![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য-মিথ্যা এবং ভালো-খারাপের দ্বন্দ্বের মাঝখানে নিরপেক্ষ কোনো অবস্থান নেই। যে বলে, ‘আমি নিরপেক্ষ’, সে শয়তান; সে মূলত মিথ্যা এবং খারাপের সহায়তাকারী।
১. বিরোধী দল মজাসে সপ্তাহে আরো এক দিন বেশি হরতাল দিতে পারবে।
২. দেশের জনসংখ্যা বৃদ্ধির মাত্রা কমে যাবে। সারা সপ্তাহের ব্যস্ততার ক্লান্তি মুছতে মুছতেই একটা দিন চলে যাবে। নতুন করে এনার্জি ফিরে পাওয়ার জন্য যে একটা দিন ছিলো, তা আর হচ্ছে না।
৩. মার্কেটগুলোতে আপামণিদের পদচারণা কমে যেতে পারে। এত দিন তারা শনিবারটাকে একটু ফ্রি পেয়ে কাজে লাগাতো; এখন এই জ্যাম ঠেলে...। তার মানে দোকানদারদের বেচাকেনা কমে যেতে পারে।
৪. লোকাল এবং সিটি সার্ভিস গাড়ির মালিক-চালকরা খুশি হলেও লং রুটের গাড়ির মালিক-চালকদের আয় কমে যেতে পারে। লোকাল এবং সিটি সার্ভিসে এখন শনিবারেও যাত্রীর জোয়ার থাকলেও দুই দিন বন্ধ পেয়ে এত দিন যারা বাড়িতে ছুটতো, তারা আর ছুটবে না।
©somewhere in net ltd.