নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন কথন

ইমরান মোহাম্মাদ

সাধারন কথন

ইমরান মোহাম্মাদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের যত তাড়াহুড়া শুধু মাত্র রাস্তায় বের হলে !!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

আমি খুব সাধারন বিষয়ই নিয়ে লেখা লেখি করি, কোনও গুরু গম্ভীর বিষয় নিয়ে লেখা লেখির যোগ্যতা এখনও হয়নি, আশা রাখি ভবিষ্যতে হইত লিখব।

আপনি নিজে একটু খেয়াল করলে দেখবেন, হয়ত বা এটা আমার,আপনার সবার বেলায় হয়ে থাকে, কিছুটা প্রয়োজনে, সময়ের স্বল্পতা হতে পারে, আমরা রাস্তায় বের হলে মাত্রই কেন জানি খুব বেশি মাত্রায় তাড়াহুড়া প্রবনতা চলে আসে, রাস্তা পারাপারের নিয়ম মেনে রাস্তা পার হই না, গাড়ি আস্তে দেখলেও রাস্তার মাঝে দিয়ে দৌড় দেই, ট্র্যাফিক নিয়ম মেনে গাড়ি চালাই না, ট্র্যাফিক এর সদস্যদের অসচেতনতা ত আছেই। আমরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করি না পারতপক্ষে, আইল্যান্ড এর কাটা তারের উপর লাফ দিয়ে নিজেও পার হই, সাথে মহিলা, বাচ্চাদের সহ ।

আমাদের অভ্যাসও দায়ী কিছু ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা এর শিকার হওয়ার পেছনে, আর অযোগ্য গাড়ি চালক, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ত আছেই।

বিগত বছর প্রায় ১০,০০০ লোকের প্রানহানি হয়েছে সড়ক দুর্ঘটনা এর কারনে। সেই পরিবার গুলোর খবর কি কেও রাখি, কারোরই বাস্তব পক্ষে সম্ভব নহে। একটি দুর্ঘটনা, সারা জীবন আপনার পরিবারের কান্না, হতাশা, দুঃখের জীবন ডেকে আনে।

সচেতনতা একটা উপায়, আমরা অবশ্যই সময়ের কাজ সময়ে শেষ করার জন্য, ঠিক সময়ে পৌঁছার জন্য তাড়া হুড়া করব কিন্তু অবশ্যই তা নিজের জীবন কে ঝুঁকির মধ্যে ফেলে নই।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.