![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের দৈর্ঘ্য নয় তীব্রতাই হচ্ছে জীবনের সবকিছু। ধুকে ধুকে বেঁচে থাকা নয়, প্রচন্ড উত্তাপে ছারখার করে দেয়ায় হচ্ছে জীবন। খুবই সাধারন একজন। স্বপ্নময় জগতে বসবাস করি।
হ্যালো মিতু.. কেমন আছ?
-- ভাল। তুমি?
হুমম...
--থাক্... বলতে হবে না।
তুমি বলবে 'এইতো'...।
যদি বলি কষ্টে আছি?
-- কেন?
তুমি বুঝবে না।
-- বুঝি বা না বুঝি, তুমি
বলতে পারো নির্দ্বিধায়।
আমি কষ্ট দিতে জানি না,
তবে, কষ্ট পেতে পারি,
মেঘ হয়ে জমায়,
বৃষ্টি হয়ে ঝরায়,
সবার থেকে কষ্ট পেতে
ইচ্ছে এই ধরা'য়।
তাই তোমার কষ্টগুলো
দিতে পারো কি আমায়...?
দিলাম তবে,
তারপর, শুনি কি হবে?
-- কোন সুন্দর সকালে
দেখিবে চোখ মেলে,
তোমার চাঁপা কষ্টগুলো
গেছে হারিয়ে...
অজানা সুখের উষ্ণতা
শুষে নিয়েছে তোমার অশ্রু
ঘুমহীন রাত বিদায় নিয়ে
করেছে নতুন দিনের সূচনা।
কষ্টের কথা বাদ।
জীবনের কথা বলো...
-- আচ্ছা, স্বপ্নের কথা বলি তবে ...
'স্বপ্নের মাঝে বেঁধেছি ঘর,
স্বপ্নে বুনেছি আশা...'
'স্বপ্ন- শুধু স্বপ্ন জন্ম-লয়,
তোমার মাঝে সব সময়।
পৃথিবীর কঠিন বাস্তবতায়
এসব স্বপ্নেরা হারিয়ে যায়।'
-- তোমার প্রতি অনুরোধ
'ভুলে যাও ব্যথা,
বাস্তবতা সকল সময়,
কেননা স্বপ্নের জগৎ
চিরদিন'ই রয়।'
স্বপ্নের কথা বাদ।
জীবনের কথা বলি...
'ভালো লাগে সেসব সময়
যখন তুমি আর আমি
দু'জনে মিলে একজন
যেন একটা হলুদ ডানার পাখি।'
-- পাঁচ পাঁচটা বছরে
একটু ও বদলাওনি তুমি।
তোমাকে মনে পড়ে হুবহু সেই
নদীর মত যার মোহনা নেই,
কথা বলো এখনো
সেই কাব্য-কবিতার ভাষায়,
আর কোন কথা কি নেই?
'আমার যত কথা ছিল
বলেছি ঐ সন্ধ্যাতারা'কে
জেনেছে চার দেয়াল,
দেয়ালের টিকটিকি,
ঘরের কোণের মাকড়সা।
জানে আমার হাত
যে হাতে লিখেছি অজস্র কবিতা।
জানে আমার আঁখি
যেখানে বয়ে গেছে শ্রাবণ
সহস্র বছর ধরে।'
সে কি জানে...
যার জন্যে বলেছি সব
গেয়েছি গান যার তরে?
-- আচ্ছা,
কথাগুলো বলো নি কেন
ভোরের পাখিদের,
জানাও নি কেন রাত-জোনাকী'দের
কেন রেখেছ বন্দী করে
চার দেয়ালের ভিতরে...।
চলবে....
যারা কথোপকথন-১ পড়তে চান...এখানে ক্লিক করুন: Click This Link
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:১০
শফিউল আলম ইমন বলেছেন: বিহংগ ভাই ধন্যবাদ। আগেরটা দেখার অনুরোধ রইল।
২| ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৬
বিহঙ্গ বলেছেন:
ভালোইতো।
চলুক।
১৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:০০
শফিউল আলম ইমন বলেছেন:
৩| ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৩৫
নিবেদীতা বলেছেন: ভাল লাগল।
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৫২
শফিউল আলম ইমন বলেছেন: ধন্যবাদ নিবেদীতা আপু। কেমন আছেন...?
৪| ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৫৬
চিচিং ফাঁক !! বলেছেন: এটা কি বাস্তব নাকি লেখকের কল্পনা? বাস্তব হলে বিশ্বাস করতে কষ্ট হবে। তবে এইশব কল্পনাতেই মানায়। সুন্দর পুষ্ট, ৫
৩০ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:১০
শফিউল আলম ইমন বলেছেন: বলতে পারেন দু'টোর সংমিশ্রণ....বাস্তবতার সাথে কল্পনার মাধুরী মিশিয়ে গদ্য'কে কবিতা বানানোর ক্ষুদ্র প্রয়াস।
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।
৫| ৩০ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৫
রাশেদ বলেছেন: বেশ ভালো।
৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২০
শফিউল আলম ইমন বলেছেন: রাশেদ ভাই ধন্যবাদ...কেমন চলতাসে?
৬| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৫
রাশেদ বলেছেন: এইতো। খাই দাই ঘুমাই কাম কাজ করে বেড়াই আর কমেন্টাই।
৭| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৩
সাইফুর বলেছেন: পেলাস
৩০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
শফিউল আলম ইমন বলেছেন: ধন্যবাদ সাইফুর ভাই।
কেমন আছেন??
ভাইজান, আপনি চট্টগ্রামের কোথায় থাকেন?
৮| ৩০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৪
খুশবু বলেছেন: +
৩০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
শফিউল আলম ইমন বলেছেন: খুশবু ধন্যবাদ আপনাকে।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩২
দেবদারু বলেছেন: পরেরটার প্রত্যাশায় রইলাম............... খুব ভালো লাগলো.....++
০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৫
শফিউল আলম ইমন বলেছেন: ধন্যবাদ ভাইজান।
হুমম....আপনাকে নিরাশ করব না, পরেরটা শীঘ্রিই আবে।
১০| ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার !!!!!!!!!!!!!!!!
খুব ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:০০
বিহঙ্গ বলেছেন:
ভালোইতো।
চলুক।