নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

অবরোধ, হরতাল আর ধর্মঘটের মধ্যে পার্থক্য কতটুকু ?

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

বিষয়টা আসলেই গোলেমেলে হয়ে গেছে বর্তমান পরিস্থিতির কারণে । হরতাল, অবরোধ আর ধর্মঘটের চেহারা এক ও অভিন্ন । এ নিয়ে তর্ক-বিতর্কও কম নেই । উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতির চর্চা তো অনেক দিনের । শতাব্দি পেরিয়ে গেছে । অথচ এর স্বরূপটা মানুষের জানা হলো না । আমি নিজেও তেমন করে জানি না । তবু যেটুকু পেলাম..



হরতাল : বিক্ষোভ প্রকাশার্থে রাস্তাঘাট, কলকারখানা, দোকান, আদলত বন্ধ রাখা । গুজরাটি শব্দ (গুজরাটিতে હડતાળ বা હડતાલ হাড়্‌তাল্‌) মহাত্মা গান্ধি প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে শব্দটি ব্যবহার করেন । ১৯ ৪৮ সালে তমদ্দুন মজলিস বাংলাদেশে প্রথম হরতাল ডাকে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে । ভারত উপমহাদেশ অঞ্চলে ব্যবহার বেশি । তবে রূপভেদে বহুদেশেই চলছে । হরতাল কোনো দেশের জনগণের আইনি হাতিয়ার- লেখা হয়েছে উইকিপিডিয়াতে । কোনো তথ্যসূত্র নেই । এবং হরতালে পিকেটারদের শাস্তি দেয়ার বিষয়েও আইনজ্ঞরা একমত নন ।



অবরোধ : কোনো নির্দিষ্ট স্থানে যাতায়াতে সহিংস বাঁধা প্রদান- এই হলো সংজ্ঞা । গ্রিক উপাখ্যানে ইলিয়াড ও ওডিসিতে ট্রয় অবরোধের কথা আছে । ওই হেলেন কাহিনী আর কি ! ১১৮৭ খ্রিস্টাব্দে সালাউদ্দিন আইয়ূবি জেরুজালেম অবোরোধ করেন ।



পার্থক্য : হরতালকে বলা হয়েছে সর্বোচ্চ ধর্মঘটের প্রকাশ । সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, হর মানে সব, আর তাল মানে তালা । অর্থাৎ সব বন্ধ, সব জায়গায় তালা থাকবে । বেতাল, তেতাল, মাতাল, উম্মাতাল, উত্তাল- এরকম সব ধরনের তালই চলে । আর অবরোধ হলো, রাজপথ, রেলপথ আর নৌপথ রুদ্ধ করা ।



ধর্মঘট : এটিও গুজরাটি শব্দ । তবে এখানে নাকি পুরাই হিন্দুধর্মের কায়কারবার । ধর্ম মানে তাদের মতে, ঈশ্বরোপসনা । আর ঘট হলো বৈশাখ মাসে রীতি পালনার্থে ঘটদানব্রত ।



এই হলো আমার জ্ঞানের দৌড় । আপনারা বেশি কিছু জানলে জানাতে পারেন..জানাটা খুব দরকার..

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

ঢাকাবাসী বলেছেন: জানবার দরকার নেই। যারা হরতাল ফরতাল করে তারাও জানেনা এটা খায় না মাথায় দেয়, যারা পিকেটারদের পিটায় রিমান্ডে নেয় তাদের বিদ্যের দৌড় আরো জঘন্য! দুনিয়াতে সবচাইতে অসভ্য অশিক্ষিতের দেশে বাংলাদেশে গায়ে জোর থাকলে সব জায়েজ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১

মনযূরুল হক বলেছেন: ========

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

দিশার বলেছেন: বাংলাদেশী হওয়া টা একটা অভিশাপ। আর কত দুর্ভোগ আসে সামনে কে জানে . X(

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২

মনযূরুল হক বলেছেন: দুর্ভোগ দূর করতে দূর-ভোগ লাগবে মনে হয়...

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

মশিকুর বলেছেন:
মানুষ পড়ানোর কথা কই????

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

মনযূরুল হক বলেছেন: দরকার ? পরে দিমুনে...

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

মশিকুর বলেছেন:
মানুষ পোড়ানোর কথা কই????

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

মনযূরুল হক বলেছেন: উপরে দেখেন....

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৭

দি সুফি বলেছেন: সবচেয়ে বড় পার্থক্য হলঃ অবরোধের ভিতর হরতাল দেয়া সম্ভব, কিন্তু হরতালের ভিতর অবরোধ দেয়া সম্ভব না B-)) B-))

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

মনযূরুল হক বলেছেন: এগজাক্টলি বস,...ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.