![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের দৈর্ঘ্য নয় তীব্রতাই হচ্ছে জীবনের সবকিছু। ধুকে ধুকে বেঁচে থাকা নয়, প্রচন্ড উত্তাপে ছারখার করে দেয়ায় হচ্ছে জীবন। খুবই সাধারন একজন। স্বপ্নময় জগতে বসবাস করি।
২১ শে জানুয়ারী.... 'আমার ভ্রমন..আর কিছু ছবি...আমাদের দেশ অনেক সুন্দর...', নামের পোষ্ট'টি করেছেন ব্লগার 'সাইফুর'। নিচে অনেক কমেন্ট পরলাম। ব্লগার 'হাসিব' লিখেছেন, 'পৃথিবীতে এর থিকা সুন্দর জায়গা আছে । সুইজারল্যান্ড, জার্মানির সাউথ বাংলাদেশ থেকে সুন্দর । নিজের দেশ বলে হয়তো নিজের দেশকে সুন্দর লাগে।'
এই বিষয়টি নিয়ে আমি লিখব লিখব করে সময়ের অভাবে লিখা হয়নি। তাই আজকে সময়ের একটু হাতছানি পেয়ে লিখতে বসলাম। যাইহোক, এখানে 'হাসিব'র কথার সাথে আমি একমত হতে পারলাম না। কেননা, আমি মনে করি প্রত্যেকটি মানুষের আছে নিজস্ব সুন্দরের ব্যাখ্যা। তাই 'নিজের দেশ' বাংলাদেশ'কে অনেকে সুন্দর মনে করিনা। আবার অনেকে রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবান, কক্সবাজার, মাদবকুন্ড, কুয়াকাটা, সুন্দরবন ইত্যাদি'র সৌন্দর্যে মুগ্ধ হয়ে এগুলো'কে পৃথিবীর সুন্দর কিংবা সুন্দরতম স্থান হিসেবে আখ্যা দিই। আমি ব্যাক্তিগতভাবে অনেক দেশে ঘুরেছি কিংবা ঘুরতে পারার সৌভাগ্য আমার হয়েছে। যার মধ্যে সুইজারল্যান্ড, গ্রীস, ইতালী, ফ্রান্স,জার্মানী,নেদারল্যান্ডস, আরব আমিরাত সহ ইংল্যান্ডে বসবাসের সুবাদে বেশীর ভাগ শহর কিংবা কান্ট্রিসাইড দেখার সুযোগ আমার হয়েছে। এদের মধ্যে কিছু কিছু জায়গা আমার পছন্দ হয়েছে আবার অনেক জায়গা হয়নি। আমার কাছে সুন্দর হল প্রকৃতি। মানুষের বানানো সৃষ্টিতে যেমন বাহ্বা থাকে তেমনি বিতর্ক ও।
আমরা অনেক দেশীরা যখন বিদেশে সুন্দর দেখি তেমনি অনেক বিদেশীরা ও বাংলাদেশে সৌন্দর্য দেখে।
একজন আমেরিকান ভদ্রমহিলা যিনি বাংলায় খোঁজে পেয়েছেন পৃথিবীর রুপ। বিগত বিশ বছর ধরে বসবাস করছেন চট্টগ্রামের ভাটিয়ারী নামের এলাকায় (এই মুহুর্তে উনার নামটি মনে করতে পারছিনা)। তিনি ছিলেন পেশায় একজন ইউনিভার্সিটির শিক্ষিকা। লিখেছেন বিশ'টির মত বই। লেকচার দিতে গিয়েছেন ত্রিশ কিংবা তারও বেশী দেশের বিভিন্ন ইউনিভার্সিটি'তে। একদিন তার কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন,'কেন তিনি এত দেশ বাদ দিয়ে বাংলাদেশে পরে আছেন'। উত্তরে বলেছিলেন,' পৃথিবীর অনেক দেশে ঘুরেছি কিন্তু, কোথাও এত সৌন্দর্য আমি দেখেনি তাই, এখানে থেকে গেলাম।'
বছরখানেক আগে, 'Lured by the Beach Side of a Beleaguered Land in Bangladesh' নামে কক্সবাজার এর সৌন্দর্য নিয়ে রিপোর্ট করেছে New York Times.
link: Click This Link
আসলে আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করতে শিখিনি কিংবা জানিনা। পৃথিবীর অনেক সুন্দর দেশ আছে, আমাদের দেশে ও আছে প্রাকৃতিক সৌন্দর্য। তবে, আমরা সুন্দর ধরে রাখতে পারিনা।
বাংলাদেশ আসলেই অনেক সুন্দর। হয়ত এই কারনেই 'জীবনানন্দ' লিখতে পেরেছিলেন সহস্র সুন্দর সুন্দর কবিতা। পৃথিবীর অন্য কোন কবি প্রকৃতি নিয়ে এত কবিতা লিখেছেন কিনা সন্দেহ আছে। বাংলার রুপে তিনি অভিভূত হয়ে লিখেছিলেন শ্রেষ্ঠ কবিতার একটি;
''বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রুপ
খুঁজিতে যাই না আর: অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে ব'সে আছে
ভোরের দোয়েল পাখি-চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ
জাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের ক'রে আছে চুপ;
ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে;
মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে
এমনই হিজল=বট-তমালের নীল ছায়া বাংলার অপরুপ রুপ।''
যারা বাংলার সুন্দর দেখতে পায়নি অথচ বিদেশে বিদেশে ঘুরে বেড়ায় তাদের জন্য আমার মনে হয় নিচের কয়েকটি লাইন যথেষ্ট:
'দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু'।
( লাইনগুলোর মধ্যে আমার ভুল হতে পারে)
আরেকটি বিষয় হল পর্যটন শিল্প। লন্ডনের underground এ 'Fly India' কিংবা 'Travel Maldives' দেখা যায় কিন্তু 'Fly Bangladesh to see the natural beauty' দেখিনা। এটা হতে পারে বাংলাদেশ সরকারের গাফেলতি কিংবা ব্যর্থতা। আমরা গড়ে তুলতে পারি সুইজারল্যান্ড এর মত পর্যটন শিল্প, দরকার শুধু সরকারী কিংবা বেসরকারী উদ্যোগ।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৬
শফিউল আলম ইমন বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সমালোচনা করতে পছন্দ করে...তাদের জন্য কোন যুক্তিই যুক্তি না।
২| ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:২১
ত্রিভুজ বলেছেন:
চমৎকার বলেছেন শফিউল আলম ইমন....
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৩৬
শফিউল আলম ইমন বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালো লাগলে আমার লেখার সার্থকতা.....
৩| ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:০৩
হাসিব বলেছেন:
উদ্ধৃতিঃ
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালো লাগলে আমার লেখার সার্থকতা.....
ঠিক । দুহাত খুলে লিখে যান ।
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:২৪
শফিউল আলম ইমন বলেছেন: জি ভাইজান...চেষ্টা করব। সেটা বলার জন্য ধন্যবাদ।
৪| ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:০৬
এম.এ.হামিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সমালোচনা করতে পছন্দ করে...তাদের জন্য কোন যুক্তিই যুক্তি না।
বাংলাদেশ নিয়া নির্মোহ ফালতু আবেগ না দেখানোর জন্য হাসিবকে দোররা মারা হউক
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:২২
শফিউল আলম ইমন বলেছেন: লোকে আপনাকে ফতোয়াবাজ বলবে...হে হে
৫| ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৯
বিহঙ্গ বলেছেন:
+++++
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৬
শফিউল আলম ইমন বলেছেন: ধন্যবাদ বিহংগ ভাইয়া....
৬| ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২৪
বিহঙ্গ বলেছেন:
বোকা পথিক দাঁড়িয়ে কেন, এমন নিমগ্ন হয়ে কী দেখো।
কত জনম ধরে এ ধরনীতে অবহেলায় যাচ্ছে দিন। বলিল না কেউ,শুনিলাম না কভু।কোনো রুপের প্রশংসা।যে উদ্দ্যানে ফুটিছে ফুল ,সেখানেই শুধু শুভার্থীর সমাগম।আজ সহস্র বছর পরে আমার মাঝে তুমি কী এমন শোভা দেখিলে ।তুমার মাঝেও কোনো শ্রী নেই।
হাড় কংকালসার জীর্ণ দেহ।অপুস্ট শরীর।
পথিক বলে, হে নাম না জানা ফুল।
আমি শীর্ন চলিতে পারিনা। আমি দুর্বল বলিতে পারিনা।
কিন্তু ,আমার দেখার মতো চোখ আছে।
সে চোখ দিয়ে দেখেই ,আমি তোমার শোভায় আটকা পড়েছি।
কোনো নিকুন্জে মালীর কৃত্তিম স্পর্শে লাগানো বাগানের ফুলের চেয়ে,প্রকৃতির আপন মহিমায় বনের এ নাম না জানা ফুলেই আমার আরাধনা। আমি সারা জনম এর তাপসী হতে চাই। আর আমার মতো কোনো বোকা পথিক যদি তোমার সামনে এসে পড়ে ,কী অপরুপ তন্ময়তায় তোমার পানে চেয়ে থাকবে,শত বাগানের আদরে ফোটা ফুল তার মন ভরাবেনা।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৮
শফিউল আলম ইমন বলেছেন: বিহংগ ভাইজান আপনাকে আবারও ধন্যবাদ....আমি খুব শীঘ্রই আপনার পছন্দের 'অন্ধকার' কবিতাটি পোষ্টে দিব।
৭| ২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৬
সাইফুর বলেছেন: ইমন ভাই..অনেক সুন্দর করে লিখেছেন...
পড়ে খুব ভালে লাগলো
+
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৬
শফিউল আলম ইমন বলেছেন: সাইফুর ভাই ধন্যবাদ আনাকে। কেমন আছেন??
৮| ২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৬
রাগিব বলেছেন: ছবি চেয়ে পোস্ট দেয়ার পরে বাংলাদেশের বিভিন্ন এলাকার এতো সুন্দর সুন্দর ছবি অনেকে পাঠিয়েছেন যে, দেশের সৌন্দর্য্য যেনো নতুন করে আবিষ্কার করছি।
ছবি গুলো দেখতে পারেন উইকিমিডিয়া কমন্সে Click This Link এই খানে, এবং এর সাব-ক্যাটেগরি পাতা গুলোতে।
যারা ছবি দিতে চান, তারা পাঠিয়ে দিন [email protected] এই ঠিকানাতে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৫
ফারহান দাউদ বলেছেন: হুম,মহাপণ্ডিতদের কাসে বাংলাদেশের অনেক কিসুই ভাল্লাগেনা,উনাদের কাসে কক্সবাজার কি সুন্দরবন প্রাকৃতিক সপ্তাশ্চর্যের নমিনেশন পাইলেও ঐটারে অহেতুক লাফালাফি মনে হয়,আপনে আর উনাদের মত জ্ঞানীদের কি বুঝাবেন? বিশ্লেষণ ভালো লাগসে,+।