![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য-মিথ্যা এবং ভালো-খারাপের দ্বন্দ্বের মাঝখানে নিরপেক্ষ কোনো অবস্থান নেই। যে বলে, ‘আমি নিরপেক্ষ’, সে শয়তান; সে মূলত মিথ্যা এবং খারাপের সহায়তাকারী।
বিছানায় শুয়ে টিভির দিকে তাকিয়ে আছে ভোদাই। একটা ইংরেজি চ্যানেলে ছবি চলছে। ছবির নাম এতদূর থেকে দেখা যাচ্ছে না। ও বাসায় ফেরার আগেই ছবি শুরু হয়েছে। ছবির অ্যাকশন পর্যায় চলছে। অপরাধী একটা বিল্ডিংয়ে ঢুকেছে। পুলিশ সেই বিল্ডিং ঘেরাও করে নিচ থেকে মাইকে তাকে আত্মসমর্পণ করতে বলছে।
অফিস থেকে ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে টেলিভিশনের দোকানে দেখা সন্ধ্যার খবরটা ঢুকে গেলো ভোদাইর মাথায়। ধন্য এদেশের পুলিশ। বাংলাদেশে এখন অপরাধী শুধু সরকারবিরোধীরা। খুন-ধর্ষণের ঘটনায় পুলিশের বক্তব্য থাকে, ‘আমাদের কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি কিংবা মামলা দিতে আসেনি।’ আর এই ‘অপরাধী’দের বেলায় আগে প্যাকেট করো, পরে নিয়ে মামলা করো। পশ্চিমা পুলিশের উচিত বাংলাদেশ পুলিশের কাছে প্রশিক্ষণ নেয়া : কীভাবে গ্রেফতার করতে হয়; কীভাবে মামলা সাজাতে হয়; থানায় নিয়ে কীভাবে হাড্ডি গুঁড়ো করে দিতে হয়। তারপরও ভোদাইর কাছে মনে হলো গতকাল পুলিশ হাতুড়ি দিয়ে দরজা ভাংতে দিয়ে শক্তি অপচয় করেছে। এটা করা ঠিক হয়নি। তাদেরকে আরো ‘অপরাধী’ গ্রেফতার করতে হবে। এখনি শক্তি ক্ষয় করে ফেললে কি হবে? ব্যাটা, হাতে বন্দুক থাকতে আবার হাতুড়ি কেন? গুলি করলেই তো দরজা খুলে যায়।
এডিসি মেহেদী সবচেয়ে কৃতিত্বপূর্ণ কাজ করেছে। নিজে গ্রেফতার করেছে ফখরুলকে। এই কৃতিত্বের দরুন মেহেদীকে উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া। এজন্য প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানানো যেতে পারে। সাহারা ব্যর্থ হওয়ায় মখাকে দেয়া হলো দায়িত্ব; শতাধিক মানুষ খুনের কারণে সে হাফপ্যান্ট মিজানের কাছ থেকে পুরস্কারও পেলো। মেহেদীকে দায়িত্ব দেয়া হলে সারা দেশে সে তার কৃতিত্ব দেখাতে পারবে। তাছাড়া তখন পুলিশের সব বিভাগ, র্যাব, বিজিবি—সবাইকে সে দক্ষ করে তুলতে পারবে।
হাফপ্যান্ট মিজানকে বলা যেতে পারে এজন্য প্রতিমাসে পুরস্কারের ব্যবস্থা করা কিংবা তার হাফপ্যান্টের পকেটে সবসময় পুরস্কার রাখা। যখনি এমন কৃতিত্বপূর্ণ কাজ ঘটবে, সাথে সাথে পুরস্কার ঘোষণা করা হবে। তাকে একটা চিঠি লেখা যেতে পারে।
প্রিয় হাফপ্যান্ট মিজান,
আপনি পুরুষদের প্যান্ট পরার ধারণায় যে ধাক্কা দিয়েছেন, তা সত্যিই অতুলনীয়। মানুষ এতদিন ভাবতো, শুধু বাচ্চাদেরকেই বুঝি প্যান্ট খুলে পড়ার ভয়ে কাঁধের উপর দিয়ে বেল্ট পরিয়ে দিতে হয়। কিন্তু আপনি দেখিয়েছেন, বড়রাও যদি এভাবে প্যান্ট পরে, তাহলে অনেক সুবিধা। এখন যারা বিরোধী দলে আছে, পুলিশ তাদের বেল্ট খুলে তাদেরকে নাজেহাল-গ্রেফতার করে। আবার এখনকার সরকারী দল যদি বিরোধী দলে যায়, তাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে। তাই দেশের পুরুষেরা সবাই যদি আপনার মতো কাঁধের ওপর দিয়ে দুই বেল্ট এনে প্যান্ট আটকে রাখে, তাহলে তারা আর নাজেহাল হবে না।
সে যা-ই হোক, আপনার এই মজবুত করে পরা প্যান্টের পকেটে যত কিছু রাখা হোক, পকেট ঝুলে পড়বে না। আপনাকে যেহেতু পুরস্কার বয়ে নিয়ে বেড়াতে হয়, তাই আপনার কাছে অনুরোধ, আপনি সারাক্ষণ আপনার পকেটে কিছু পুরস্কার রাখুন...।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩
কে বা কারা বলেছেন: পুলিশ শাহবাগের আন্দোলনের মতো বিরোধী দলকে নিরাপত্তা দিক, তারপর দেখি কী ঘটে।
২| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫১
আমি ভুত বলছি বলেছেন: বাস্তবে কয়টা দেশের police দেকছেন আপনি?
বাস্তব moive নয়.....!!!!!! বাংলাদেশের পুলিশ অনেক ভাল,আগে জানুন পরে মন্তব্য করুন,,,,,!!!
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪
কে বা কারা বলেছেন: আমি শুধু বাংলাদেশের পুলিশ দেখেছি। আর এটা কোনো সিরিয়াস লেখা নয়।
৩| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮
খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: আমরা শুধুই গণতন্ত্র গণতন্ত্র বলে গলা ফাটাই । এদেশে গণতন্ত্র কখনই ছিল না । যে দল যখন ক্ষমতায় থাকে স্বৈরাচারী কায়দায় দেশ চালায় । এখন যেমন ক্ষমতার মোহে শেখ হাসিনা অন্ধ হয়ে গেছে । মানুষকে আর মানুষ মনে হয় না । সবাই ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয় । দিন সবারই আসে ।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫
কে বা কারা বলেছেন: সহমত। তবে জনগণের উপর নির্বিচারে নির্মম নির্যাতন এভাবে নিকট অতীতে হয়নি। গতকাল প্রেসক্লাবের ওখানে পুলিশ যে গুলি করে শয়ের বেশি গাড়ির কাচ ভাংলো, এখন কি গাড়ি ভাংচুরের মামলা হবে পুলিশের নামে?
৪| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
কোবিদ বলেছেন: আসলেই ভোদাই !!!
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫
কে বা কারা বলেছেন: তবে ভোদাইরা সহজে ক্ষেপে না; ক্ষেপলে কিন্তু কোনো কিছু মানে না।
৫| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: লেখকের সাথে সহমত
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
কে বা কারা বলেছেন: ধন্যবাদ।
নামের সাথে মিলে যায় বলে বজ্জাত শব্দটাকে বদলে দেবেন?
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯
েবশী বুিঝ বলেছেন: বিনয়ের আপনার সহিত দিমত পোষণ করিতেছি।কারণ আপনারা বীরের বেশে পুলিশ মারবেন আর পুলিশ সেটা দাড়িয়ে দেখবে এটা কখনো কাম্য হতে পারেনা।