নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n

মা.হাসান

মা.হাসান › বিস্তারিত পোস্টঃ

হেল্প পোস্ট- সাহায্য চাই; বিষয় - পেঁয়াজ

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৪




রোজা আসিলে অল্পস্বল্প জিলাপি-বেগুনি-পিয়াজু আলুর চপ ছোটোবেলা হইতে এইসব খাওয়ার অভ্যাস আর সকলের মতো আমারো ছিল।

আখেনাটেন ভাইয়ের এই পোস্টের পর বেগুনি খাইবার ইচ্ছা চলিয়া গিয়াছে।

গেছো দাদার এই পোস্টের পর জিলাপি খাইবার ইচ্ছা আর নাই।

ভুয়া মফিজ ভাই আলু র উপর পেটেন্ট লইয়া লইয়াছেন, ডাক্তারেও আলু পরিহার করিতে বলিতেছে।

বাকি থাকে পেঁয়াজু।



গত বছর বিরোধীদল ষড়যন্ত্র করিয়া পেঁয়াজের দাম বাড়াইবার পর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন উনি পেঁয়াজ খাওয়া বন্ধ করিয়াছেন। আমি পাপি-তাপি মানুষ। তাহাজ্জুদ গোজার হইয়া প্রধানমন্ত্রী কে অনুসরণ করার ধৃষ্টতা আমার নাই । মোক্ষ লাভের নিমিত্তে প্রধানমন্ত্রী কে অনুসরণ করা দরকার । এজন্য প্রধানমন্ত্রীর দেখাদেখি ঐ সময়ে পিঁয়াজ খাওয়া বন্ধ করিয়াছিলাম।

কয় দিন পূর্বে সরকারি ট্রাকের পিছনে লাইন দিয়া ষাট টাকা কেজি দরে আধা কেজি মসুর ডাল ক্রয় করিয়াছি। এক্ষণে পেঁয়াজ পানির দরে যাইতেছে । কিন্তু পিঁয়াজু খাওয়া উচিৎ হইবে কিনা বুঝিতে পারিতেছি না। পেঁয়াজের মূল্য হ্রাস পাইবার পর মাননীয় প্রধানমন্ত্রী পেঁয়াজ খাওয়া শুরু করিয়াছেন কিনা জানা নাই। যদি কোন হৃদয়বান ব্যক্তি জানাইতে পারেন তবে আজীবন ঋণী থাকিবো।

মন্তব্য ৪৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫১

করুণাধারা বলেছেন: আহারে! কেউ মন্তব্য করে না, লাইক করে না... মনে হয় ছবি দেখে ভয় পেয়েছে।

আচ্ছা, আমি করলাম লাইক আর মন্তব্য!!!

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৩

মা.হাসান বলেছেন: লোকে ভয় পায়, কি বোর্ডের মাধ্যমেও যদি করোনা ছড়ায়, এজন্য অনেক ভালো পোস্টেও মন্তব্য কম দেখি।


ছবি দেখে কেউ ভয় পাবে কেন? মাদার অফ হিউম্যানিটিকে কেউ কি ভয় পায়? সবাই ভালো বাসে।


আপু, লাইক দিয়ে কি করবো? পেঁয়াজু সমস্যার তো সমাধান হলো না।

২| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০২

সাইন বোর্ড বলেছেন: যিনি সব কিছুর সহজ সমাধান দিতে পারেন তিনি আপনার বর্তমান এই মনোবাসনা উপলব্ধি করে নিশ্চয় একটা সমাধান দেবেন ।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৯

মা.হাসান বলেছেন: ওনার কাছ পর্যন্ত পৌছাই কি করে? উনি মানুষের মঙ্গলের চিন্তায় সদা ব্যস্ত। আমার এত খাই খাই সমস্যা নিয়ে অত দূর যাওয়া কি শোভন হবে?
ব্লগে অনেক জ্ঞানী-গুনিরা আছেন। কে কি খাচ্ছেন সব খবর রাখেন। ভেবেছিলাম কারো না কারো হয়তো জানা থাকবে।

তবে এখনো হাল ছাড়িনি, দেখা যাক। আর কিছু না হলে, রোজার প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতিমদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিলে সেটার ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবো।

৩| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৫

জুন বলেছেন: আপনি শুধু মুড়ি খেয়ে দেখতে পারেন মা হাসান। আমি পেপারে পড়েছি পশ্চিম বংগের মুখ্যমন্ত্রী দিনের বেশিরভাগ সময় শুকনা মুড়ি খায়। সুতরাং এটা উচুমানের খাবার এবং স্বাস্থ্যকরও বটে । সারাদিন রোজা রেখে ভাজা পোড়া না খাওয়াই ভালো কি বলেন #:-S
+

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৯

মা.হাসান বলেছেন: ভালো কথা বলেছেন। ভাজা-পোড়া না খাওয়াই ভালো।
আমি বরং মুড়িটা কম খেয়ে জলটা বেশি খাবো। তবে পশ্চিম বাঙলার মুখ্যমন্ত্রীকে অনুসরণ করতে চাই না। অনুসরণ করার মতো হযরত একজনই এখন আছেন। :)

৪| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: স্যরি আমিও আপনাকে সাহায্য করতে অপারগ। হেহেহে

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫২

মা.হাসান বলেছেন: হেহেহে

গরীবের দুঃখ নিয়ে হাসি ঠাট্টা করিবেন না। :(

পশ্চিম বাংলায় তো মিষ্টির দোকান খোলা। আপনি জিলিপিই খান।

ঢাকায় কিন্তু সব রেস্তোরা-মিষ্টির দোকান বন্ধ।

৫| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: পেয়াজের দাম কমেছে। ৫৫/৬০ টাকা কেজি। আজ আমি পাচ কেজি কিনেছি।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩১

মা.হাসান বলেছেন: আপনার বাসায় পাঁচ কেজি পেঁয়াজ বেশি দিন যাবার কথা না। আমি হয়তো আধা কেজি কিনবো। কিন্তু মাননীয় প্রধান মন্ত্রী যদি পেঁয়াজ খাওয়া বরাবরের মতো বাদ দেন তবে আর কিনবো না। পেপে দিয়ে পেঁয়াজু ভালো হয় না। মূলা বাজারে কম দেখছি। মুড়ি ই হয়তো চালাবো।

৬| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: পিয়াজু না খাইয়া দেখেন শাকের বরা খাওয়া যায় কি না । আর ওটার নাম দিতে পারেন শাকজু । =p~

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪০

মা.হাসান বলেছেন: খুব ভালো আইডিয়া দিছেন ভাই। আমার ডাল খানিকটা বেঁচে যাবে। অনেক ধন্যবাদ। :)

৭| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৮

ঢাবিয়ান বলেছেন: পানির দরের পেয়াজে যে কোন মুহুর্তে আগুন লাগতে পারে। তাই সবচেয়ে ভাল হয় খালি পানি খাইয়া বাচঁতে শিখেন । লীগের জমানায় থাকবেন আর দুর্ভিক্ষের স্বাদ গ্রহন করবেন না, সেইটা কি হয় ? কাজেই এখন থেইকাই প্র্যকটিস শুরু করেন।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৮

মা.হাসান বলেছেন: দুর্ভিক্ষের কথা সব গুজব। এফডিসি থেকে আর্টিস্ট ভাড়া করে তারে মডেলিঙের নামে জাল পরায়া ছবি তুইলা বাসন্তি নামে ছাড়ছিলো। ঐটা ভুয়া ।
তবে পেঁয়াজের দাম বাড়তে পারে। ষড়যন্ত্র চলছে।
জাতীয় কলেমা পড়ে পানিতে ফু দিয়ে খাইলে ক্ষুধা খুব একটা থাকে না। তবে ক্ষুধা-তৃষ্ণা বড় বিষয় না। নিয়ত আসল। আমার নিয়ত হইলো মাননীয় প্রধানমন্ত্রীর অনুসরণ। এই জন্যই তথ্য খুঁজতে আছিলাম। কিন্তু তথ্য বাবারা কোনো খবর দিতেছে না।

৮| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৩

নেওয়াজ আলি বলেছেন: পেয়াজ খাওয়া চালু করেন আদা খাওয়া বন্ধ করেন। হা হা । আদা ঔষধের দাদা। এখন যে দাম তাতে মামা খালু চাচা সব।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১৮

মা.হাসান বলেছেন: পচা ধরা আদার কেজি ৩২০ টাকা। কিরপিন টাকা চিবাইয়া খাইবে কিন্তু আদা খাইবে না।
আদাকে শশুর ডাকিতে আমার কোনো আপত্তি নাই যদি তাহাতে দাম কমে।

সীমিত আকারে পেঁয়াজ খাওয়া চালু করিতে আমার আপত্তি নাই। তবে কওমি জননী না খাইলে আমি খাই কি করে?।

৯| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৩

প্রেক্ষা বলেছেন: আলুর চপ,পিয়াজু,বেগুণী দিয়ে মুড়ি মাখা....আহা !!! অমৃত

খাবেন না কেন??? ১০০ বার পিয়াজু খাবেন,পারলে আমাকেও কিছু পিয়াজু পাঠাই দিয়েন।গ্যাস্ট্রিক এর সমস্যা হয় বলে আম্মু বলছে এবার রোজায় কোনো ভাজা পোড়া হবে না :((

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৫

মা.হাসান বলেছেন: আহা কি শুনাইলেন! এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়িয়া গেল ।

একজন লোক খাবার দোকানে ঢুকিয়া জিজ্ঞাসা করিলেন- মুড়ি আছে? পিয়াজু? ছোলা ? আলুর চপ? বেগুনি? বুন্দিয়া? জিলিপি? ভালো। তাহলে আড়াইশো ছোলা, আড়াইশো মুড়ি, চারখানা পিয়াজু , চারখানা বেগুনি, চারখানা আলুর চপ, চারখানা জিলাপি, একশ বুন্দিয়া একসঙ্গে মাখাও । ধনিয়া পাতা, পিয়াজ বাড়াইয়া দিও। মাখানো হইয়াছে ? এখন আমাকে ওইখান থেকে দুই টাকার দাও।
আমি এই হোটেলটা অনেকদিন ধরিয়া খুঁজিতেছি।

আখেনাটেনের পোস্টটি পড়িয়া অবশ্য কারো কারো বেগুনি খাইবার আগ্রহ কমিয়া গিয়াছে। পোস্টে লিংক দেয়া আছে, সময় থাকিলে দেখিতে পারেন। একই কথা গেছোদাদার জিলিপি বিষয়ক পোস্টের জন্য প্রযোজ্য।

পিয়াজু আপনাকে পাঠাইবো ? কিরপিন কাউকে খাবার পাঠায় না, তবে কেহ দাওয়াত দিলে না করে না। প্রতি বছর রোজার মাসে ২-৪ খানা ইফতারির দাওয়াত পাই। এই বছর সেই সুযোগ নাই। এই দুঃখে এখন থেকেই খাওয়া কমাইয়া দিয়াছি। আল্লাহ আপনার আম্মার অন্তর নরম করিয়া দিন আর আপনার অন্ত্রের সমস্যা দূর করিয়া দিন।

কিরপিনের খাদ্যাভ্যাস জানিতে চাইলে আমার এই পোস্টখানা দেখিতে পারেনঃ কিরপিনের ডিম ভাজা রেসিপি

১০| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১১

এ্যাক্সজাবিয়ান বলেছেন: তেলের ডিব্বা উগান্ডা পদাতিক চৌ পিয়াজো তেল লাগবো খাটি মাস্টর তেল

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৮

মা.হাসান বলেছেন: আপনার হিংসা করিবার কিছু নাই, আপনি কোনো রকমে একখানা পোস্ট প্রসব করুন, আমরা আপনার পোস্টে ডিব্বা ডিব্বা তেল ঢালিবো। বন্ধ্যা হইয়া থাকিলে অবশ্য ভিন্ন কথা। সে ক্ষেত্রে আগাম সমবেদনা রহিলো।

১১| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৩

আখেনাটেন বলেছেন: দেশের সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। সেদিন দেখলাম কয়েক বস্তা বেগুন মাত্র ৫০০ টাকায় এক কৃষক বিক্রি করছে। সামনের দিনগুলিতে আরো অরাজকতা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদি না এখনই রাশ টানা হয়। কৃষকের কথা ভাবার কেউ নেই।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৫

মা.হাসান বলেছেন: বেগুনের খবরটা পড়েছি। লাউ তিন টাকা করে বিক্রির খবরও মনে হয় ছিলো। চলনবিল এলাকায় দুমাস আগে খিরা ৪০ টাকা মন বিক্রি হয়েছে। কৃষকের আবাদের খরচতো দুরের কথা, বাজার পর্যন্ত আনতে যে খরচ তাও উঠছে না।

কৃষকের কথা ভাবার কেউ নেই।
নেতা বাঁচলে কৃষক বাঁচবে। এজন্য আগে নেতা বাঁচাও। ভিআইপি হাসপাতাল গড়ো।


সামনের দিনগুলিতে আরো অরাজকতা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদি না এখনই রাশ টানা হয়


রাশ টানার মতো কেউ আছে বলে মনে হয় না। গত দু মাসের কার্যকলাপে তো তা মনে হয় নি। মে মাসের ২য় সপ্তাহ থেকে পরিস্থিতির আরো অবনতি হবে বলে আশংকা করি, কোনো ভাবে সুযোগ থাকলে ঢাকা ছেড়ে গ্রামে চলে যেতাম । পুলিশ বাহিনীর মাঝেও করোনা ছড়াচ্ছে। এরকম দূর্বিপাক মনে হয় আমার জেনারেশন আগে দেখেনি।

১২| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার বাসায় পাঁচ কেজি পেঁয়াজ বেশি দিন যাবার কথা না। আমি হয়তো আধা কেজি কিনবো। কিন্তু মাননীয় প্রধান মন্ত্রী যদি পেঁয়াজ খাওয়া বরাবরের মতো বাদ দেন তবে আর কিনবো না। পেপে দিয়ে পেঁয়াজু ভালো হয় না। মূলা বাজারে কম দেখছি। মুড়ি ই হয়তো চালাবো।


ঘরে ৫/৭ কেজি পেয়াজ আছে।
তারপরও লাম বাজারে যখন আসছিই তাহলে আরো কিছু পেয়াজ কিনে রাখি। রোজায় তো ভালো মন্দ খেতে হয়।
প্রধানমন্ত্রী ওটা কথার কথা বলেছেন।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:০১

মা.হাসান বলেছেন: রোজায় তো ভালো মন্দ খেতে হয়।

মন্দটা আমাদের পাঠায়ে দিয়েন, ভালোটা আপনিই খাইয়েন :)

প্রধানমন্ত্রী ওটা কথার কথা বলেছেন।


উনি পরহেজগার লোক। কথার কথা বলেন বলে মনে হয় না।

অনেক শুভকামনা।

১৩| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: তামিম ইকবাল আর শেখ হাসিনা একই জিনিস। বিকল্প নাই

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৩

মা.হাসান বলেছেন: চরম সত্য। :)
অনেক ধন্যবাদ।

১৪| ২৩ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৫৬

সোহানী বলেছেন: কচুরিপানা দিয়া পিয়াজু বানায়ে খান B:-/ । পিয়াজ ও লাগলো না কচুরিপানা ও ইউজ হইলো.....হেহেহেহে কচুরিপানাজু!!!

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৫

মা.হাসান বলেছেন: গরিবের সাথে এমন মশকরার হিসাব দিতে হইবে।
কচুরি পানা কই পাবো?
ঢাকায় সব জলাশয় কাউয়ারা দখল কইরা ফালাইছে। এখন জলাশয় নাই, জল নাই কচুরি পানাও নাই। :(

১৫| ২৩ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:২৯

ইসিয়াক বলেছেন: চুপি চুপি একখান কথা কই হাসান ভাই কা্উরে কইয়েন না, রোজায় পেয়াজু ঘুঘনি খামু বইলা এক মন পেঁয়াজ কিনছি। মাত্র বিশ টাকা কেজি দরে ...হাহাহা। রোজায় ইফতারির নেমন্তন্ন রইলো।
#কথা কিন্তু হাচা।
#আইসেন কিন্তু........

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৮

মা.হাসান বলেছেন: এক মন পেঁয়াজ?
আপনি তো খাওয়া-দাওয়ায় আপনার বন্ধু নুর সাহেবকে হার মানাইলেন। :-B
আমি ক্ষুধা বৃদ্ধির ব্যায়াম শুরু করিয়া দিলাম। লক ডাউন শেষ হওয়ার পর বাঁচিয়া থাকিলে যশোহরে অবশ্যই যাইবো।

১৬| ২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: মাননীয় প্রধান মন্ত্রীর ছবির যত্রতত্র ব্যবহার ঠিক নয়।

সবকিছুই অল্প স্বল্প খাইবো। আপনি বা না খাইবেন কেন ? যদি না খান তবে আপনার ভাগেরটা করোনা রোগীকে দয়া দিবেন।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৬

মা.হাসান বলেছেন: সরকারি খরচে টিস্যু বক্স তৈরি করিয়া উহাতে জাতির পিতার ছবি ব্যবহার করা হইয়াছে। এখানে রেফারেন্স হিসাবে কওমি জননীর ছবি ব্যবহার দোষনীয় মনে করি না। তাহাছাড়া আল্লাহওয়ালাদের পবিত্র চেহারা দর্শনে অশেষ নেকি হাসিল হয়,ইহাও মনে রাখিতে হইবে।
নিজের পয়সায় অল্প-স্বল্পই খাই। পরস্মৈপদী ভক্ষণের সময়ে হিসাব করি না। তবে উৎস যাই হোক না কেন, আমার সমস্যা এই যে প্রধান মন্ত্রী না খাইলে আমিও খাইবো না, তিনি খাইলে আমিও খাইবো। তিনি খাইতেছেন কি না তাহাই জানিতে পারিলাম না।

বিপদে ফেলিলেন--করোনা রুগী কোথায় পাই?

১৭| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৯

প্রেক্ষা বলেছেন: কিরপিনের ডিম ভাজার রেসিপি তো কেকা ফেরদৌসী কে হার মানাবে।

এই অধ্ম রান্না-বান্নায় বেশ ভালো।ভাবছি আপনি যেহেতু ইফতারির দাওয়াত পাবেন না সেই দুঃখ দূর করতে করোনা চলে গেলে একদিন দাওয়াত করে খাওয়াব।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৯

মা.হাসান বলেছেন: কিরপিনের ডিম খাওয়ায় এখন একটু পরিবর্তন আসছে।

কিছু দিন আগে ডিমের দাম কমার পর কিরপিন ডিম খাওয়া বাড়ায়ে দিসে। মাসে তিন-চারটা ডিম লাগে। তবে এখন আর কিরপিন ডিম ভাজি খায় না। ফুল বয়েল করে খায়। তেল-পেয়ারার খরচ বাঁচে। একটা ডিম বয়েল করে কেটে চার টুকরা করা যায়। হাফ বয়েল করলে জ্বালানী একটু কম লাগে, কিন্তু রেখে দিয়ে খাওয়া যায় না। তবে যাদের বাসায় খানেওয়ালা বেশি তারা হাফ বয়েল খেতে পারেন, একটা হাফ বয়েল ডিমে চার জন হয়ে যাবে।

করোনা চলে গেলে একদিন দাওয়াত করে খাওয়াব


আপনার মুখে ফুল-চন্দন পড়ুক। আপনি সাইকেল চালিয়ে -সাতার কেটে খিদে বাড়ান, আমি দেখি কি করা যায়।

আরেকটা গল্প । একজন লোক ভোজের দাওয়াত পেয়েছে; কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে -- খালি হাতে যাওয়া যাবেনা। তো সে কি করল? সাথে তারা একজন দোস্ত কে নিয়ে গেল।

আমি কিন্তু খালি হাতে যাবো না। B-)

১৮| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩২

প্রেক্ষা বলেছেন: এই করোনার জন্য সাইকেল আর চালাইতে পারলাম কই?? আমি প্রতিদিন রাত ১০ টার পর বাবার সাথে সাইকেল চালাইতে নামি,কচুপোড়া করোনার জন্য সাইকেলডাও চালাইতে পারি না।
এপ্রিল মাস সুইমিং এর জন্য খুবই ভালো,আমি মিরপুর ১০ এর সুইমিং পুলে সবসময় সুইমিং করি।আপনিও আসতে পারেন,ঢাকার মধ্যে মোটামুটি ভালো। রিকশা-বাস তো কিছু চলে না আর বাসা দিয়ে ড্রাইভার আংকেল কে আরো মাসখানেক আগে ছুটি দেওয়া হইছে তাই সুইমিং এ যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। :(

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৭

মা.হাসান বলেছেন: সাইকেল চালানো বা সাতার, কোনোটাই পারি না :(
জীবনের অনেক খানিই মিছে।
বউ-ছেলে মিলে শেখানোর চেষ্টা করেছে। আশা করি বেঁচে থাকলে কয়েক বছরের মধ্যে শিখে যাবো।
রিক্সা চলে, তবে বাইরে না যাওয়াই ভালো। যতটা পারেন ঘরের মাঝে বসে থাকুন। আবার ভালো সময় আসবে, তখন সুদে আসলে সব উশুল করে নেবেন।

১৯| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: আপনি নিশ্চিন্ত মনে পেঁয়াজ খাওয়া শুরু করেন;
সাকিব আল হাসানের জন্য উনার রান্না করা বিরিয়ানি তে বেরেস্তার বন্যা বয়ে গেছিলো। এমন তো বিরোধী দল ষড়যন্ত্র করে কুলায়ে উঠতে পারছে না তাই দাম কমে কমে পেঁয়াজ এখন ঝাঁজ কমিয়েছে।
তবে সোহানী আপুর কচুরিপানাজু র জন্য আগ্রিম দিয়া গেলাম।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৬

মা.হাসান বলেছেন: আহা বেরেস্তা!
আহা বিরিয়ানি!

অসংখ্য ধন্যবাদ। কাজের কাজ করলেন। কালই আড়াইশো গ্রাম পেঁয়াজ কিনবো। রোজার মাস চলে যাবে এতে আশা করি।

কচুরিপানা পাওয়া গেলে অবশ্যই ভেজে আপনাদের জন্য তুলে রাখবো। মন্ত্রী মহোদয় কচুরিপানা খাবার কথা বলেছেন। পাওয়া গেলে কেন খাবো না?

২০| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪২

মুক্তা নীল বলেছেন:
হাসান ভাই,
দেশের পরিস্থিতি বেশি ভালো না তাই ইফতারিতেএবার পেঁয়াজুটা বাদ দিয়ে দেন কারণ পিয়াজু বানানো কষ্ট আছে
এতে ভাবীর কষ্ট কম হবে আপনাকে দোয়া দিবেন ভাবি। আর যদি আপনি ভাবীকে হেল্প করেন তাহলে মাঝেমধ্যে
পেঁয়াজু খেতে পারেন ।
পুরো পোষ্ট পড়ে লাইক দিয়েছি এবং মন্তব্য করেছি । লাইক দ্যাতে সাপধান এই পোস্ট পড়ার পর আমিও
অনেক সচেতন হয়ে গিয়েছি ।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫

মা.হাসান বলেছেন: আপু, আল্লাহর কাছে শুকরিয়া আপনার ভাবি খুব ভালো মানুষ।তবে সফরে না থাকলে নিজের রান্না আমার নিজে করার অভ্যাস, কাজেই আমি পিঁয়াজু খেলে ওনার কোনো বাড়তি কষ্ট হবার কথা না।

লাইক দ্যাতে সাপধান এই পোস্ট পড়ার পর আমিও অনেক সচেতন হয়ে গিয়েছি ।
:P
তবে হ্যা, শমশের ভাইয়ের পোস্টে চোখ বন্ধ করে লাইক দিতে পারেন। B-))

২১| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩৩

খায়রুল আহসান বলেছেন: কিছুকাল বিরতির পর পেঁয়াজের সমস্যা আবার শুরু হতে চলেছে।
উপভোগ্য রম্য, তবে কিছুটা বিপজ্জনকও বটে।
আপনি "ভিতুর ডিম" নন, এ কথাটার আর নতুন কোন প্রমাণ দিতে যাবেন না।

১৯ শে জুন, ২০২০ ভোর ৪:৪৮

মা.হাসান বলেছেন: আপনি "ভিতুর ডিম" নন, এ কথাটার আর নতুন কোন প্রমাণ দিতে যাবেন না।

আমার ভারতীয় ভিসার মেয়াদ জানুয়ারী/২০২১ পর্যন্ত আছে, অনুপ্রবেশের মামলা টিকবে না।

আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মাথায় নতুন আইডিয়ার বড় অভাব। ওনাদের বেশি করে হিন্দি-ইংরেজি সিনেমা দেখা দরকার।

তবে মাঝে মাঝে সত্যিই ভাবি -- ভ্রমন কথা ছাড়া আর সব লেখা বন্ধ করাই মনে হয় ভালো হবে।

কিছুকাল বিরতির পর পেঁয়াজের সমস্যা আবার শুরু হতে চলেছে।

বন্যার সম্ভাবনার কথা শুনছি। সব কিছুরই দাম বাড়তে পারে। পেঁয়াজ আশি ক্রস করলে খাদ্যাভ্যাস বদলে ফেলবো। সত্যি সত্যি বদলে ফেলবো।

উপভোগ্য রম্য

উপভোগ করেছেন জানায় খুব ভালো লাগলো। সরকার এখনো ব্লগিঙে ট্যাক্স বসানোর চিন্তা করছে না কেন!

চীন-ভারত-নেপাল টেনশনের বিষয়ে সামরিক অ্যানালাইসিস যা পড়ি সবই একপেশে, ভারতীয় বা প্রো ভারতিয়দের লেখা। সার্ভিস রুলে না আটকালে আপনাকে এই বিষয়ে কিছু লিখতে অনুরোধ করবো। ব্লগে স্বাচ্ছন্দ বোধ না করলে ফেসবুকে লিখুন, যদিও আমার ফেসবুক নেই, যাদের আছে এমন কারো কাছ থেকে যোগাড় করে নেবো।

পোস্টে লাইক এবং আন্তরিকতা পূর্ণ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.