![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অনেকদিন (না, অনেকদিন বললে ভুল হবে। বেশ কিছুদিন ) ধরে বাংলায় একটা স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট তৈরি করতে আমার এক ডাক্তার বন্ধুকে সাহায্য করছি। এখন পর্যন্ত ওই ওয়েবসাইটের সকল লেখা অভ্র সফটওয়্যার ব্যবহার করে লেখা হয়েছে। অভ্র বাংলা লেখার জন্য একটি ভাল টুল।
গত কিছুদিন ধরে ফেসবুক এবং আরো কিছু আলোচনা বিষয়ক সাইটে বাংলা লেখার সফটয়্যার নিয়ে বেশ নরম-গরম, বন্ধুত্বপূর্ণ - শত্রুভাবাপণ্ণ, একমত - ভিন্নমত এরকম আলোচনা-সমালোচনা খেয়াল করলাম। দেখলাম, আলোচনার একটা অংশ জুড়ে আছে অভ্র এবং শাব্দিক।
শাব্দিকের কথা আমি আগেও শুনেছি, কিন্তু ব্যবহার করিনি - কারণ, অভ্র ব্যবহার করে আমার প্রয়োজন মিটে যাচ্ছিল। যদিও বানান ভুল হলে অভ্র কোন সাহায্য করত না। ( আমি জানি না অভ্রতে এ ধরনের কোন ফিচার আছে কি না, থাকলে দয়া করে আমাকে কেউ জানালে খুশি হব )।
আমি আজকের এই লেখাটি শাব্দিক দিয়ে লিখছি এবং মনে হচ্ছে আরো আগে কেন আমি এই অসাধারণ, বুদ্ধিমান্ (হ্যাঁ, ঠিকই পড়েছেন - বুদ্ধিমান্) সফটওয়্যারটি ব্যবহার করিনি ! অনেক কম কী-প্রেস করে, কোন বানান ভুল না করে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইট টি করতে পারতাম।
শাব্দিক টিমের উচিত এই উন্নত মানের সফটওয়্যারটির কথা সবাইকে জানানো।
০৬ ই মে, ২০১০ বিকাল ৪:৫২
মোহাম্মদ গোলাম কবীর বলেছেন: ধন্যবাদ। আমি ভাল আছি।
কিন্তু, আমি একটু কনফিউজড - আমি আপনাকে ঠিকমতো চিনতে পারছি কি না !
২| ০৬ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫১
শাহরিয়ার হোসেন বলেছেন: আপনি যখন প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত থাকতেন তখন আমি পরিবর্তনের সুষ্ঠু ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলাম। তারপরও যদি খটকা লেগে থাকে, সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে আপনাকে ফের পেলে সব জট খুলে দেব। ভাল থাকবেন সব সময়।
০৭ ই মে, ২০১০ রাত ১০:৪৩
মোহাম্মদ গোলাম কবীর বলেছেন: আমার কনফিউশন দূর হয়েছে। সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে কথা হবে। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
শাহরিয়ার হোসেন বলেছেন: কবীর ভাই, কেমন আছেন? সামু'তে আপনাকে দেখে বেশ ভাল লাগলো। একটি সিরিয়াস পোষ্টের বিপরীতে একান্ত ব্যক্তিগত কথা বলার জন্য মার্জনা প্রার্থনা করছি।