নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...

আমি কেবলই আমার মতো

মিলন পাঠান

আমি কেবলই আমার মতো

মিলন পাঠান › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ রাজনৈতিক ইসলামের পরাজয় নিশ্চিত

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

এই ভুখন্ডে রাজনৈতিকভাবে ইসলামের ব্যবহার কখনো ভালো ফল দেয় নাই। বরং যতবার ব্যবহার করা হইছে ততবারই এই রাজনৈতিক ইসলাম পরাজিত হয়েছে।

কেননা, এটা কোন কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাদের পালনীয় ইসলাম নয়। এটা কতিপয় ক্ষমতালোভী মোল্লা ও ভন্ডের ব্যবহৃত 'রাজনৈতিক ইসলাম'। এটার পরাজয়ের মধ্য দিয়েই আমাদের পবিত্র ইসলামের পথের কাটা দুরীভুত হয় বারবার।



মনে রাখতে হবে, মুসলমানের পবিত্র ইসলাম কখনো পরাজিত হতে পারেনা।



তাই দেখা যাচ্ছে অতীতে নানা সময়ে অপব্যবহার করেছে।

রাজনৈতিক ইসলামের পরাজয়ের উদাহরনঃ

যেমন, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ এবং ১৯৪৭ সালের দেশভাগের উদাহরনের পাশাপাশি



*ভাষা আন্দোলনের বিরুদ্ধেও রাজনৈতিকভাবে ইসলামের ব্যবহার শুভ ফল দেয় নাই।



*১৯৫৪ সালের যুক্তফ্রন্টের বিরুদ্ধে ব্যবহার করেও লাভ হয় নাই।



*১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়েও করেছিল পাকিস্তান লাভ হয় নাই।



*১৯৭০ সালের নিবাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে পাকিস্তানপন্থীরা লাভ হয় নাই।



*১৯৭১ সালে বাংলাদেশের জন্মের বিরুদ্ধে ব্যবহার করেও কোন লাভ হয় নাই।



*পুরো পাকিস্তান আমলেই ধর্মের এই অপব্যবহার হয়েছে কোন লাভ হয় নাই।



*এদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে জন্মলগ্ন থেকেই ধর্ম বিদ্বেষের এই অপপ্রচার চলছে এবং হয়ত চলবে। কিন্তু কোন লাভ হবে না।



*মানুষকে ধোকা দেয়া গেলেও আল্লাহকে ধোকা দেয়ার সামর্থ কারো নাই। এটা এই অন্ধের দল আগেও বুঝেনি, ভবিষ্যতেও বুঝবে না।



কেননা, যারা এসব অপপ্রচার করে তারাই ধর্ম অবমাননাকারী।

আল্লাহ সব সময়েই সত্য ও সুন্দরের পক্ষে। আমীন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: " এখানে শস্যের চেয়ে টুপি বেশি,ধর্মের চেয়ে আগাছা বেশি।"
ওয়ালীউল্লাহ (লালসালু)

''ধার্মিক আর ধর্মজীবী এক নয়, কিন্তু ধার্মিকের চেয়ে ধর্মজীবীদের সংখ্যা অনেক বেশি।''

চমৎকার পোস্ট। ভালো বলেছেন। বর্তমান সময়ের এই আস্তিক নাস্তিক পেচাল আমার কাছে হাস্যকর মনে হয়।
এদেশের মানুষের মধ্যে এখনও মানবিক বিবেকবোধই জন্ম হয় না। অথচ ধর্ম নিয়ে এরা আস্ফালন করে।
ভণ্ড ভণ্ড ভণ্ড (পর্ব-১)
Click This Link

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০

মিলন পাঠান বলেছেন: ধন্যবাদ।

আপনার পোষ্ট পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.