নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন কথন

ইমরান মোহাম্মাদ

সাধারন কথন

ইমরান মোহাম্মাদ › বিস্তারিত পোস্টঃ

প্রশংসার অর্থ কেন বর্তমানে ভিন্ন হয়ে গেল!!!

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

আপনি যদি কারো ভাল কাজের কোনও প্রশংসা করেন, তাহলে আপনার কথা যারা শুনলেন, তাদের মুখ ভঙ্গি এবং শারীরিক ভঙ্গি দেখে আপনি অপ্রস্তুত হয়ে যাবেন। আপনার মনে হবে, আপনি যেন এক মহা অপরাধ করে ফেলেছেন, যার কারনে আপনি কাঠ গড়াতে বিচারের সম্মুখীন।

বর্তমান যুগে এমন একটি চিন্তা চলে এসেছে বলে আমার ধারনা যে, আপনি কারো প্রশংসা করবেন তখনই, যখন আপনার কোনও স্বার্থ উদ্ধারের বিষয় জড়িত। তা না হলে ত প্রশংসা মুখে আসত না !! এই ধারনা আমাদের মানসিক ক্ষতির অনেক বড় কারন হয়ে যাচ্ছে, আমরা কেউ কারো ভাল বলছি না, নেতিবাচক চর্চাতে ডুবে আছি অহর্নিশ !!!

মানুষ যদি সত্যিকার সমালোচনা যোগ্য কাজ করে, আপনি অবশ্যই গঠন মুলক ভাবে তা বলতে পারেন, কিন্তু আমরা সব সময় নেতিবাচক টাই বলি।

এই জন্য যখন কেউ আমার সামনে আফসোস করে বলে, এত কিছুর পরেও কোনও নাম নেই!! তখন আমি তাকে বলি, আপনি ভাল কাজ করে যান, আপনি যখন শুনবেন না,তখন আমরা 'লোকটা কেমন ছিল' প্রশ্নের জবাবে বলব 'লোকটা ভাল ছিল', প্রশংসা পাবেন তখন।

ভাল কাজের জন্য নিজের ইচ্ছাই যথেষ্ট, কেউ বুঝলে বুঝুক, বললে বলুক, থেমে থাকলে নিজের ক্ষতি, দশের ক্ষতি, সমাজের ক্ষতি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

এম.এ.জি তালুকদার বলেছেন: আপনাকে ধন্যবাদ। তবে ভাইজান- আসুন, আমরা একে-অপরকে ধন্যবাদ দিতে শিখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.