![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা নিয়ে একটা গোলমেলে ব্যাপার আছে ।
প্রশ্নটা হলো, মায়ের ভালোবাসা আর বউয়ের ভালোবাসা কি এক ?
তবু “পৃথিবীতে সবচে’ বেশি মাকে ভালোবাসি’’ বলে অনেকই গর্বে ফেটে পড়েন... আবার অনেকে তার প্রেয়সীর সামনে দাঁড়িয়ে সর্বাধিক ভালোবাসার দাবী করেন...কেন ?
এ দুইয়ের ব্যবধান তো বিস্তর ।
মা-বাবার প্রতি সন্তানের ভালোবাসায় শ্রদ্ধার মিশেল থাকে । বউয়ের বেলায় সেই শ্রদ্ধা দেখালে কি চলে ? লোকে বলবে স্ত্রৈণ । বরং সে ভালোবাসার সাথে কি বাসনা যুক্ত হয় না ?
সন্তানের প্রতি মায়ের ভালোবাসায় থাকবে মমতা, বাবার থাকবে স্নেহ । বোনের থাকবে আদর । বন্ধুদের থাকবে হৃদ্যতা কিংবা সহানুভূতি ।
শিক্ষক ভালোবাসবেন সদয় বৎসলতা নিয়ে । আর ছাত্রের ভালোবাসায় ফুটে উঠবে সমীহের আচরণ ।
আল্লাহ তায়ালাকে ভালোবাসা হলে তাতে থাকবে একটি অদৃশ্য সত্ত্বার উপর দৃঢ়বিশ্বাসের আকড় । রাসূলের সা. প্রতি ভালোবাসায় আনুগত্যের প্রাধান্য দেখা যাবে ।
বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা বর্ষিত হয় করুণা ধারায় । আর রাসূলের ভালোবাসা আসে মহানুভবতায় ।
এখানে ভাষার পার্থক্য বোঝানো মোটেই উদ্দেশ্য নয়, বরং প্রতিটি, বলা ভালো প্রতি জন বস্তু ও বিষয়ের প্রতি ভালোবাসার রঙ রূপ বর্ণ ও ধর্মর মধ্যে যে বিরাট ফারাক- সেটাই মুখ্য ।
সুতরাং কোথাও একটার সঙ্গে অন্যটার তুলনা দেখা দিলে শাব্দিক অর্থ বিবেচনাই হতে পারে না, অবশ্যই সেখানে অন্য কোন রহস্য থাকবে ।
কারণ ভালোবাসা নৈর্ব্যক্তিক ও তরল । পাত্র ভেদে বদলে যেতে বাধ্য ।
আর ভয় স-অ-অ-ব সময় ভালোবাসাকে আড়াল করে দেয় ।
©somewhere in net ltd.