নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম-অন্ধ, অন্ধ-ধর্ম বিরোধী দূরে থাকুন !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !!

বিকারগ্রস্থ মস্তিস্ক

অতি নগন্য এক চিজ

বিকারগ্রস্থ মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

লালন গীতি -- এই গানটার অর্থ কেউ কি বলতে পারবেন !!!

৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১:২৫

চাঁদের গায়ে চাদঁ লেগেছে -

আমরা ভেবে করবো কি !!



ওরে ঝি এর পেটে মায়ের জম্ম !!

তোমরা তাদের বলবে কি ?
:-*:-*:-*:-*

চাদের গায়ে ...............।।



ছয় মাসের এক কন্যা ছিল

অ নয় মাসে তার গর্ভ হলো

আবার এগারো মাসে তিনটি সন্তান !!
:-/:-/:-/:-/

কোনটা হবে ফকিরি !!



চাঁদের গায়ে...............।।



ঘর আছে তার দুয়ার নাই

লোক আছে তার বাদ্য নাই

কে বা তাহার - আহার যোগায়

কে দেয় সন্ধান বাতির !!

চাঁদের গায়ে ...............।।



লালন ফকির ভেবে বলে

মায়ে ছুইঁলে পুত্র মরে !!
:|:|:|

এই কথা মান না জানিলে হইবে না ফকিরি !!



https://www.youtube.com/watch?v=4L8FodBfOXw

গানের লিংক !!



বোল্ড করা কথা গুলার মিনিং যদি কেউ কইতে পারে -- আই পুরা নাদান বাচ্চা --- ইহা শুইনা আইতাছি বছরের পর বছর কিছু না বুঝি !! কেউ কি বলতে পারেন এই গানের মানে !!

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১:৩৮

রাহিক বলেছেন: কি জানি ভাই !অত শত তো বুঝিনে । তিনবেলা পেট পুরে খাতি পালেই হলো । এত কথার কাম আসতিছে কিসে ?

৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:০৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কথা সত্য -- তবে কি আপনি যত কম জানবেন তত বিভ্রান্ত করা আপনাকে সহজ হবে ---

২| ৩০ শে নভেম্বর, ২০১২ ভোর ৪:৫৫

রাহমান মাহবুব বলেছেন: ভাই জান দীর্ঘ সময় ধরে গান টার অর্থ খুজতেছি কিন্তু পাইতেছি না।
যদি পান আমারে দয়া করে জানাইয়েন।

৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:০৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
অকে ভাই জানাবো নে -- একজন উত্তর দিছে একটা অংশ --- দেখুন খারাম লাগে নি আমার কাছে


সমানুপাতিক বলেছেন: ৩টা quiz নিয়ে গান । শুনলাম, ভাল লাগলো ।

৩ নম্বরটায় মা হল সমুদ্র আর ছেলে হল লবণ। বাকিগুলো পারলাম না ।

এই কথা মান না জানিলে হইবে না ফকিরি !! ফকির মনে হয় হতে পারলাম না ।

৩| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ৭:৪৪

সমানুপাতিক বলেছেন: ৩টা quiz নিয়ে গান । শুনলাম, ভাল লাগলো ।

৩ নম্বরটায় মা হল সমুদ্র আর ছেলে হল লবণ। বাকিগুলো পারলাম না ।

এই কথা মান না জানিলে হইবে না ফকিরি !! ফকির মনে হয় হতে পারলাম না । /:)

৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:০৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ধন্যবাদ -- উত্তরটা মন্দ্য লাগে নি !!

৪| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৩০

কসমিক- ট্রাভেলার বলেছেন: ছয় মাসের এক কন্যা ছিল
অ নয় মাসে তার গর্ভ হলো
আবার এগারো মাসে তিনটি সন্তান !!


আমার মনে হয় ছাগলের কথা বলা হয়েছে ।

৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:০৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

জ্বি ভ্যা ভ্যা --

৫| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: আমার কেন জানি শুধু মনেহয় এই গানটা লালনের না। হয়তো লালনের কোন শিষ্য বা অনুসারী লালনের নাম দিয়ে গানটি চালিয়ে দিয়েছে।

৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:১০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:


দুঃখিত আমার এমন মনে হয় নি একবারো

৬| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৮

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: কলাগাছ, কলার মোচা আর কলার সাথে তুলনা করুন।

৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:১৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

বুজি নাইক্কা ভাই --

৭| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:০১

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: কলার ভাড়ালি চেনেন? কলার মোচা হলো কলার ফুল, ফুলের যে অংশটা কাণ্ডের ভেতরে থাকে তাকে ভাড়ালি বলা হয়। এটা একটা আঞ্চলিক শব্দও হতে পারে।

সারফেস মিনিং হিসাবে কলার মোচা, কলার ভাড়ালি আর কলার গাঁদাকে তুলনা করে গানটা রচিত বলে জানি। এর গূঢ়ার্থ গুরু জানেন:)

৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:১৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হুম বুঝার ট্রাই নিতাছি !!

ধন্যবাদ ভাই -- ব্যাখ্যা করার জন্য !!

৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৩২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ভাই ব্যর্থ যদি একটা ভাইঙ্গাইয়া কইতেন ---

কেমনে সম্পর্ক +

ওরে ঝি এর পেটে মায়ের জম্ম !!

+ ছয় মাসের এক কন্যা ছিল
অ নয় মাসে তার গর্ভ হলো
আবার এগারো মাসে তিনটি সন্তান ! সম্পর্ক দিয়া যদি বুঝাইতেন -- অজ্ঞ তো তাই জ্ঞান যদি দিতেন ধন্য হইতুম

৮| ৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: আমি ফকির ফকিরনী কিচ্ছু হইতে চাইনে। মাফ চাই

সো, বুঝার দরকার নাই।

"আমার মাথা পায়ের নিচে
দুনিয়াটা মাথার উপরে।
তার উপরে পর্বত গিড়ি
না বুঝলে ছাড়ো ব্লগারি।"

এইটার কি মিনিং .?!
হিহিহিহি =p~ =p~ =p~ =p~

৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
বুঝিছি -- প্রেম পিরিতি করতে যাইয়া ধরা খাইছেন তাই বাপজান আপনার পাংখা লগে লটকাইয়া রাখছে :-P :-P :-P :-P

৯| ৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩২

জহিরুলহকবাপি বলেছেন: ভাই এই গানটা সাই-এর নয় । এটা কুমার খালির আরেক বাউল গোপাল গোসাইয়ের । এ গানটার অর্থ আমিও খুজছি । পাইনি ।
কিন্তু যতটুকু জানতে পেরেছি তাতে জেনেছে এটা দেহ সাধনায় চাদের হিসাব ।

৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৩০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কিন্তু গানে লালন কয় কথাটা আছে যে ?

আমি পুরাই কনফিউড হইয়া গেলুম যে

১০| ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৪

জহিরুলহকবাপি বলেছেন: তখন অনেক লালন ভক্তই নিজের গান গুরুর নামে চালিয়েছেন । হয়তো ভালোবাসা বা শ্রদ্ধা থেকে এমন করেছেন । কনফিউজ হওয়ার কিছু নাই, এটা লালন গিতী না । আপনি শফি মন্ডল বা হুমায়ুন সাধুর সাথে যোগাযোগ করতে পারেন ।
আমাদের বিটিভি-তেও এ গান লালন গিতী বলে চালানো হয় ।

০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
যাই হোক কথা ডেপ্ট অনেক --- ধরতেই পারছি না এইডাই মূল সমস্যা !!

রুপক অর্থ ব্যবহার করেছে --- এইডা হইলো -- গুগুলিং করলাম কিছু পাইলাম না !!

১১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: বোঝ কি না বোঝ তাতে কি এসে যায়?
এই গানের সুর দূরে বহুদূরে ভাসে যায়!

নতুন বছরের শুভেচ্ছা!!

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হুম
আপনাকেও শুভেচ্ছা নতুন দিনের নতুন প্রভাতের

১২| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

জানতে চায় বলেছেন: ২ নং হল কলাগাছ , আর ৩ নম্বরটায় মা হল সমুদ্র আর ছেলে হল লবণ।

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

ধন্যবাদ

শুভ নতুন বছর

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

রাইসুল নয়ন বলেছেন: ঘর আছে তার দুয়ার নাই
লোক আছে তার বাদ্য নাই
কে বা তাহার - আহার যোগায়
কে দেয় সন্ধান বাতির !!

কবর?

ওরে ঝি এর পেটে মায়ের জম্ম !!
তোমরা তাদের বলবে কি ?

মায়ের থেকে মেয়ে বেশী বুঝে !! কলি যুগ !!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ধব্যবাদ ব্রো

পুড়াই অর্থ কিলিয়ার

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০০

মিনাজুল বলেছেন: লালন এর গান এটা ।এ গান লালন এর দেহ তত্ত্ব গান । গুরু ও ভোক্তর মধ্যে এ গান গুলার অর্থ বলে থাকে ।অন্য কে বলা গুরু নিষেধ ।এ গানে অর্থ মানব দেহের ভিতরে আছে। নয় মাসে হয় র্গভবতী এখানে লালন মানব দেহে নয টি দরজার কথা বলেছেন।মাঝ খানেটা ফকির হয় এটা মানব দেহের দশ নাম্বার দরজা ।মানব দেহে দশ টি দরজা ।কিন্তু দশ নাম্বার দরজা বন্ধ থাকে। এই জন্য নয় দরজা বলা হয়।নয় মাসে র্গভবতী এগারো মাস তিন টি সন্তান । মানুষ আছে দুয়ার নাই। মানুষ যখন তার মার র্গরভে থাকে । দূয়ার বন্ধ থাকে। সে খানে বাচা বড় হয়। আল্লাহ বাচাকে লালন পালন করায়।এগানে আরো অর্থ আছে। কিছু অর্থ বলাম। আমি কোন গুরুর ভোক্ত না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.