নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

আসন্ন অন্ধকার যুগের প্রতীক্ষায় : প্রসঙ্গ ‘কৌটা’ পদ্ধতি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬


বাবার অপরাধে যদি সন্তান দায়ী না হয়—তাহলে বাবার কৃতিত্বের কারণে সন্তান পুরস্কৃত হবে কেনো? বোকার মতো ‘উত্তরাধিকারী’ প্রশ্ন সামনে আনবেন না । আপনার বাবা একবছর দৌড়ে জিতেছে বলে, পরের বছর থেকে প্রতিবছর আপনাকে প্রথম স্থান দেওয়া হবে—এটা কি কোনো সভ্য সিস্টেম হতে পারে?

সেবার কৃষিব্যাংকে নির্দিষ্ট কোটায় লোকবল নিয়োগ হবে ১২০০ জন । রিটেন পরীক্ষার ফলাফলে দেখা গেলো টিকেছেই ৮০০ । সুতরাং ভাইভা দিতে গিয়ে তাদের একজনেরও যে বুক কাঁপার ভয় নেই—চাকরি নিশ্চিত—তা না বললেও চলে ।

তখন কমলাপুর মেসে থাকতাম । এই কোটার সুবিধাভোগী সদ্য ক্যাশিয়ার পদে যোগদান করা ছোটকাকার সহপাঠী এলেন নিয়োগ-পরবর্তী ডেটা-ফর্ম পূরণ করতে । ব্যস্ততার কারণে কাকা আমার কাছে রেফার করলেন । বিস্মিত হলাম দেখে যে, লোকটা ‘মাদার’ বানানটাও ঠিকভাবে জানে না ।

ওদিকে কাকা আমার জগন্নাথ থেকে ফার্স্টক্লাস পেয়ে গ্রাজুয়েশন কম্প্লিট করে একটা চাকরির জন্যে হন্যে হয়ে ছুটছেন । এমনকি শতাধিককার রিটেনে টেকার পরও একটা সরকারি চাকরি বাগাতে পারেন নি । এদিকে তার বয়সসীমাও শেষ । ঘুষ দাবির কথা না-হয় তোলাই থাকল ।

সুতরাং এই ধরনের কোটাপদ্ধতি যে শুধু অমানবিক, তা-ই না; বরং দেশের সার্বিক ব্যবস্থাপনা কাঠামোর জন্যেও ভয়ংকর বিপজ্জনক । এই ব্যবস্থা চলতে থাকলে দক্ষ ও যোগ্য জনবল তৈরির কোনো পথই কি বাকি থাকবে?

শহিদ পরিবার, যুদ্ধাহত পরিবার এবং যুদ্ধক্লান্ত পরিবারের দেখাশোনা করা সামাজিক-মানবিক-রাষ্ট্রীয়-জাতীয় দায়িত্বই বটে—সন্দেহ নেই । দেশের সকল মানুষই কি জাতি হিসেবে মুক্তিযোদ্ধাদের সন্তানসম নয়? কোনো মুক্তিযোদ্ধাও কি তারই দুটি সন্তানের মধ্যে যোগ্যজনকে রাস্তায় রাস্তায় ঘুরতে বলে অযোগ্য সন্তানকে চাকরি জোটানোর সুপারিশ করতে পারেন?

রাষ্ট্র যেহেতু তাদের প্রতি সংবেদনশীল, সুতরাং তাদের পরিবারের জন্য এককালীন মোটাঅংকের অর্থ দিতে পারে । তাতে করে যদি তাদের অশিক্ষিত সন্তানও থাকে, সে-ও ব্যবসাপাতি করে প্রতিষ্ঠিত হতে পারবে । অন্যদিকে কোটা ছেড়ে কেবল যোগ্য লোকদের নিয়োগ নিশ্চিত করা গেলে জাতীয়ভাবে যে উন্নয়ন হবে, তার ভাগও তারা পাবে নিশ্চিত । তাদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাও সার্থক হবে । কিন্তু যদি এর উল্টা হয়, তাহলে ফলও উল্টা হবে । সুযোগই একসময় তাদের গলার কাঁটা হয়ে বিঁধবে ।

অবাক লাগে, এই দেশে যেখানে বিরাট একটি আইনশৃঙ্খলা বাহিনীর মেজরিটি পার্সেন্ট সদস্য মাত্র এইট পাশের সার্টিফিকেট দেখিয়ে হাজার হাজার টাকা বেতন গিলছে (উপরি আয়ের কথা বাদই দিলাম), সেখানে উচ্চশিক্ষিতদের মধ্যেই প্রতি ১০ জনের ১ জন বেকারত্বে অভিশাপে জ্বলবে—এটা ভাবা যায়?

এই আধুনিক যুগেও মানুষ চাকরির বয়সসীমা আর কোটার যাতাকলে পিষ্ট হয়ে আন্দোলন করতে বাধ্য হবে—সেটাই যদি সত্য হয়, তাহলে প্রশ্নফাঁস নিয়ে এতো হৈচৈ কেনো? ছেড়ে দেনে না ! যোগ্যতার তো মূল্যায়ন নেই—দেশটাকেও কোটার মতো কেটেকুটে ভাগ করে যার যেটুকু বীরত্ব সেটুকু তাকে দিয়ে দেন—যার যেমন ইচ্ছা লুটেপুটে খাক, বিবাদ মিটে যাক । বাধা দিচ্ছেন কোন মায়াকান্নায়?

পিতার কৃতিত্ব, আঞ্চলিক পরিচয়, মহাজনের সুপারিশ, উপজাতীয়তা, নারীত্ব কিংবা প্রতিবন্ধিত্ব—এসব যেমনি কোনো যোগ্যতার মাপকাঠি নয়, তেমনি এসবের কারণে কেউ অযোগ্যও বিবেচিত হতে পারে না । ব্যক্তির কর্ম, শিক্ষা, গুণাবলি ও দক্ষতাই হয় কর্মী হবার মাপকাঠি ।

থাক, বাদ দেন—আসুন, সকলে মিলে আসন্ন একটি অন্ধকার যুগের প্রতীক্ষায় প্রহর গুণি...

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত। হতাশ হবেন না। নতুন প্রজন্মের বুদ্ধি আছে। তারাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিক কোটা থাকবে কী না? থাকলেও কতটুকু থাকবে?
আমি চাই কম হলেও কোটা থাকুক এবং মেধাবীরা অগ্রাধিকার পাক।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

মনযূরুল হক বলেছেন: আমি চাই কম হলেও কোটা থাকুক এবং মেধাবীরা অগ্রাধিকার পাক।।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

খাঁজা বাবা বলেছেন: এমন একটা সময় এমন একটা টপিক নিয়ে লিখলেন যে উলটা পালটা কিছু লিখলে আপনাকে রাজাকার প্রমান করে ছাড়া হবে। দিনে দিনে মুক্তিযোদ্ধার সন্তান আর মুক্তিযুদ্ধের চেতনা একটা গালিতে পরিনত করছে এই চেতনা ধারীরা তা এরা বুঝতেও পারছে না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

মনযূরুল হক বলেছেন: কেউ একজন বলেছিল : আদর্শকে সিরিয়াসলি নিয়েন না, তাহলে বোঝা হয়ে চেপে বসবে এমনই দশা

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

খাঁজা বাবা বলেছেন: এমন একটা সময় এমন একটা টপিক নিয়ে লিখলেন যে উলটা পালটা কিছু লিখলে আপনাকে রাজাকার প্রমান করে ছাড়া হবে। দিনে দিনে মুক্তিযোদ্ধার সন্তান আর মুক্তিযুদ্ধের চেতনা একটা গালিতে পরিনত করছে এই চেতনা ধারীরা তা এরা বুঝতেও পারছে না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

মনযূরুল হক বলেছেন: .................।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মতো এই আক্ষেপ আমারও
তবে নিরাশ হবেন না, অন্ধকার সরিয়ে
একদিন আলো আসবেই। দূর হবে সব কালীমা,
জঞ্জাল, ময়লা আবর্জনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

মনযূরুল হক বলেছেন: অন্ধকার সরিয়ে একদিন আলো আসবেই, এই প্রতীক্ষায়

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোটা যুগে যুগে আছে এবং থাকবে সবখানে সব দেশে কিন্তু তার মানে এই নয় যে, আমাদের দেশের মতো ৬০-৭০% কোটাতেই শেষ আর মেধাবীরা রাস্তায় রাস্তায় ঘুরবে পক্ষান্তরে কোটাধারী মেধাহীনরা ছড়ি ঘোড়াবে! :(

আমার মতে কোটা সর্বোচ্চ ১০% হউক। এই ১০% মধ্যেই মুক্তিযোদ্ধাদের সন্তান, নাতি, পুতি, পুতির সন্তান, পুতির সন্তনের সন্তান অর্থাৎ যতদিন তাদের গায়ে মুক্তিযোদ্ধার গন্ধ পাওয়া যাবে, উপজাতি ও অনাগ্রসর এলাকা। ৯০% হতে হবে মেধার ভিত্তিতে তাতে কোন জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ থাকবেনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

মনযূরুল হক বলেছেন: অঞ্চলভিত্তিক নিয়োগ পরীক্ষা থাকলে এবং ট্রান্সপারেন্সি নিশ্চিত করা গেলে কোটার প্রয়োজনই আর থাকে না । তারপরও বিশেষ বিবেচনাবোধ বলে একটা কথা থাকে । সে-ক্ষেত্রে ১০% মেনে নেওয়াই যায়..।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের রাজনীতি আজ গণ্ড মূর্খদের দখলে। বর্তমান সময়ে নেতা হতে হলে যে গুণাবলীগুলো থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম জেল খাটার রেকর্ড, গাড়ি পুড়ানো, সামনের সারিতে দাঁড়িয়ে বিরোধীদল পেটানো, চাপাবাজি.... ইত্যাদি, ইত্যাদি।- এসব ভোগাচ্ছে আমাদের। আরো ভোগাবে।

আমাদের এডুকেশন সিস্টেম এমনিতেই বেহাল দশা। তার উপর প্রশ্নফাস, ঘুষ দুর্নীতি তো আছেই। কোটা পদ্ধতির ফলে দেশের রাজনীতির মতো সরকারি চাকুরীর খাতগুলোও অযোগ্যদের দখলে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

মনযূরুল হক বলেছেন: এবং কোটার নিয়োগেও রাজনীতির অবাদন কম নয় :)

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

আবু সায়েদ বলেছেন: কোটার ফাকে পছন্দের লোক নেওয়ার পায়তারা। এজন্যই কোটার এত দাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০০

মনযূরুল হক বলেছেন: বটে, বটে...

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম। আমার এলাকায় বর্তমান সরকারের আমলে সরকারি চাকুরীতে নিয়োগপত্র প্রায় ৭০% আওয়ামীলীগ। বিএনপি, জামাত বা জাতীয়পার্টি ক্ষমতায় গেলেও তাদের চেলা পেলা, সাপোর্টারস'রা অগ্রাধিকার পাবে। আমাদের ১০ হাজার টাকার চাকুরী পেতে ২ লাখ ইনভেস্ট করতে হবে। আজব দেশ!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

মনযূরুল হক বলেছেন: চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার...

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: রাষ্ট্রয্ন্ত্র ভোগবাদী হলে যা হ্য়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩

মনযূরুল হক বলেছেন: সমাজ ভোগবাদী হলে রাষ্ট্রযন্ত্র ভোগবাদী না হয়ে উপায় কী?

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯

মাহের ইসলাম বলেছেন: কোটা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য অবশ্যই মহৎ।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে কোটার বিকল্প আছে বলে মনে হয় না।

তবে, আমাদের দেশের কোটা ব্যবস্থা সংস্কার করা এখন সময়ের দাবী। বর্তমান প্রেক্ষাপটে, প্রচলিত কোটা ব্যবস্থার কিছু কিছু দিক পরিবর্তন করলেই বরং কোটা ব্যবস্থা প্রচলনের উদৌগ সার্থক হবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫

মনযূরুল হক বলেছেন: সব উদ্দেশ্যকেই মহৎ করে দেখানো হয়, সেই মহত্ত কাজে কতটা বাস্তবায়িত হলো, সেটাই আসল বিষয় । যেখানে ঘুষই চাকরির একমাত্র নিয়ামক, সেখানে কোটার আর কী দোষ, সংস্কারেরই-বা কী প্রয়োজন...

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লিখেছেন কিন্তু এই কথা গুলো যাদের বোঝার দরকার তারা তো অন্ধ হয়ে বসে আছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

মনযূরুল হক বলেছেন: অন্ধ না, অন্ধের ভান করে আছে...

১২| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোটা পরিমিত আকারে থাকুক।


মনজুরুল নামে আমার একজন বন্ধু ছিল খোলাহাটী ক্যান্টরমেন্ট স্কুলে ১৯৯৮ সাল থেকে আর কোন যোগাযোগ নেই।

আপনার নামটা দেখে তার কথা মনে পড়ল।

০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭

মনযূরুল হক বলেছেন: নিজের বন্ধুর কথাটা এমনভাবে বললেন যে, আপনাকেই এখন আপন আপন লাগছে ।

শুভ কামনা রইল ...

১৩| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগেতো আমরা বন্ধু/আপন হতেই পারি।

শুভকামনা রইল।

০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

মনযূরুল হক বলেছেন: অবশ্যই.. ভালো থাকবেন..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.