![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে আমরা সবাই কম বেশি 'কোম্পানির সামাজিক দায়িত্ব' ধারনার সাথে পরিচিত, যা সুধী, সুশীল সমাজে, কর্পোরেটে 'সিএসআর' নামে পরিচিত।
কিন্তু এখানে আমার একটা চিন্তা কাজ করছে বেশ কিছুদিন ধরে, কোম্পানি পরিচালনা করছেন মানুষগন, তাদের যত উচ্চ পর্যায়ের প্রফে শনালিজম থাকুক না কেন, শেষ পর্যন্ত তারা মানুষ, তাদের নিজস্ব চিন্তা ভাবনা, কৌশল ধারনা , মূল্যবোধ অনেক কিছুকেই প্রভাবিত করে।
কোন মানুষ এর নিজস্ব 'সামাজিক দায়িত্ব' বলে অবশ্যই একটি আনুষ্ঠানিক চার্টার থাকতে পারে বলে আমি মনে করি। সেটা বছর ব্যাপী অর্জন যোগ্য, মাসিক ভিত্তিতে বিভাজন ও অগ্রায়ন যোগ্য। নিজের প্রতি, সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা, আমি এটা 'পিএসআর' হিসেবে অভিহিত করতে চাই।
আপনি নিজে যখন নিজের 'পিএসআর' করবেন, আপনার দেখাদেখি আর একজন উৎসাহিত হবে।
আমার 'পিএসআর' (পারসোনাল সোশাল রেসপনসিবিলিটি) আছে, ইনশাল্লাহ সারা বছর (২০১৬) ব্যাপী করার পর এই ব্লগ এ আমার কাজ এর বর্ণনা থাকবে, আপনিও শেয়ার করতে পারেন।
ভালো কাজ বেঁচে থাকুক সবসময়।
©somewhere in net ltd.