নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোদাই পাবলিককে ক্ষ্যাপাবেন না

কে বা কারা

সত্য-মিথ্যা এবং ভালো-খারাপের দ্বন্দ্বের মাঝখানে নিরপেক্ষ কোনো অবস্থান নেই। যে বলে, ‘আমি নিরপেক্ষ’, সে শয়তান; সে মূলত মিথ্যা এবং খারাপের সহায়তাকারী।

কে বা কারা › বিস্তারিত পোস্টঃ

ভোদাইনামা-১

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২



ভোদাই পাবলিকের সেটা ছিলো জীবনের দ্বিতীয় নির্বাচন। মনির ছিটকে পড়েছিলো লেখাপড়া থেকে। ওর পেশা হয়ে দাঁড়িয়েছিলো বাসের হেলপারি, ছিনতাই, চাঁদাবাজি। ভোদাই সেদিন দেখেছিলো, সারাদিন মনির ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে গেয়েছে,

দশ টাকা সের চাউল খাবো

নৌকা মার্কায় ভোট দেবো।




তারপর ভোদাই দেখতে পেলো ২০১২'র শেষদিকে এসে একদিনে সেই চাউলের দাম দশ টাকা বেড়ে গেলো তেলের দাম বাড়ার সাথে সাথে। ভোদাই রাস্তা দিয়ে আসা-যাওয়ার সময় এদিক-ওদিক তাকায়। সে দেখে, দারিদ্র্যপীড়িত মানুষগুলো আধা কেজি আলু কিনে নিয়ে বাড়ি ফেরে। এই আধা কেজি আলুই হয়তো তার তিন বেলা চলবে।



নতুন বছর ঘুরতেই, জানুয়ারির ২৩ তারিখ দিল্লির মহড়া এদেশে অনুষ্ঠিত হয় : আরিচায় ড্রাইভার-হেলপার মিলে এক মেয়েকে ধর্ষণ করে ফেলে দেয়। ফেব্রুয়ারির ২৩ তারিখ এসে আবার সাভারে একই কাহিনী। মেয়ে এবার বাঁচতে গিয়ে মারা গেলো। এক কাহিনীতে দিল্লির জনগণ সারা দুনিয়া তোলপাড় করে ফেললেও ভোদাই পাবলিক দেখলো এদেশের আমজনতার অনেকে ঘটনা জানেই না। কেন জানে না? মিডিয়ার কল্যাণে।



ভোদাই পাবলিক চাকরের জীবন যাপন করে। তার অফিসের বড় স্যারদের অনেকে ডায়াবেটিসে ভুগছেন। বেশি খেয়ে তারা ডায়াবেটিস বানিয়েছেন। এই ডায়াপার, থুক্কু ডায়াস্যাররা মানে ডায়াবেটিসে আক্রান্ত স্যাররা অনেক সময়ই অনেক কিছু ভুলে যান। আর ভোদাই যখন ছোট ছিলো, তখন সে এই সমস্যায় ভুগতো। সে বুঝতে পারতো, পুষ্টির অভাবে তার মাথা চক্কর মারে; হঠাৎ করে দুনিয়া অন্ধকার হয়ে যায়। আমজনতা আজকে সাধের দশ টাকা সের চাউলের ঠেলায় একশো বিশ টাকা কেজি বেগুন আর পঞ্চাশ টাকা কেজি শাক কিনতে গিয়ে ভোদাইর ছোটবেলার সেই চক্কর মারা অবস্থার মধ্যে। শরবত বেচিয়েরা সুন্দর করে বলে,

উঠতে লাঠি

বসতে মাটি।




কিছু বলতে চাও? ত্রাহি অবস্থা চতুর্দিকে। কোনটা বলবা? লাখের বেশি 'অজ্ঞাতনামা আসামী'র মধ্যে তুমিও পড়ে যাবা। তোমার মাথা আরো চক্কর মারবে। আরেকটু বাড়লে 'আত্মরক্ষার্থে' ঠুস করে দেবে 'নিরাপত্তা'রক্ষীরা। 'নিরাপত্তা'রক্ষীদের চেস্টগার্ড আছে, হেলমেট আছে, ঢাল আছে। নিরস্ত্র ভোদাইদের কাছ থেকে 'আত্মরক্ষার্থে তাদেরকে ঠুস করে দেয়ার জন্য সংসদে বাহবা হবে; উল্টো আরো ভোদাই পাবলিকের নামে আবার লক্ষাধিক অজ্ঞাতনামা আসামী করে মামলা হবে।



বাঁচতে চাইলে নাটকে অংশ নাও হে ভোদাই। বিশ্বরেকর্ড করা এই নাটক কোথাও দেখেছো? চর্ব-চোষ্য-লেহ দিয়ে দশ টাকাওয়ালারা কী সুন্দর আয়োজন করছে! ভোদাউর মনে প্রশ্ন জাগে, বলদ থুক্কু বগল থুক্কু বলগ লিখিয়েদের এই সবই তো পোলাপান? অগোরে টাকা দ্যায় ক্যাডায়? ভোদাইর মাথা চক্কর মারে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

আলমপুরের জুয়েল বলেছেন: এটা কি সম্ভব??http://www.somewhereinblog.net/blog/JewelFromAlampur/29791289

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

কে বা কারা বলেছেন: অ্যাঁ?

২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

দক্ষিনা বাতাস বলেছেন: ধর্ষন বলেন আর আন্দোলন বলেন, বাংলাদেশে যা ঘটে সব একযোগে ঘটে।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

কে বা কারা বলেছেন: হুজুগে...

৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

যা বলার বলবো বলেছেন: চমৎকার Satire ! অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের ।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

কে বা কারা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.