নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে.... পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে যারা দেখতে চায় তাদের স্বপ্নিল এর বাগানে নিমন্ত্রণ......

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে.... পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে যারা দেখতে চায় তাদের স্বপ্নিল এর বাগানে নিমন্ত্রণ......

স্বপ্নিল পথযাত্রা

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে.... পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে যারা দেখতে চায় তাদের স্বপ্নিল এর বাগানে নিমন্ত্রণ......

স্বপ্নিল পথযাত্রা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার নামে চলছে নোংরামি.........

০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০২





সারারাত কার সাথে কথা বললা ......তোমার ফোন এত বিজি ছিল কেন ?



তোমাকে বললাম না আমার ছোট কাকা বাইরে থাকে । উনিই কল দিছে......



ও তাই বল ?কি বলল উনি ?



খোঁজ খবর নিলেন......সামনের মাসে চলে আসবে ত কি কি লাগবে তাই জিজ্ঞাসা করলেন ......অনেক ভালোবাসে তো.........



তাই বুজি ?এতদিন ত কখনো খোঁজ খবর দিতে দেখলাম না ,হঠ্যাত্‍ এত রাতে ফোন দিয়ে এত ভালোবাসা?



মামা ত বাইরে থাকে বুজ না রাতে ছারা কি ফোন দেয়ার সময় আছে বল ?



ও তাই সারারাত মামার সাথে কথা বলতে হবে ?



দেখ তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো !



আচ্ছা জাস্ট একটা কথা বলোঃ মামা টা কি সত্যি মামা ছিল নাকি সুদু রাতের জন্য ......?



কি বল তুমি এই সব ?



মিথ্যা বলাটা ভালোভাবে শিখে নাও।বুঝেছো?



তুমি আসলেই একটা ছোট লোক বুজছ .........জযতসব.......



অথি ফোনটা কেটে দিল ...... ।



সোহেল কিছুক্ষণ নিরবে একা একা বসে থাকে ......জীবনে অনেক প্রেম করেছে কিন্তু অথিকে অনেক অনেক বেশি ভালোবাসে



সোহেল ফেসবুকে স্ট্যাটাস দেয় ......

......... সত্যিকার ভালোবাসা অনেক কষ্ট দেয়...... কাওকে মন দিয়ে ভালবাসতে নেই



অথি স্ট্যাটাস দেয়ঃ

আমার কেউ নেই । আমি একা বড় একা । নিজেকেই ভালোবাসি । বৃষ্টিতে কাঁদি কেউ যেন না দেখে । কেউ আমাকে ভালোবাসে না ।



অতঃপর অথি সোহেল কে ফোন দিয়ে দেখে সোহেলের ফোন বিজি......



সোহেল ফোন দিয়েছে শারমিনকে । শারমিনকে অনেকদিন পর ফোন দেয়ায় শারমিন বেশ অবাক হয় ।

রাত বাড়ে কথা চলতে থাকে ......রাত যতই গভীর হয় বাড়ে কথার গভীরতা ......



অথি অপেক্ষা না করে ফোন দেয় ইমরানকে । কান্নাজড়িত ন্যাকামীসুলভ কন্ঠে কথা বলে গলিয়ে ফেলে ইমরান কে ......



সত্যি ভালোবাসাটা এখন দুষ্প্রাপ্য । বিশ্বাস কেবলই অবিশ্বাসের নামান্তর । একজনকে ভালোবেসে অন্য একজনকে হাতে রাখা এখনকার ট্রাডিশন ।

আধুনিকতা মানে নোংরামীর অবাধ বিচরণ ......



কেউ ভালোবেসে অপেক্ষা করে , কেউবা সেই অপেক্ষার প্রহরে অন্য কারো সাথে প্রেম করে ......কারো কাছে ভালবাসা অনেক দামী .......কারো কাছে ভালবাসা শুধুই খেলা......



ভালোবাসা ব্যাপারটা জীবনের অতি ক্ষুদ্র অংশ কিন্তু ভালোবাসা নিয়েই আমরা জীবনের সবচেয়ে বেশি সময় পার করি ।



ভালোবাসা কেবল একটা প্রয়োজনের নাম । প্রিয়জন হারিয়ে গেলেই নতুন কাউকে দিয়ে শূন্যস্হান পূরণ করে ভালোবাসা নিপাতনে সিদ্ধ হয়



( সোহেল,শারমিন, ইমরান ,অথি , সব ই কল্পনার নাম বাস্তবে কারো সাথে মিল নেই ......আর বাস্তবে মিলে গেলে ও তা করতিপক্ষ দায়ি থাকবে না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.