![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০ টাকার ভাড়া ১০ টাকা দিয়ে বাকি ১০ টাকায় কি আপনি এমবি কার্ড কেনেন—যা দিয়ে ধরেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ জাতীয় বস্তু কাজে লাগানো যায় ? নাকি বেনসন বিড়ি আর চা খান ?
যেখানে শিক্ষাসামগ্রীর দামেও হাফছাড় নেই, চিকিৎসার জন্য হাসপাতালে গেলেও ডাক্তার মশাই ছাত্র বলে ৬০০ টাকার ভিজিটে দু’টাকা কম নেন না, এমনকি আপনি যে ক্রিকেট ব্যাট-বল নিয়ে বিকেলে আরামবাগের মাঠে খেলতে যান, তাতেও কি অর্ধেক দাম দেওয়া যায় ? তাহলে কেনো শুধু ফুটানকি করার জন্য বাসে হাফপাস ?
প্রতিদিন এইটা নিয়া ক্যাচাল ।
কিলোমিটার প্রতি সরকার নির্ধারিত ভাড়ার দ্বিগুণ-তিনগুণ নিচ্ছে প্রতিটা বাস-সিএনজি । সঠিক ভাড়া বাস্তবায়নের জন্য আন্দোলন গড়ে তুলতে পারতেন যদি, কিছু হলে হতেও পারতো । সিটিং নিয়া কী চিটিংটা চলছে, দেখছেন নিশ্চয় । যদি সঠিক ভাড়া থাকতো, তাহলে আপনাদের হাফপাসের সমান ভাড়াই হতো । স্টুডেন্ট কার্ড বাসায় রেখে এসে বাসের মধ্যে বসে ফাল মারতে হতো না ।
দেখুন— বিশ্বে ১৫ কোটিরও বেশি শিশু শ্রমিক । ৪ কোটি আধুনিক দাসত্বের শিকার । বাংলাদেশে শিশুশ্রমিক আছে অন্তত ৭৫ লাখ, যাদের বয়স ১৪ বছরের নীচে । এদের একটি অংশ বাসের বা লেগুনার হেলপার । রিক্সাও চালায় বড় একটি অংশ । ইজিবাইকও চালায় এখন অনেকে ।
আজ অল্পবয়সী একটা ছেলের রিক্সায় উঠে জিজ্ঞেস করলাম— স্কুলে যাও না কেনো ? বাবা-মা নেই ? বললো— আছে, বাবাও রিক্সা চালায় । একার আয়ে সংসারে কুলায় না ।
আপনি কি সংসারে কুলায় না বলে হাফভাড়া দেন ? নাকি সরকারি সুযোগের সদ্ব্যবহারের বড় ইচ্ছা আপনার ?
বাসের-লেগুনার হেলপার ছেলেটারও কিন্তু একই দশা । সংসারে কুলায় না । সস্তায় শ্রম বিকাতে বাধ্য হয় । সকাল ৬ টা থেকে রাত ৮ পর্যন্ত ঝুলে ঝুলে রোজগার করে ২২০ টাকা । হেলপার ছেলেদের সাথে যাত্রীদের আচরণের কথা তো আপনি জানেনই । আবার অল্পবয়সী ছেলেদের রিক্সায়-ইজিবাইকে অনেকেই চড়তে চান না ।
আপনি যদি হাফপাসের পরে বেঁচে যাওয়া টাকাটা সঞ্চয় করেন, তাহলে প্রতিদিন ১০ টাকা করে ধরলেও একবছরের ৩০০ দিনে অন্তত তিন হাজার এবং ভার্সিটি লাইফের ৬ বছরে ১৮ হাজার টাকা ।
বলছি, টাকাটা দিয়ে আপনি তো বিড়িই খান, তাই না ? নইলে এমবি কার্ড কিনে.... নইলে.... আমি বলছি না যে, এই টাকাটা আপনি শিশু শ্রমিকদের কল্যাণে ব্যয় করবেন । এবং এটা বলছি না যে, যেদিন আপনি বাসে ওঠেন না, ফলত: হাফভাড়া দেন না, সেদিন আপনার এমবি কার্ড বা বিড়ি খাওয়া বন্ধ থাকে । বা আপনি দিনে মাত্র একটাই বেনসন খান, একবারই মাত্র চা এবং একবারই...
না, না, ভয় পাবেন না, কোনো ফান্ড খুলে চাঁদা দেওয়ার আবদার করছি না । এটা কোনো দাতব্য সংস্থার খোলার ভূমিকাও না ।
এমনি বলছি । প্রতিদিন ক্যাচাল দেখি তো, তাই জানতে চাইছি আর কি যে, আসলে বাকি টাকাটা আপনি কী করেন ?..
২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩
মনযূরুল হক বলেছেন: আমিও না... খুব কম লেখাই বাস্তবে রূপ লাভ করে...। তবে ভেতরে চুলকায় তো, তাই লিখি আর কি...।
ভালো থাকবেন....।
২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: লেখায় যুক্তি আছে। বাংলাদেশে প্রকৃত কোন সিটিং বাস নেই। তবুও কি ভাড়া কম নিচ্ছে ? না, বরং তাদের ভাড়া প্রায় দ্বিগুণ। বাস ভাড়া কমানোর কোন ব্যবস্থা সরকার নিচ্ছে না। নেবেও না।
২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৪
মনযূরুল হক বলেছেন: কেনো সরকার তেমন ব্যবস্থা নেবে না, একবার জিজ্ঞেস করা দরকার । কী বলেন ?
ভালো থাকবেন...।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন। কেন এই সামান্য টাকা বাঁচাতে শিক্ষিত ছেলেগুলো এরকম খারাপ আচরণ করে আমারও মাথায় আসে না। এই ছাত্ররা যখন সরকারী কর্মচারী হবেন তারা কি সৎ থাকবেন? কীসের আবার সৎ? কত তরুণ সরকারী কর্মকর্তাকে দেখলাম সেই আগের কর্মকর্তাদের মত হাসতে হাসতে দুর্নীতি করে...
আরেকটি বিষয়ও আমার বিরক্ত লাগে। তা হলো, যখন বিশ্ববিদ্যালয়গুলোতে বেতন বাড়ানোর কথা ওঠে তখন তাদের আন্দোলন দেখে। মনে হয় যেন, এক একজন রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালার সন্তান, বেশী বেতন দিতে পারবে না...
২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬
মনযূরুল হক বলেছেন: হুমমম, এদেশে শিক্ষা সামগ্রীর চেয়ে বিনোদনের দাম অনেক বেশি...। মানুষ শিক্ষার চায় বিনোদনই বেশি চায়, নষ্ট বিনোদন...। করার কি...?
ভালো থাকবেন....।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮
আবু তালেব শেখ বলেছেন: বাহ পরামর্শ টা বেশতো।
লেখাটা বাস্তবে রুপ নেয়ার আশা এদেশে হবে বলে মনে করি না।