![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“মুসলিম রাষ্ট্রের সরকার প্রধান একজন নারীও হতে পারে। এমনকি অন্য যে-কোনো ধর্মের নারী হলেও কোনো সমস্যা নেই”— এটা কি তার ‘বিশ্বাস’ ছিল না স্রেফ ‘ধারণা’, আমার জানা নেই ।
তবে তার যুক্তি ছিল—পুরুষ ও নারী উভয়ই আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে সমান এবং ট্রাডিশনাল মুসলিম সমাজে নারীদের পুরুষতান্ত্রিক যে নিগ্রহের কথা শোনা যায়, তাকে কিছুতেই ইসলামি নীতি সমর্থন করে না ।
লিঙ্গ সমতার বহু দৃষ্টান্ত তিনি ‘আল মারআতু ফিত তা’লীম’ (১৯৭৩) গ্রন্থে দেখিয়েছেন—“এমনকি ইসলামের প্রথমযুগের বিশ্বাসী সমাজে নারীদের অবদানকে তুলনা করলে আধুনিক সময়ে নারীদের অবদানকে খাটো করা যায় না ।”
তবে তার ‘ইসলামি আন্দোলনে পাওয়ার শেয়ারিং থিউরি’ নিয়ে অনেকেরই আপত্তি আছে । যদিও এখানে নারী মুখ্য নয়, কিন্তু নারী যখন রাজনৈতিক নেতা হবে, তখন তার সাথে পাওয়ার শেয়ারিংকে অনেক সাধারণ মুসলমানও সমর্থন করতে চান না । মজার ব্যাপার হলো, আমাদের দেশে কিন্তু সেই ‘অসমর্থিত’ বিষয়টিই বাস্তব হয়ে আছে দুই যুগ ধরে ।
সন্দেহ নেই— তার এইসব বুদ্ধিবৃত্তিক ধারণার আদ্যস্থল হলো ‘তাজদীদ’ বা চিন্তার আধুনিকায়ন । যেমন ‘তাজদীদুল ফিকরিল ইসলামী’ গ্রন্থে তিনি লেখেন— “মানব সমাজে ইতিহাসের পরিবর্তন অতিক্রম করা যায় না । তাই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষকে কালিক প্রেক্ষাপট বিবেচনা করে তাদের বিশ্বাস ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সাযুজ্য রক্ষা কর চলতে হবে, এবং এভাবেই সে সত্যিকারের ‘মুমিন’ হতে পারবে ।”
তার স্পষ্ট বক্তব্য ছিল— কুরআনের টেক্সটকে নাজিলের সময়ের সাথে আটকে রাখা যায় না, তাহলে কালের অসঙ্গতির কারণে কুরআন থেকে ‘ভুল মেসেজ’ নেবে এবং কুরআনকে ‘কালোত্তীর্ণ’ ব্যাখ্যা করা সম্ভব হবে না ।
অবশ্য তিনি ‘তাজদীদ’-এর সংজ্ঞা আরও স্পষ্ট করে দিয়েছেন ১৯৮০ সালে একটি কনফারেন্সে— ইসলামের মূলরীতিকে অক্ষুণ্ণ রেখে পরিবর্তিত পরিস্থিতিতে সময়োপযোগী ব্যাখ্যা প্রদান করা । কারণ, কেবল এই পদ্ধতিতেই ইসলামের মূলসূত্র চিরকাল ‘জীবন্ত ও কার্যকর’ ব্যাখ্যা করা সম্ভব ।
১৯৩২ সালের পহেলা ফেব্রুয়ারি তার জন্ম হয় পূর্বসুদানের কাস্সালায় । তারপর পৃথিবীতে থেকেছেন দীর্ঘ ৮৪ বছর আর দিয়েছেন ৪০ বছরের রাজনৈতিক জীবন এবং অগুণতি মৌলিক রচনা, মুগ্ধকর ভাষণ আর ভঙ্গুর সুদানের জন্য পপুলার কংগ্রেসের মতো একটি কল্যাণকামী দল ।
২০১৬ সালের এই দিনে (৫ মার্চ) পাখিডাকা সকালে তিনি রয়েল হাসপাতালের কাফনমুড়ি দেন এবং মারা যান ।
তিনি আমাদের একালের সুলতান ।
তিনি হাসসান আব্দুল্লাহ তুরাবি—অ্যা গ্রেট পলিটিক্যাল মুসলিম লিডার ।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪
মনযূরুল হক বলেছেন: আমিন ।।
২| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০১
কামরুননাহার কলি বলেছেন: বেহেস্ত বাসী হোক তিনি।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩
মনযূরুল হক বলেছেন: আমিন ।।
৩| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: তার সম্পর্কে জানলাম।
ধন্যবাদ।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ পাঠ করায়...
৪| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্ঞানের এই স্তরটা সাধারন নয় বলেই সাধারনের বোধগম্যতায় খটকা লাগে।
পুথিগত, প্রত্যক্ষ এবং প্রমানীত জ্ঞানের পরও আরেক ধারার জ্ঞান রয়েছে অন্তসলীলা জ্ঞান। যা ঐ সকল জ্ঞানের পূর্ণতার পর পরিস্ফুট হয়। সৃজনশিলতা যেমন প্রশিক্ষনে হয় না- আপনা থেকেই আসে তেমনি অনেকটা।
সেই জ্ঞানের বেশি বেশী বিকাশের তাগিদই আছে ইসলামে। অথচ সবচে বড় পরিহাস কথিত ইসলামানুসারী দাবীকারীরা প্রথম তিন স্তরই যথাযথ অতিক্রম করতে পারছেনা। অন্তসলীলাতো দূরপরাহত!
উনার সম্পর্কে জানা ছিল না। জানানোয় কৃতজ্ঞতা। এবং উনার বিদেহী আত্মার প্রতি শান্তি ও শুভকমানা
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩
মনযূরুল হক বলেছেন: আমি কেবল তার ‘গবেষণা ও ভাবনা’র দিকটি তুলে ধরতে চেয়েছি । বিস্তুারিত জীবনী উইকিতে পাওয়া যায়...
৫| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: এসব পোস্ট করার আগে মুসলিম বিশ্বে ও সমাজে নারীদের অবস্থাটাও বিবেচনা করে নিতেন। একজন আলেম কি বললো না বললো সেটা দিয়ে কী লাভ যদি সমগ্র বিশ্বের বেশীরভাগ মুসলিম দেশেই নারী নির্যাতনের হার সবচেয়ে বেশী হয়?
বলেন এসব নিউজ ইয়াহুদী-খিরিস্টানদের চক্রান্ত:
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১
মনযূরুল হক বলেছেন: এসব বলে কি একজন মুসলিম হিসেবে আপনি নিজেও দায় এড়াতে পারেন?
অন্যায় সব-সময়ই অন্যায়, সে আলেম হোক বা জালেম- এই চিন্তাই ইসলামের মৌলিকত চিন্তা । সুতরাং কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে দোষারোপ না করে আসুন নিজেরা নিজেদের তাগিদেই সংশোধনের পথে চলি...
৬| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২১
শামছুল ইসলাম বলেছেন: একজন মুসলিম জ্ঞানী ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা হলো ।
আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন ।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯
মনযূরুল হক বলেছেন: আমীন ।।
৭| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: ভালো লোক।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬
মনযূরুল হক বলেছেন: হুমমমমম..........
৮| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসসান আব্দুল্লাহ তুরাবি সম্পর্কে আমার তেমন কোন ধারনা ছিল না, এখন জানলাম।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৯
মনযূরুল হক বলেছেন: তিনি ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সুদানের জাতীয় সংসদের স্পিকার ছিলেন। এর আগে ১৯৮৯ সালে এক বছর সুদানের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বও পালন করেন। ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত সুদানের এটর্নী জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ন্যাশনাল ইসলামীক ফ্রন্টের সেক্রেটারি জেনারেল ছিলেন।
এছাড়াও তিনি ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ন্যাশনাল কংগ্রেস পার্টি এবং ১৯৭৭ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সুদানিস সোশ্যালিস্ট ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন।
৯| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সৈয়দ ইসলাম বলেছেন:
ভালই লেখেছেন।
জাহাঙ্গীর কবীর নয়ন প্রায় পুস্টে এই ছবিগুলোই পুস্ট করেন।
যদি উনি অন্যান্য ধর্মীয় পণ্ডিতদের বিষয়ে জ্ঞান না রাখেন তবে আমার কিছুই বলারর নেই। আর যদি জ্ঞান থাকে, তবে উমি চুপ থাকবেন এতটুকুতেই।
ধন্যবাদ
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৫
মনযূরুল হক বলেছেন: যাক এক জ্ঞানী ব্যক্তি সম্পর্কে জানাতে গিয়ে আরেক ‘জ্ঞানী’ সম্পর্কে ধারণা হলো ।
অশেষ ধন্যবাদ...
১০| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৪
আবু তালেব শেখ বলেছেন: উনার সম্পর্কে আগে জানা ছিল না
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৬
মনযূরুল হক বলেছেন: আমি কেবল তার ‘গবেষণা ও ভাবনা’র দিকটি তুলে ধরতে চেয়েছি । বিস্তুারিত জীবনী উইকিতে দেখে নিতে পারেন..
তিনি ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সুদানের জাতীয় সংসদের স্পিকার ছিলেন। এর আগে ১৯৮৯ সালে এক বছর সুদানের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বও পালন করেন। ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত সুদানের এটর্নী জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ন্যাশনাল ইসলামীক ফ্রন্টের সেক্রেটারি জেনারেল ছিলেন।
এছাড়াও তিনি ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ন্যাশনাল কংগ্রেস পার্টি এবং ১৯৭৭ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সুদানিস সোশ্যালিস্ট ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আল্লাহ্ । তাকে বেহেস্থ নবীব করুন।