নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম-অন্ধ, অন্ধ-ধর্ম বিরোধী দূরে থাকুন !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !!

বিকারগ্রস্থ মস্তিস্ক

অতি নগন্য এক চিজ

বিকারগ্রস্থ মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

/:)/:)এই বৃষ্টি ভেজা রাতে অথবা বৃষ্টি নেমেছে আজ ( আমার মনে ) অসম্ভব মন খারাপ !! গান দুইটা শুনে দেখুন কেমন লাগে !!

০৪ ঠা জুন, ২০১২ রাত ৯:২১

ঝুম বৃষ্টি হইতাছে !!



ঝুম বৃষ্টি আমার অনেক প্রিয় ...কার কার ভালো লাগে এই ঝুম বৃষ্টি !!





ভিজতে অনেক ইচ্ছা করছে কিন্তু একটু আগে গোসল করলাম তাছাড়া ছাডে উঠা যায় না আমাদের বাড়ি তে, রাস্তায় নেমে ভিজা সম্ভব না !! মন খারাপ !! তাই জানালার ফাক দিয়া বৃষ্টি দেখি !! কি আফসুস যে হইতাছে !! ঢাকা শহরে নিজেদের বাড়ি না থাকলে কিছুতেই মজা নাই !! চাবি বাড়িওল্লার মেয়ের কাছে , এই রাত ৯ টায় চাবি চাওয়ার মতো আদিক্ষেতা আমার নাই , কিন্তু আবার মন খারাপও লাগছে অনেক !! অনেক দিন বৃষ্টি ভিজা হয়ে উঠে না , বাইরে থাকলে কাগজ পাতি মোবাইল ইটিসি এর জন্য ভিজা হয় না আর বাড়িতে থাকলে ছাডের উঠতে পারি না বলে শুধু চোখের কোনে জাপ্সা জানালার ফাকেঁ আর হাত দুটো গ্রিলের বাইরে দিয়ে তোমায় ছুতেঁ বাড়িয়ে দেই আমার হাত !!



বৃষ্টি আমার ভিষন প্রিয় , কারন কি তুমি? জানি না তো ? তোমার ও বৃষ্টি প্রিয় ছিল বলেই কি আমি আমার প্রিয় এর তালিকায় অন্তভুক্ত করেছি ? কি জানি !! তবে এখন তুমি নেই আমার ভুবনে , তোমার প্রিয় কোন কিছু দেখলেই তোমার ছবি চোখের কোনে ভেসে উঠে ...বৃষ্টির সাথে সাথে মনে হয় আমার মনেও কিছু মেঘ জমেছে !! কে জানে হয়তো জেড়ে ফেলে দিতে চেয়েছে বারবার কিন্তু এই মেঘের সম্মহিত ক্ষমতা অনেক বারবার জমা হয় !!



তোমার প্রিয় একটি গান !!



এই বৃষ্টি ভেজা রাতে

এই বৃষ্টি ভেজা রাতে

তুমি নেই বলে

সময় আমার কাটেনা



চাঁদ কেনো আলো দেয়না

পাখি কেন গান গায় না

তারা কেন পথ দেখায় না

তুমি কেন কাছে আসোনা



সমুদ্রের ঝড়ো হাওয়া বলে

তারা তোমাকে চায়

তারা তোমাকে চায়

পাখি নির্ঘুম কন্ঠে বলে

তারা তোমাকে চায়

তারা তোমাকে চায়



শরতের প্রভায় তুমি নেই বলে

সময় আমার কাটেনা

ঘাসফুল কেনো ফোটেনা

ছুঁয়ে ছুঁয়ে চলে যায়না

মেঘের ভেলায় ভাসে না

হেসে তুমি কেন আসোনা



ভোরে যাওয়া সব অশ্রয় বলে

তারা তোমাকে চায়

তারা তোমাকে চায়

হৃদয়ের যত অনুভুতি আছে

তারা তোমাকে চায়

তারা তোমাকে চায়



এই বসন্তের প্রভায় তুমি নেই বলে

সময় আমার কাটেনা

পৃথিবী কেন হাসেনা

হৃদয় দোলা দেয়না

আবেশে সে জড়ায় না

তুমি কেন কাছে আসোনা বাই আর্টসেল !!



২) বৃষ্টি নেমেছে আজ আকাশ জুড়ে বাই অর্থহীন !! তোমার প্রিয় একটা সং আমারও অনেক প্রিয় এবং বাস্তব হয়ে গিয়েছে গানে গানে !!





বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে

হাঁটছি আমি মেঠো পথে

মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি

বহুদিন তোমায় দেখি না যে

তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথায় হারায়

... পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল

আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল

চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর……. বহুদূর



সাদা কালো এ জীবনের মাঝে

রঙ্গিন ছিলে তুমি শুধু

তোমায় নিয়ে লেখা কত কবিতায়

দিয়েছিলাম কত সুর

আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত

ভোরের আলো ফুটবে কখন

ভেবেছি কত রাত

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল

আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল

চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…….. বহুদূর



যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে

দেখি নাই তুমি যে পাশে

ভেবেছিলাম তুমি থাকবে

দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুল হাতে

তবে কি যুদ্ধে গেলাম

তোমায় হারাতে

এপিটাফ এর লেখা গুলো

পড়ি ঝাপসা চোখে

আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল

তুমি তো গেয়েছিলে সেই নতুন গান এর সুর

আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল

তবে কেন গেলাম আমি চলে তোমায় ফেলে…….. বহুদূর

মন্তব্য ১৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১২ রাত ৯:৩৬

রাফি মাহমুদ বলেছেন: রিক্সা না পাওয়ার অজুহাতে ভিজে ভিজে বাসায় ফিরলাম। আহা...বৃষ্টি ভেজার আনন্দ তুলনাহীন :D

০৫ ই জুন, ২০১২ রাত ১২:২১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: বাহ !! চমৎকার !! আপনার অজুহাত একদিন কাজে লাগাবো !!

২| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:০২

শোশমিতা বলেছেন: গান গুলো অনেক সুন্দর!

০৫ ই জুন, ২০১২ রাত ১২:২২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হম আপু !!

৩| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:০৪

জলঝিরি বলেছেন: অসম্ভব প্রিয় বৃস্টি, অসম্ভব প্রিয় গানগুলো।।
+++++

০৫ ই জুন, ২০১২ রাত ১২:২৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: বাহ !! খাপে খাপ ......

৪| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:১৫

এসাসিন বলেছেন: ++++++++++

৫| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:১৭

এসাসিন বলেছেন: তুমি কেন কাছে আসোনা বাই আর্টসেল ,এটা আর্টসেল এর কোন অ্যালবাম এর গান????

০৫ ই জুন, ২০১২ রাত ১২:২৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: এইডা এখনো প্রোমো ভাই !! কোন অ্যালবাম এ আসে নাই !! নেক্সশশশশশশশশশশশশট অ্যালবাম এ আসবে !!

৬| ০৫ ই জুন, ২০১২ রাত ১২:৪৮

মো: তরিকুল ইসলাম বাদল বলেছেন: ভাই সামুতে দীর্ঘ দের বছর পর আজকেই কমেট করার অধিকার পাইলাম। ব্লগে অনেকক্ষণ ধরে ঘুরতেছি যে প্রথম কমেট টা কোথায়, কাকে দেব। আপনার এই পোষ্টটা আমার জীবনের সাথে খুবই মিল। তাই প্রথম কমেট টা আপনাকেই দিচ্ছি—গান দুটি আমার ভীষণ প্রিয় । আপনার মত আজ আমারও বৃষ্টি দেখলে অন্য একজনের কথা খুবই মনে পরে। ধন্যবাদ গান দুটি শেয়ার করার জন্যে ।

০৫ ই জুন, ২০১২ সকাল ১০:৫১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: জেনারেল নাকি সেইপ হইলেন ? cngts ...

যাই হোক জেনে পুলকিত হইলাম যে এই অদমের স্ট্যাটাস এ প্রথম কমেন্টের ধুলি পড়লো !!

হেহেহে ছ্যাকা খাইছেন !! ছ্যাকা না খাইলে প্রেমের অনুভুতি বুঝা যায় না !! লু !! তাই না !!

৭| ০৫ ই জুন, ২০১২ রাত ১২:৫০

রবিন মিলফোর্ড বলেছেন: দুটি গানই আমার অনেক প্রিয় ।

++++++

০৫ ই জুন, ২০১২ সকাল ১০:৫১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: জ্বি আমারো !!

৮| ০৫ ই জুন, ২০১২ সকাল ১১:০৫

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: +++++

৯| ০৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

মো: তরিকুল ইসলাম বাদল বলেছেন: ভাই, “ছ্যাকা না খাইলে প্রেমের অনুভুতি বুঝা যায় না” কথাটি মনে বাস্তব অভিজ্ঞতা থেকে বললেন, তাই না ? আপনিও কি ভাইয়া আমার সাথী নাকি ?

০৫ ই জুন, ২০১২ রাত ৯:৪৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: দুর ভাই আপনি তো বৃষ্টির অনুভূতি পরে তাইলে কিছু বুঝেন নাই !!

বৃষ্টি আমার ভিষন প্রিয় , কারন কি তুমি? জানি না তো ? তোমার ও বৃষ্টি প্রিয় ছিল বলেই কি আমি আমার প্রিয় এর তালিকায় অন্তভুক্ত করেছি ? কি জানি !! তবে এখন তুমি নেই আমার ভুবনে , তোমার প্রিয় কোন কিছু দেখলেই তোমার ছবি চোখের কোনে ভেসে উঠে ...বৃষ্টির সাথে সাথে মনে হয় আমার মনেও কিছু মেঘ জমেছে !! কে জানে হয়তো জেড়ে ফেলে দিতে চেয়েছে বারবার কিন্তু এই মেঘের সম্মহিত ক্ষমতা অনেক বারবার জমা হয় !!

এই লাইন গুলান পড়েন নাই :-< :-& :( :( :( :(( :(( :((

১০| ০৭ ই জুন, ২০১২ সকাল ১১:২৯

জয়-জয় বলেছেন: অনেক প্রিয় দুটি গান।
+

১১| ০৯ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪০

খাই দাই গান গাই বলেছেন: দুটি গানই অনেক ভালোলাগার। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.