
সায়েম মুন বলেছেন: ছবি ও কথন চমৎকার! কোন জায়গা/দেশের ছবি এগুলো?
২৭ শে জুন, ২০১০ রাত ৯:২৫
১২৩৪ বলেছেন: নিচের দুইটা দেশে আর উপরের গুলি পিটার্সবার্গে তুলছি..
থ্যাংকু
১৮| ০৫ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৫
সকাল রয় বলেছেন:
সুপারহিট
০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:১৪
১২৩৪ বলেছেন: থ্যাংকু থ্যাংকু থ্যাংকু
১৯| ০৫ ই জুলাই, ২০১০ রাত ৮:৫১
চতুষ্কোণ বলেছেন: চমৎকার সব ছবি। ++
০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:১৫
১২৩৪ বলেছেন: অনেক ....থ্যাংকু
২০| ১০ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২২
মেরিনার বলেছেন: সবাই তো কেবল সুন্দর কথা বললেন - আমি না হয় একটু অন্যরকম কথা বলি। আমার ভাই, আর্মি এভিয়শনের হয়ে প্লেন চালাতে শিখতে গিয়ে বলেছিল যে, "মন মোর মেঘেরও সঙ্গী যে '_লা' লিখেছে, আমি নিশ্চিত যে, সে কখনো প্লেনে চড়েনি" - অর্থাৎ সত্যিকার মেঘের সাথে থাকা বলতে কি বোঝায়, তা সে কল্পনাও করতে পারে নি। রোমান্টিসিজমের সমস্যাটা এখানেই - অন্তত আমাদের এই যুগের। সুন্দর খুজতে গিয়ে, কল্পনা মানুষকে মিথ্যার জগতে নিয়ে যায়। সে জন্যই আমি সমুদ্র নিয়ে লিখতে শুরু করেছি - সমুদ্রে অনেক কিছুই রয়েছে যা একাধারে সত্য ও সুন্দর। অথচ মানুষের কল্পনার সমুদ্রের অনেক কিছু সুন্দর হলেও তা মিথ্যা। কেন যেন সুন্দরকে সব সময় সত্য আর সত্যকে সব সময় সুন্দরই জেনেছি। এর উল্টোটা নিতে কষ্ট হয়। মিথ্যা আশ্রিত সুন্দরের প্রতি মানুষের যখন মোহভঙ্গ হয় - তখন কোমল হৃদয় মানুষ হয়তো তার stressটা নিতে পারে না! তাই হয়তো আজকালকার দুঃসময়ে, হুমায়ুন আহমেদ পড়া তরণীদের মাঝে আত্মহত্যার প্রবণতা এত আশংকাজনকভাবে বেড়ে গিয়েছে!
১১ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩০
১২৩৪ বলেছেন: আপনাকে দেখে আর এত সুন্দর মন্তব্য পেয়ে খুবই খুশি লাগছে...উত্তর দিতে একটু দেরি করলাম কারন সময় নিয়েই উত্তরটা দিতে চেয়েছি...
...এবার দেশে আসার সময় দোহাতে ট্রান্জিট ছিলো...মেঘের যুদ্ধ কি জিনিস সেদিন প্রাণ ভরে দেখলাম..ল্যান্ড করার সময় বারবার যখন সিট বেল্টের কথা কথা বলছিলো...মনিটরে দেখাচ্ছিলো কি ভীষন বৃষ্টি হচ্ছে..আর যখন ভেতরের লাইট অফ করে আর একবার বৈরী আবহাওয়ার কথা বলা হলো তখন বাইরে শুধু বিজলীর চমক...শব্দহীন ভয়ংকর....আমার কিন্তু ভয় লাগেনি....মুগ্ধ হয়ে দেখছিলাম স্রষ্টার অদ্ভুত আর্ট! শুধু একবার মনে মনে বলেছি যে কিছু হলে যেনো মরেই যাই..আধাবাঁচা হয়ে যেন না থাকি!
মেঘের সব রুপ দেখেই আমি মুগ্ধ....মেঘের মতই হতে ইচ্ছা করে...সুন্দর কিন্তু যে সময় মত ভয়ংকর হবার ক্ষমতাও রাখে...কল্পনার মিথ্যা মেশানো না...
২১| ১০ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪০
স্বদেশ হাসনাইন বলেছেন: @মেরিনার
মন মোর মেঘের সঙ্গী ..
আমার মনে হয় এটার সঙ্গে আক্ষরিক অর্থে প্লেনে চড়ে মেঘ দেখা বা মেঘের সঙ্গে হাজার ফুট উপরে ভ্রমণ এর আক্ষরিক মিল খুজলে বড় মাপের ভুল হবে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি।
মিথ্যা আশ্রিত সুন্দরের প্রতি মানুষের যখন মোহভঙ্গ হয় - তখন কোমল হৃদয় মানুষ হয়তো তার stressটা নিতে পারে না! তাই হয়তো আজকালকার দুঃসময়ে, হুমায়ুন আহমেদ পড়া তরণীদের মাঝে আত্মহত্যার প্রবণতা এত আশংকাজনকভাবে বেড়ে গিয়েছে!
কল্পণার সৌন্দর্য অবগাহন মানুষকে সুখ দেয়া, আলোকিত করে। যারা হতাশ যারা আত্মহত্যা করে তারা পৃথিবীর কষ্টগুলোর পিঠে আনন্দের উপাদান দেখতে পায় না। ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের এই গান অনেক হতাশার মধ্যে কল্পনায় সুখ দিয়েছে। শিল্প মিথ্যা হতে পারে কিন্তু শিল্প চামড়ার অন্তরালের বিশুদ্ধ মানুষটাকে জাগিয়ে দেয়।
মন কে ক্ষুদ্র সীমায় বন্দী না রেখে সীমাহীন আনন্দে মুগ্ধতায় ছড়িয়ে দেয়ার যে বাণী তাকে ককপিট বন্দী যন্ত্রযানের চালকের অভিজ্ঞতায় দেখলে ভুল হওয়ার কথা ।
অট: মেঘের উপর থেকে সঙ্গী হিসাবে দেখেছি ..দীর্ঘ সময় প্লেনে থেকে। আশ্চর্য সুন্দর সে অভিজ্ঞতা।
২২| ১০ ই জুলাই, ২০১০ দুপুর ১:০২
মেরিনার বলেছেন: @স্বদেশ হাসনাইন, এই গানটা এক কালে আমারও খুব প্রিয় ছিল - বিশেষত হেমন্তের কন্ঠের রেকর্ডিংটা - এখনো যেন কানে লেগে আছে। কিন্তু এখন বুঝি শিল্পের অনেকটুকুই মিথ্যা এবং আরো দুঃখজনকভাবে পণ্য। যে কোন মিথ্যা কিছু থেকে সুখ সংগ্রহ করার ভিতরই - ইসলামী পরিভাষায় - একটা "নিফাক্ব" (hypocrisy) রয়েছে। LSD সেবনে মিউজিকের রং দেখা যায় - violin-এর সুরের রং নাকি নীল। ড্রাগ সেবনে মিথ্যা স্বর্গ-রাজ্যে অবস্থান, আর, রোমান্টিসিজমের মিথ্যা জগতে অবস্থানের ভিতর তফাৎটা শুধু মাত্রার! কোথাও পড়েছিলাম The opposite of "art" is "artless" - which means, "natural" । এখন বুঝি কথাটা কত সত্যি!!
আর হ্যাঁ, ওপর থেকে মেঘ দেখা আর মেঘের সঙ্গী হওয়া কিন্তু এক কথা নয়। মেঘের সঙ্গী হলে সিট বেল্ট বেঁধে চুপচাপ বসে থাকতে হয়, এয়ার হোস্টেসরাও নিজ নিজ আসনে বসে পড়ে - সকল কর্মকান্ড বন্ধ করে!
২৩| ১১ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৫
১২৩৪ বলেছেন: আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দারুন কিছু মতামত আমার ব্লগে শেয়ার করার জন্য...
২৪| ১১ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৬
মিরাজ is বলেছেন: সুন্দর ++
২৫| ১১ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪৬
১২৩৪ বলেছেন: থ্যাংকু থ্যাংকু থ্যাংকু
২৬| ১১ ই জুলাই, ২০১০ রাত ১০:০৯
মেরিনার বলেছেন: ছবিগুলো কোন পিটার্সবার্গের? আমেরিকার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নাকি রাশিয়ার? রাশিয়ারটার নাম ইতিহাসের ঘটনাবলীতে অনেক আসে। এছাড়া আমেরিকায় আরো কয়েকটি পিটার্সবার্গ রয়েছে মনে হয়!
১১ ই জুলাই, ২০১০ রাত ১০:৩৯
১২৩৪ বলেছেন: রাশিয়ার সেন্টপিটার্সবার্গ
২৭| ২২ শে জুলাই, ২০১০ সকাল ১০:১৯
অন্ধ আগন্তুক বলেছেন: আকাশ দেখি !!!!
++++++++++++ ছবি আর লেখা দুখানেই !
২৩ শে জুলাই, ২০১০ সকাল ১০:১১
১২৩৪ বলেছেন: অনেক ধন্যবাদ....
ভাল লাগলো আপনাকে দেখে...কেমন আছেন...
২৮| ২৩ শে জুলাই, ২০১০ সকাল ১১:১৯
অন্ধ আগন্তুক বলেছেন: ভালো আছি । আশা করি আপনিও ভালো আছেন ।
শুভসকাল। ভালো থাকুন ।
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১:০৯
১২৩৪ বলেছেন: আবারও অনেক ধন্যবাদ...
শুভ দুপুর
২৯| ১৮ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৬
রাজীব নুর বলেছেন: আমি যেতে চাই উঁচুতে, যেখানে দূরন্ত ঘাসগুলি হাটু ছোঁয় আর সাদা ডেইজিগুলি ক্লান্তিহীন।
১৮ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৩৬
১২৩৪ বলেছেন: আমি যেতে চাই উঁচুতে, যেখানে দূরন্ত ঘাসগুলি হাটু ছোঁয় আর সাদা ডেইজিগুলি ক্লান্তিহীন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১০ বিকাল ৩:২২
বড় বিলাই বলেছেন: ভীষণ ভালো লাগল। কোথায় এগুলো?