![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সাধারন জনগন, বেশি কিছু আশা করি না, তিন বেলা কোন মতে ভাত, নাস্তা, চা, পান/সিগারেট খেয়ে, অফিস/বাণিজ্য করে, সময় মত মসজিদ/মন্দির/প্যাগোডা/চার্চ এ গিয়ে, ছেলে মেয়ে পরিজন নিয়ে শান্তি মত দিন, রাত গুজার করে দিতে পারলেই চরম,পরম শান্তি।
আমরা সাধারন জনগন, সমাজে কোনরূপ অন্যায় হলে, সেই অন্যায় এর বিচার সুস্থ, স্বাভাবিক নিয়মে, আইনের সঠিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে হবে,এটাই প্রত্যাশা করি। সেখানে কোনরূপ প্রভাব বিস্তার পূর্বক, আইনের সঠিক প্রক্রিয়া ব্যাহত হোক, কেও আশা করেন না।
নিকট অতীত এবং সর্ব সাম্প্রতিক কালের কিছু ঘটনার ধীর বিচার প্রক্রিয়া, তদন্ত রিপোর্ট নিয়ে যে ভিন্ন ধর্মী আলোচনা, মতামত, উদ্বেগ সমাজে পরিলক্ষিত হচ্ছে, সেই বিষয়ে যথোপযুক্ত, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সাক্ষ্য প্রমান সহ যদি উপযুক্ত সংস্থা তাদের বক্তব্য তুলে ধরেন, তাহলে চলমান বিভ্রান্তি মানুষের মন থেকে কেটে যাবে, মানুষের আস্থা ফিরে আসবে, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।
অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের মাধ্যমে নিরাপত্তা নিয়ে মানুষের যে আশঙ্কা, দুশ্চিন্তা তা দূরীভূত করতে হবে।
সৃষ্টিকর্তা আমাদের সবাইকে রক্ষা করুন।
©somewhere in net ltd.