![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য-মিথ্যা এবং ভালো-খারাপের দ্বন্দ্বের মাঝখানে নিরপেক্ষ কোনো অবস্থান নেই। যে বলে, ‘আমি নিরপেক্ষ’, সে শয়তান; সে মূলত মিথ্যা এবং খারাপের সহায়তাকারী।
ভোদাইর বন্ধু রফিক পুলিশে চাকরি করে; আছে ডিবি হেড অফিসে। রাতে বাসায় ফেরার পর ভোদাই তার বন্ধুকে ফোন দিলো
ভোদাই : কী রে, তোরা না কি সরকারের কনডম?
বন্ধু : কী কস?
ভোদাই : না, আমার কাছে মনে ঐলো সরকার তগোরে কনডমের মতো ব্যবহার করতাছে। পুলিশের সাধারণ, অস্ত্রধারী, দাঙ্গা, ডিবি, বিজিবি—সবার অহন একটাই কাম : বিরোধীগো মারো। আওমী লীগ যে নিজেগো প্রটেকশনের লাইগা তগোরে ব্যবহার করতাছে, এইডা তরা বুঝতাছোছ? জনগণ কিন্তু তগো উপরে চরম খ্যাপা খ্যাপতাছে। তুই তো আর রাস্তাঘাটে-বাসে পাবলিকের লগে কতা কছ না, এগুলা জানোছ না। ব্যবহারের পর কনডম য্যামনে ফালায়া দেয়, তগোরেও অমনে পাবলিকের মুখে ঠেইলা ফালাইবো।
বন্ধু : ক, তর যা মন চায়, কইতে থাক। আমরা তো আর মানুষ না; পুলিশ। আমগো হেলমেট, চেস্টগার্ড, বুট, ঢাল--এগুলি ঠেইলা কোনো কিছুই ঢুকতে পারে না।
ভোদাই : কনডম কওনের আরো কারণ আছে।
বন্ধু : কী, ক।
ভোদাই : স্পার্ম তো একটা মাইনষের বৈশিষ্ট্য ধারণ করে। তোরাও কী সুন্দর সরকারী দলের মিত্যা কওনের অভ্যাসটা রপ্ত করছোছ! আগে জানতাম তরা খালি মিত্যা মামলা সাজাইতে ওস্তাদ। অহন তো দেহি খাড়ার উপরে মিত্যা কছ। কাইলকা মেহেদী সাব কী সুন্দর কইলো জামাত-শিবির আইয়া বম মারছে আমগো উপরে; এল্লাইগা আমরা বিএনপিরে গুল্লি করছি। দোছ, কার উপরে পড়লো রে বমডা? তগো মেহেদী সাবরে একটা সেন্টার খুলতে কইছ। ‘খাড়ার উপরে মিত্যা কওন প্রশিক্ষণ কেন্দ্র’।
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
কে বা কারা বলেছেন: স্যাটায়ার হইছে কি না জানি না ভাই, মনের দুঃখে কই। আমি খালি চিন্তা করি অ্যারা এত মিত্যা কইয়া পোলাপাইনের সামনে মুখ দ্যাহায় ক্যামতে?
২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯
নন্দনপুরী বলেছেন: মাদ্রাসার অবুজ পোলা পাইনরে কনডমের মত ব্যাবহার করছে শিবির বিএনপি.........
এর জবাব একদিন দিতেই হবে.........
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
কে বা কারা বলেছেন: কোন মাদরাসার?
৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
চোখের দেখা বলেছেন: অহন তো দেহি খাড়ার উপরে মিত্যা কছ। কাইলকা মেহেদী সাব কী সুন্দর কইলো জামাত-শিবির আইয়া বম মারছে আমগো উপরে; এল্লাইগা আমরা বিএনপিরে গুল্লি করছি।
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
কে বা কারা বলেছেন: ক্যা ভাই, কাইলকা টিভি দ্যাহেন নাই?
৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
মো কবির বলেছেন: চরম লেখা, তবু যাদের মান সম্মান নেই, তারাই এভাবে করবে দলের চামচামি।
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
কে বা কারা বলেছেন:
৫| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
পেন্সিল চোর বলেছেন: ভালো লাগলো
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
কে বা কারা বলেছেন: ধৈন্না।
৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
আগা খান বলেছেন: শাহবাগের খোঁয়াড়ের ছাগুরা, অনেক দিন ধরে সরকার তোমাদের ঘাস,পাতা দিয়ে মোটাতাজা করেছে। এখন তুমাগো বলি দেয়ার সময় হইছে মনে হয়।
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
কে বা কারা বলেছেন: এগুলো না বলি। তাদের সুমতি হোক, এই কামনা করি।
৭| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
ভিটামিন সি বলেছেন: ভালো লিখেছেন।
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
কে বা কারা বলেছেন: ঠোঁট অহনো ফাডে ভাইজান দশ টাকা স্যার চাউল খাইয়া। কিছু ভিটামিন সি দিলে খারাপ অয় না।
৮| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪
কলমবাঁশ বলেছেন: সুন্দর হয়েছে।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১
কে বা কারা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
যা বলার বলবো বলেছেন: সুন্দর Satire ! চালিয়ে যান। অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের ।