![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য-মিথ্যা এবং ভালো-খারাপের দ্বন্দ্বের মাঝখানে নিরপেক্ষ কোনো অবস্থান নেই। যে বলে, ‘আমি নিরপেক্ষ’, সে শয়তান; সে মূলত মিথ্যা এবং খারাপের সহায়তাকারী।
গতকাল এক যৌথ সাংবাদিক সম্মেলন করে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ বলেছে, রাজনৈতিক সহিংসতা আর অনিশ্চয়তা অব্যাহত থাকলে শ্রীলঙ্কার মতো বাংলাদেশও বিশ্ববাজার হারাতে পারে।
আচ্ছা!
এমতাবস্থায় যখন রানা প্লাজা ধ্বসে লাশের মিছিল তৈরি হয় কিংবা তাজরীনে আটকে রেখে শ্রমিকদেরকে পুড়িয়ে মারা হয়, সেটার জন্য কার ফঁসি চান আপনি?
"
প্রসঙ্গত, মঙ্গলবারের ফাটলের পর ভবনটিতে থাকা তিনটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক আহত হন।
তখন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার ভবনটি পরিদর্শন শেষে বলেছিলেন, ফাটলের অবস্থা অস্বাভাবিক নয়। একটি দেয়ালের প্লাস্টার খসে গেছে ও আরেকটি পিলারের সামনে ফাটল দেখা দেছে। এ ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনার শঙ্কা নেই, জানিয়েছিলেন জনাব কবির। একই কথা বলেছিলেন ভবন মালিক ও স্থানীয় সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
"
১. নামকাওয়াস্তে একটা বিল্ডিং তৈরি করে শ্রমিকদেরকে একটা প্যান্টের চেয়েও কম [৫০ ডলার] মজুরি দিয়ে ক্রোড়পতি বনে যাওয়া মালিকগুলোর?
২. পুলিশ নামের যেসব সন্ত্রাসী এদেশের পরিস্থিতি জঘন্য করে রেখেছে অথবা টাকার বিনিময়ে সব অনিয়ম চলতে দিচ্ছে তাদের?
৩. [দুই হাজার টাকা বেতনের গার্মেন্ট শ্রমিকসহ] ১৬ কোটি জনগণের ট্যাক্স-ভ্যাটের টাকায় আমলা-মন্ত্রী-এমপি প্রশাসনের যেসব অমানুষ এগুলো ঘটতে দিচ্ছে তাদের?
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬
কে বা কারা বলেছেন: ঠিক বলেছেন ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
হাসান নাঈম বলেছেন: সবকয়টার ফাঁসি চাই,
না ফাঁসি না - ঠিক যেভাবে ভবনের নিচে চাপা পরে মানুষ মরেছে ঠি সেইভাবে চাপা দিয়ে দুই চারটার মৃত্যুদন্ড কার্যকর করা হলে হয়ত অন্যদের মাছে একটু সচেতনতা তৈরী হবে।