![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মন বড়ই বিচিত্র, বড়ই অদ্ভুত, এই জীবনে কেও কোনোদিনই বলতে পারবে বলে আমার মনে হয় না যে, সে মানুষের মন বুঝে গেছে, আর কিছু বুঝার বাকি নেই।
জীবনে সময় অতিক্রম করার সাথে সাথে তার চিন্তা বদলায়, ধারনা বদলায়, দৃষ্টি ভঙ্গি পাল্টাই কিন্তু মনটা কি আসলেই পরিবর্তন হয়, হয় না বলেই আমার ধারনা। মানুষ ছোটবেলা থেকে যে ভাবে বেড়ে উঠে, যে পরিবেশে, যে সামাজিক অনুশাসন এর মধ্যে, যে পারিবারিক মূল্যবোধের উপর সেটাই সে মনে লালন করে, সেটাই তার আসল। হয়ত বর্তমান পরিবেশে, বন্ধু বান্ধব মহলে সে নিজেকে অনেক উদার মনের মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করে,কিন্তু আসলেই কি সে তাই, অবশ্যই না বলে আমার বিশ্বাস।
প্রতিটা মানুষ কোনও না কোনও ভাবে এক ধরনের হীনমন্যতায় ভোগে, যার অনেক আছে,সে আরও না পাওয়ার হীনমন্যতায়, যার কিছু নেই, সে কিছুই না পাওয়ার হীনমন্যতায়।
হীনমন্যতা থেকে মুক্ত হন, সুস্থভাবে বাঁচুন।
©somewhere in net ltd.