![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমার এক চাচাতো ভাই ছিলো, সে হঠাৎ রণবীর কাপুর হয়ে গেছে !
অর্থাৎ, সে কেনো এখনো পড়ে, টাকা-পয়সা কামায় না কেনো, সংসারেও কিছু দেয় না কোনো— তাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়া হয়েছে । পরে ছেলেটা মাজারে মাজারে ঘুমিয়েছে । তারপর নানান জায়গার হ্যাপা সইতে সইতে ‘রকস্টারের মতো’ এখন সে সাকসেস ।
—কেমন সাকসেস ?
—এখন সে ধরেন, গত মাসে তার দ্বিতীয় নম্বর ফ্লাটটা কিনেছে ।
—বাহ, চমৎকার। এখন সে বাবা-মাকে সেই ফ্লাটে রাখবে । জীবনের সব সফলতা সে পেয়ে গেছে, তাই না ।
—বাবা-মাকে ফ্লাটে রাখবে মানে ? সেটা তো বলি নাই ।
—না বলছো, তাতে কি, ধরে নিলাম ।”
ইদানিং এই রকম ওয়াজ আর কাহন-কাহিনীর যেনো কোনো শেষ নেই । এটা করো, সেটা করো, তাইলেই সাকসেস । ছোটখাটো ব্যবসা শুরু করো, তারপর অনেক টাকা কামাও, বড় ব্র্যান্ড, বড় জাহাজ-বাড়ির মালিক হও, নিজের পায়ে দাঁড়াও, স্বনির্ভর হও, হওয়া সম্ভব তোমার পক্ষে, তাইলে তুমি সাকসেস !
সাকসেসনেসটা নিয়ে বেজায় ধন্দে পড়ে গেছি আজকাল । গ্রামের একজন সৎ স্কুল টিচার হয়ে থেকেছেন যিনি সারাজীবন কিংবা কেবল ব্যাংকের পিয়ন পদে চাকরি করে নিজের ছয় মেয়েকে সৎপাত্রে প্রদান করেছেন— তারা কি সাকসেস নন?
ওই যে, রংপুরের পীরগাছায় দেখেছি, পুরাতন রাজবাড়ির পাশে একটা ছোট্ট মসজিদে নিভৃতে বিশুদ্ধ কোরআন শেখাচ্ছেন যিনি সযত্নে, তিনি কি সাকসেস নন ?
কিংবা সেই যে বিদেশি ছেলেটা বাংলাদেশে এসে একটা ছোট্ট হাসপাতাল গড়েছে, তারপর বিদেশের আয়েশি জীবন ছেড়ে মানুষের সেবাতেই কাটিয়ে দিচ্ছে সময় । ‘ইত্যাদি’তে না দেখালে আমরা তাকে চিনতামও না । সে কি সাকসেস নয় ?
এমন অসংখ্য অগণন উদাহরণ আছে, যারা প্রচারবিহীন, অর্থবিত্তবৈভববিহীন নির্মোহ নির্লোভ জীবন কাটিয়ে দিচ্ছেন হয়তো শিখিয়ে শিখিয়ে, নয়তো লিখে লিখে, অথবা জনসাধারণের সেবা করে করে । ‘আল-গিরাস’ নামে একটা বইতে পড়েছিলাম, ‘মু’তামার আল-ইসলামি’ টাইপ একটা বিশ্বজনীন সেবা সংস্থার জন্ম দিয়েছেন যিনি, তিনি সংস্থাটির ‘রইস’-এর পদটাও নেন নি । বরং রাস্তার পাশে পড়ে থাকা অজস্র খেজুর গাছের খেজুর যে প্রতিবছর নষ্ট হয়, তা বিক্রি করে গরিবের সেবায় অর্থটা বিলিয়ে দেবার চিন্তাটা তিনি জাগিয়ে একটা বিপ্লব সৃষ্টি করেছেন । অথচ তাকে মানুষ চেনেও না । তিনি এখনও একটি মসজিদের ইমামমাত্র। তো ? সাকসেসটা আসলে কোথায় ?
সাকসেস কোথায়, আপনি যদি কোরআনের বর্ণনাটা শোনেন, তাহলে আপনি মনে হয় আমাকে সেকেলেই ভেবে বসবেন ।
তবু বলি— فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ
“যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে— সে-ই সাকসেস ।” (৩ : ১৮৫)
অবাক ব্যাপার ! এ আয়াতের প্রথমাংশে বলা হয়েছে— “তোমাদের পূর্ণ বদলা দেয়া হবে সেদিন ।” আর শেষাংশে এসেছে— “পার্থিব জীবন কেবলই ধোঁকার উপকরণ ।”
কোনো চরমপন্থার কথা বলছি না । হয়তো এরও কোনো গূঢ় ও দুনিয়াবি টেকনিক্যাল অর্থ থাকতেও পারে । কিন্তু যাদের কাছে, এ জীবনই একমাত্র জীবন, যার নিজের জীবনটাই একমাত্র আরাধ্য, এ জীবনের সাকসেসের মোহে যাদের ও-জীবন ভুল হয়ে যায় হরহামেশাই । এই সাকসেসের তোড়ে যাদের ওই সাকসেস হয়ে যায় “হুমম, তা তো ঠিক” এমনতরো বিষয়— তাদের সাকসেসের পথ দেখাবে কোন নাবিক ?
এ ঘুমে তোমার মাঝিমাল্লার ধৈর্য নাইকো আর
সাতসমুদ্র নীল আক্রোশে তোলে বিষ-ফেন ভার
এদিকে অচেনা যাত্রী চলেছে আকাশের পথ ধরে
নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
মনযূরুল হক বলেছেন: চিরন্তন নাকি ? বটে...
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লিখেছেন। ধন্যবাদ
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০
আবু শাকিল বলেছেন: লেখায় সাকসেস এর আলাদা ফ্লেভার পাইলাম।
সবটুকু পড়ে লেখার ম্যাসেজটা বোঝতে সমস্যা হয়নি।
ধন্যবাদ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ । সবটুকু পড়ে লেখার ম্যাসেজটা বো|ঝার বেলায়ই আমাদের সবচে’ বড় গন্ডগোলটা লাগে । কেউই ভালো করে বুঝতে চান না । আপনার মন্তব্যটা তাই সত্যিকার অর্থেই ভালো লেগেছে । ভালো থাকুন ।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬
অলওয়েজ ড্রিম বলেছেন: আমি সফলতা বলতে বুঝি "নদীর দুই পারের পারস্পরিক দৃঢ় যোগাযোগ"।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২
মনযূরুল হক বলেছেন: দুই পারের পারস্পরিক দৃঢ় যোগাযোগ ! ভালো বলেছেন...
ধন্যবাদ...
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০
অগ্নি কল্লোল বলেছেন: ভাল লেখা।ভাল লাগলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ..। ভাই, শুভ কামনা রইলো...
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
মহা সমন্বয় বলেছেন: আসলে এই পার আর ওই পারের মধ্যে সমন্বয় রক্ষা করার ক্ষমতাই হচ্ছে সফলতা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
মনযূরুল হক বলেছেন: এই সমন্বয় রক্ষাটাই আসল কথা, সন্দেহ নেই । তবু কি বাস্তবাতার কাছেই আমরা হেরে যাই, না বিবেকের কাছে ?
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লিখা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
হাসান মাহবুব বলেছেন: সাক্সেসের যে স্টেরিওটাইপ, লিনিয়ার একটা সংজ্ঞা আমাদের সমাজে প্রচলিত, তা থেকে বের হয়ে আপনি মানবিক হন, উদার হন, সৎকার্য করুন, সমাজ যা খুশি তাই বলুক, দিনশেষে প্রশান্তির ঘুমটা আপনারই। কতজন 'সফল' মানুষ প্রশান্তিতে ঘুমোতে পারে?
ভালো লাগলো লেখাটা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
মনযূরুল হক বলেছেন: কতজন 'সফল' মানুষ প্রশান্তিতে ঘুমোতে পারে?
বেশ প্রশ্ন তুলেছেন একটা । তবে মনে হয়, সফল মানুষেরা নিজেরা প্রশান্তিতে ঘুমানোর থেকে, পরের নিশ্চিন্ত ঘুম নিয়েই ভাবিত থাকেন বেশি...।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুব ভাল লাগলো লিখাটি ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ, ভাই...।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১
প্রামানিক বলেছেন: ভাল লাগল লেখাটি। ধন্যবাদ
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ, ভাই..।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১
শরতের ছবি বলেছেন: এখানে কিছু কথা হৃদয় ছুঁয়েছে ,ভাল লেখেছে ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
মনযূরুল হক বলেছেন: হৃদয় কিছু লিখতে পেরেছি জেনে ভালো লাগছে..। ধন্যবাদ..।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
নীলপরি বলেছেন: ভালো লাগলো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ..।
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪
গেম চেঞ্জার বলেছেন: সাকসেস না বলে সফলতা শব্দটি ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি।
একেবারে সুনির্ধারিত সফলতার সংজ্ঞা কি পাওয়া গেছে? আদৌ?
আমার মতে না। নির্ধারণ করা আসলে হয়ত সম্ভবও না। ব্যাপারটা আপনার বয়সের সাথে সাথে পাল্টে যাবে। এই যেমন ছাত্রাবস্তায় আপনার কাছে সফলতার সংজ্ঞা মানেই ভাল রেজাল্ট আর স্বাস্থ্যময় দেহ।
আবার যুবকাবস্থায় এটা হবে "সুদর্শনা নারীর সাথে সহবাসের অধিকার, প্রাচুর্য"। আবার আরেকটু এগিয়ে গেলে "নেতৃত্ব দেয়ার/ সমাজে প্রভাব রাখার মতো একটি মুখ নিয়ে আবির্ভুত হওয়া"।
এই বাস্তবিক জীবনে ক-টা মানুষ এটা নিয়ে ভাবে? তবে আমি বলি কি? দিনশেষে না-ই হয়ে যেহেতু যেতেই হবে। সেহেতু সফলতা মানে এ পৃথিবীর জন্য কিছু একটা পজিটিভ কিছু করতে পারাই সফলতা। সে মেধা দিয়ে লিখেই হোক, কিংবা বিত্তব্যায়েই হোক।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
মনযূরুল হক বলেছেন: সেহেতু সফলতা মানে এ পৃথিবীর জন্য কিছু একটা পজিটিভ কিছু করতে পারাই সফলতা। সে মেধা দিয়ে লিখেই হোক, কিংবা বিত্তব্যায়েই হোক।
এইটা মনে হয় সব বয়সের জন্যেই প্রযোজ্য । বয়সের সঙ্গে সঙ্গে যেটার পরিবর্তন হয়, সেটা হলো একেকটা নির্ধারিত লক্ষ্যে পৌঁছার সফলতা ।
তবে সফলতার সুনির্ধারিত সংজ্ঞা পাওয়াটা মনে হয় সম্ভব না । কারণ আখেরে কী ঘটে তাতো আমাদের ধরা ছোঁয়ার বাইরে, সব তো আমদের প্রত্যাশার সঙ্গে মেলে না । তাই অনেক সময় অন্য মানুষের চোখে যে ব্যক্তি সফল, সে ব্যক্তি নিজেকে সফল ভাবতে নাও পারে ।
সাকসেস ব্যবহার না করার অনুরোধটা কেনো, জানা গেলো না..।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার একটি পোষ্ট। আপনার সাথে পুরোপুরি সহমত। বেশ ভালো লাগল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
মনযূরুল হক বলেছেন: বলছেন চমৎকার ? ভালো লাগলো । ধন্যবাদ...।
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: গ্রামের একজন সৎ স্কুল টিচার হয়ে থেকেছেন যিনি সারাজীবন কিংবা কেবল ব্যাংকের পিয়ন পদে চাকরি করে নিজের ছয় মেয়েকে সৎপাত্রে প্রদান করেছেন— তারা কি সাকসেস নন?
ওই যে, রংপুরের পীরগাছায় দেখেছি, পুরাতন রাজবাড়ির পাশে একটা ছোট্ট মসজিদে নিভৃতে বিশুদ্ধ কোরআন শেখাচ্ছেন যিনি সযত্নে, তিনি কি সাকসেস নন ?
কিংবা সেই যে বিদেশি ছেলেটা বাংলাদেশে এসে একটা ছোট্ট হাসপাতাল গড়েছে, তারপর বিদেশের আয়েশি জীবন ছেড়ে মানুষের সেবাতেই কাটিয়ে দিচ্ছে সময় । ‘ইত্যাদি’তে না দেখালে আমরা তাকে চিনতামও না । সে কি সাকসেস নয় ?
পূজিবাদ আর ভৌগবাদ তাদের স্বার্তেই সাকসেসর সংগা ফ্লাটে ঠিকেয়েছে- তাতে নিয়মিত বিক্রিটা কনফার্ম! ভোগ আর বিলাসী দ্রব্য সাকসেস ইন্ডিকেটর একই কারণে!
আর প্রকৃত সাকসেসকে আড়ালে রাখা এবং পারলে নেগেটিভ উপস্থাপনাও সেই একই স্বার্থবৃত্তাবদ্ধ!
খুব সহজ করে দারুন এক সত্য তুলে ধরায় অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমরা সকলেই যেন প্রকৃত সাকসের এর সন্ধান করি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
মনযূরুল হক বলেছেন: আর প্রকৃত সাকসেসকে আড়ালে রাখা এবং পারলে নেগেটিভ উপস্থাপনাও সেই একই স্বার্থবৃত্তাবদ্ধ!
বেশ গভীর কথা বলেছেন । আপনার কমেন্টটা কয়েকবার করে পড়েছি, আর এই জায়গাটায় এসে কেমন অসহায় অনুভব করছি । তাই তো ! এমনই তো হয়, তাই না !
অনেক ধন্যবাদ, ভাই...।
১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর ভাবে তুলে ধরেছেন।
আমার কাছে শ্রদ্ধেয় হওয়াটাই সার্থকতা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১
মনযূরুল হক বলেছেন: শ্রদ্ধেয় হওয়ার মধ্যে সফলতা খোঁজার ব্যাপারটা ভালো লাগছে । তবে কি না আজকাল শ্রদ্ধাটাও কখনো কখনো তোষামোদির রাস্তায় হড়কে যায় দেখে ভয়ও হয় বেশ ।
ধন্যবাদ...।
১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
সায়েম মুন বলেছেন: সফলতা আর সার্থকতা দুটো ভিন্ন টার্ম। আপাতভাবে বাহ্যিক আভিজিত্য বা চাকচিক্য দেখে সফলতা নির্ধারণ করা হয়। এটা চিরন্তন সামাজিক প্রথা হয়ে গেছে। কিন্তু সার্থকতার পরিধি অনেক বিস্তৃত। ফুল তার গন্ধে ফুলপ্রেমিদের মন ভরায়। এটা তার সার্থকতা। যে সার্থকতা টাকায় কেনা দায়।
লেখাটা বেশ ভাল লেগেছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
মনযূরুল হক বলেছেন: আপনার বিশ্লেষেণ-মন্তব্যটাও যারপরনাই ভালো লেগেছে । ধন্যবাদ...
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালো লাগা......
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
মনযূরুল হক বলেছেন: কমেন্টে শুভ কামনা...
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫২
বৃতি বলেছেন: খুব ভালো লাগলো লেখাটা। সফলতা সম্পর্কে আমার ধারণাও অনেকটা এরকম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৭
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ..।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: কিন্তু যাদের কাছে, এ জীবনই একমাত্র জীবন, যার নিজের জীবনটাই একমাত্র আরাধ্য, এ জীবনের সাকসেসের মোহে যাদের ও-জীবন ভুল হয়ে যায় হরহামেশাই ।
চিরন্তন সত্য একটা কথা।