নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

অযোগ্যতার জারিজুরি

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭


জ্যাঁ তার দাদার সাথে প্যারিসের পাবলিক স্কয়ারে হাঁটছিলো ।

এমন সময় দেখলো, এক মুচি তার খদ্দেরের দুর্ব্যবহারের শিকার । লোকটি মুচিকে তার জুতার একটি ত্রুটি দেখিয়ে কেবলই ধমকাচ্ছে । মুচি কিন্তু শান্তভাবে লোকটির কথা শুনলো, বারবার ক্ষমা চাইলো এবং প্রমিস করলো যে, তার জুতার খুঁতটা সারিয়ে দেবে ।

জ্যাঁ ও তার দাদা এরপর একটা বিস্ট্রোতে ঢুকলো কফি খেতে । ওয়েটার এসে তাদের পাশের টেবিলের লোকটিকে অনুরোধ করলো তার চেয়ারটা সরিয়ে কফি পরিবেশনের জন্য একটু জায়গা দিতে ।

লোকটা তৎক্ষণাৎ রেগে আগুন হয়ে গেলো এবং সরতে অস্বীকৃতি জানালো ।

“আজ যা দেখেছো, কখনও তা ভুলো না”, তার দাদা বললো— “মুচি কিন্তু অভিযোগ ঠিকই মেনে নিয়েছে, অথচ দেখো পাশের এই লোকটি সরতে রাজি হয়নি ।”
“ঠিক এইভাবে কাজের মানুষেরা কাজ করে যায় এবং দুর্ব্যবহার গায়ে মাখে না ।”

“কিন্তু অকাজের ঢেকিরা সবসময় নিজেদের গুরুত্বপূর্ণ বিচার করে এবং কর্তৃপক্ষের কাছে তাদের অযোগ্যতা লুকানোর ধান্দায় থাকে ।”

মূল : পাওলো কোয়েলো
অনুবাদ : মনযূরুল হক


মূল লেখাটি দেখুন এখানে

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

মলাসইলমুইনা বলেছেন: ঠিক এইভাবে কাজের মানুষেরা কাজ করে যায় এবং দুর্ব্যবহার গায়ে মাখে না ।কিন্তু অকাজের ঢেকিরা সবসময় নিজেদের গুরুত্বপূর্ণ বিচার করে এবং কর্তৃপক্ষের কাছে তাদের অযোগ্যতা লুকানোর ধান্দায় থাকে। এতো চরম একটা সত্যি তাওতো মনে হয় আমরা বুঝতে পারিনা সব সময় | চমৎকার হয়েছে ! এরকম আরো লিখুন |

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

মনযূরুল হক বলেছেন: আপনাদের দেয়া থাকলে অবশ্যই লিখবো... অশেষ ধন্যবাদ...

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০১

সুমন কর বলেছেন: “কিন্তু অকাজের ঢেকিরা সবসময় নিজেদের গুরুত্বপূর্ণ বিচার করে এবং কর্তৃপক্ষের কাছে তাদের অযোগ্যতা লুকানোর ধান্দায় থাকে ।”

অনুবাদ সাবলীল হয়েছে।

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ, ভাই...

৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪১

উম্মু আবদুল্লাহ বলেছেন: খুব সুন্দর হয়েছে।

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

মনযূরুল হক বলেছেন: জেনে ভালো লাগলো..। শুভ কামনা রইলো..।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২

খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: বাস্তবে প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

মনযূরুল হক বলেছেন: কিন্তু কেউ সত্যটা সাহস করে বলে না..।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৪

ওমেরা বলেছেন:

“কিন্তু অকাজের ঢেকিরা সবসময় নিজেদের গুরুত্বপূর্ণ বিচার করে এবং কর্তৃপক্ষের কাছে তাদের অযোগ্যতা লুকানোর ধান্দায় থাকে । একেবারে সত্য কথা ।

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

মনযূরুল হক বলেছেন: সত্য তো বটেই..। কেউ তো বলে না.. সবাই সয়ে যায়..।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: ফ্যাবল টাইপের গল্প আমার ভালো লাগে না সে যত বড় লেখকের ফ্যাবলই হোক না কেন :( আশপাশের মানুষেরা আমাকে এতো এতো উপদেশ দেয় যে, কেউ উপদেশ দিলেই তার কানের নিচে দিতে ইচ্ছে করে একটা।
তবে আপনার অনুবাদ পড়ে বুঝিনি অনুবাদ পড়ছি। অনুবাদক হিসেবে আপনি ষোল আনা সফল।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৪

মনযূরুল হক বলেছেন: জেনে যারপরনাই কষ্ট পেলাম :)

ভালো থাকবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.